অশোকনগর, 30 মার্চ : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম অজয় সাহা (35)। ঘটনাটি অশোকনগর এলাকার। গতরাতে অজয়কে গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, অশোকনগরের এক যুবতির সঙ্গে প্রায় ১০ বছর সম্পর্ক ছিল অজয়ের। অজয় ওই যুবতিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তাঁর সঙ্গে সহবাস করে বলে অভিযোগ। কিন্তু পরে অজয় অন্য একজনকে বিয়ে করে। তারপরেই ওই যুবতি 12 মার্চ অশোকনগর থানায় অজয়ের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ জানায়।
পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে গতরাতে অজয়কে গ্রেপ্তার করা হয়। আজ অজয়কে বারাসত আদালতে তোলা হয়েছিল। বিচারক অভিযুক্তকে 14 দিনের জেল হেপাজতে পাঠিয়েছেন।