বারাসত, 30 সেপ্টেম্বর: চিকিৎসক, মৃৎশিল্পী অনুপম ধরকে সংবর্ধিত করল আইএমএ'র রাজ্য শাখা । শুক্রবার বারাসত নবপল্লী কাঁঠালতলা পুজো প্রাঙ্গণে চিকিৎসককে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেওয়া হয় চিকিৎসক সংগঠনের তরফে (Indian Medical Association felicitate Dr Anupam Dhar) । এছাড়া তাঁর হাতে এদিন মানপত্র-সহ বিভিন্ন জিনিসও তুলে দেওয়া হয়েছে । সংবর্ধনা অনুষ্ঠানে হাজির ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, আইএমএ'র রাজ্য শাখার যুগ্ম অর্থসচিব এবং তৃণমূলের চিকিৎসক-কাউন্সিলর বিবর্তন সাহা-সহ আরও অনেকে । সংবর্ধিত হয়ে রীতিমতো আপ্লুত চিকিৎসক অনুপম ধর (Anupam Dhar)।
পাঁচ বছর ধরে পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজ এবং হাসপাতালের এসএনসিইউ বিভাগে কর্মরত তিনি । বাড়ি বারাসতের নবপল্লী ভদ্রবাড়ি সংলগ্ন এলাকায় । হাসপাতালে রোগী দেখবেন, প্রয়োজনে রোগীর অস্ত্রোপচারে ছুরি, কাঁচি চালাবেন । এটাই স্বাভাবিক যে কোনও চিকিৎসকের ক্ষেত্রে । কিন্তু এসবের বাইরেও যেন ব্যতিক্রমী অনুপম ধর (Barasat Doctor making Durga idol) ।
শত ব্যস্ততার মাঝেও তিনি সময় বের করে মাটির যে কোনও প্রতিমা অনায়াসে তৈরি করে ফেলতে পারেন । গত সাত বছর ধরে এই প্রতিভা দেখিয়ে চলেছেন বাড়ির দুর্গাপ্রতিমা (Durga Puja 2022) গড়ার ক্ষেত্রে । তাঁর নিপুণতা ও দক্ষতায় সেজে উঠছে পারিবারিক দুর্গাপুজোর প্রতিমা । যার ব্যতিক্রম ঘটেনি এবারও । বলা ভালো, চিকিৎসক অনুপম ধরের হাতের ছোঁয়ায় মৃন্ময়ী রূপ পেয়েছে দেবী দুর্গা এবং তাঁর সন্তানরা । চিকিৎসকের এমন প্রতিমা তাঁক লাগিয়ে দিয়েছে সকলকে । সেই খবরই প্রথম প্রকাশিত হয়েছিল ইটিভি ভারতে । সেই খবর দেখেই আইএমএ'র রাজ্য শাখা সিদ্ধান্ত নেয়, চিকিৎসককে অনুপম ধরকে সংবর্ধিত করা হবে । সেই মতো শুক্রবার বারাসত নবপল্লীর কাঁঠালতলা পুজো প্রাঙ্গণে সংবর্ধনা দেওয়া হল চিকিৎসককে ।
আরও পড়ুন: চিকিৎসক অনুপমের হাতে মৃন্ময়ী হয়ে ওঠেন 'অনুপমা'
আইএমএ'র রাজ্য শাখার যুগ্ম অর্থসচিব তথা চিকিৎসক বিবর্তন সাহা বলেন, "চিকিৎসকদের মধ্যে এমন প্রতিভা সাধারণত দেখা যায় না । এটা নিঃসন্দেহে একটা বিরল ঘটনা । সেই কারণেই ওই চিকিৎসককে সংগঠনের তরফে সংবর্ধনা দেওয়া হয়েছে । যাতে তিনি আরও অনুপ্রাণিত হতে পারেন ।" চিকিৎসকের প্রতিভার প্রশংসা করে আইএমএ'র উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষও ।
এদিকে যার জন্য এত কর্মকাণ্ড, সেই অনুপম ধর বলছেন, কোনও কিছু পাওয়ার আশাতে তিনি মাটির প্রতিমা গড়ার কাজে আসেননি । এসেছেন ভালোলাগা এবং নেশার টানেই ।