ETV Bharat / state

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর পোস্ট, গ্রেপ্তার BJP কর্মী - অভিষেক বন্দ্যোপাধ্যায়

বুধবার রাতে তৃণমূলের তরফে ওই BJP কর্মীর নামে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷ বুধবার রাতেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ ৷ যদিও BJP-র বক্তব্য, মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে তাঁকে ৷ অন্যদিকে হাবড়ার পৌরপ্রশাসকের বক্তব্য, BJP অন্য রাজনৈতিক দলের নেতা কর্মীদের সম্মান জানাতে পারে না ৷

bjp worker
গ্রেপ্তার হওয়া বিজেপি কর্মী
author img

By

Published : Aug 21, 2020, 8:00 AM IST

হাবড়া, 21 অগাস্ট : তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে সোশাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট করার অভিযোগে এক BJP কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতের নাম শুভদীপ দাস । বাড়ি উত্তর ২৪ পরগনার হাবড়ায় ।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, শুভদীপের বাড়ি হাবড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের ডহরথুবা এলাকায় । বুধবার রাতে তৃণমূলের পক্ষ থেকে হাবড়া থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় । দায়ের হওয়া অভিযোগের বয়ানে বলা হয়েছে, সাংসদ তথা যুব তৃণমূলের রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে সোশাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করে একটি পোস্ট করেছেন শুভদীপ । সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয় । বুধবার রাতেই ডহরথুবা থেকে শুভদীপকে গ্রেপ্তার করা হয় ৷ পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে সাইবার অপরাধের ধারায় মামলা রুজু করা হয়েছে ।

এই ঘটনার প্রেক্ষিতে BJP নেতা বিপ্লব হালদার বলেন, "তৃণমূল নেতারা মিথ্যে অভিযোগ তুলে BJP-র কর্মীদের ফাঁসানোর চেষ্টা করছে । আর পুলিশ তাতে অতি সক্রিয় ভূমিকা পালন করছে ।"

অন্য দিকে হাবড়া পৌরসভার প্রশাসক নীলিমেষ দাস বলেন, "BJP-র উচ্চ নেতৃত্ব অন্য রাজনৈতিক দলের নেতা কর্মীদের সম্মান জানাতে পারেন না । তাহলে নিচুতলার কর্মীরা কীভাবে সম্মান জানাবেন । BJP দলের এটাই আসল সংস্কৃতি । পুলিশ আইন অনুযায়ী কাজ করেছে । "

গতকাল ধৃতকে বারাসত আদালতে তোলা হলে বিচারক তাঁর দু'দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন ।

হাবড়া, 21 অগাস্ট : তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে সোশাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট করার অভিযোগে এক BJP কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতের নাম শুভদীপ দাস । বাড়ি উত্তর ২৪ পরগনার হাবড়ায় ।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, শুভদীপের বাড়ি হাবড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের ডহরথুবা এলাকায় । বুধবার রাতে তৃণমূলের পক্ষ থেকে হাবড়া থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় । দায়ের হওয়া অভিযোগের বয়ানে বলা হয়েছে, সাংসদ তথা যুব তৃণমূলের রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে সোশাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করে একটি পোস্ট করেছেন শুভদীপ । সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয় । বুধবার রাতেই ডহরথুবা থেকে শুভদীপকে গ্রেপ্তার করা হয় ৷ পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে সাইবার অপরাধের ধারায় মামলা রুজু করা হয়েছে ।

এই ঘটনার প্রেক্ষিতে BJP নেতা বিপ্লব হালদার বলেন, "তৃণমূল নেতারা মিথ্যে অভিযোগ তুলে BJP-র কর্মীদের ফাঁসানোর চেষ্টা করছে । আর পুলিশ তাতে অতি সক্রিয় ভূমিকা পালন করছে ।"

অন্য দিকে হাবড়া পৌরসভার প্রশাসক নীলিমেষ দাস বলেন, "BJP-র উচ্চ নেতৃত্ব অন্য রাজনৈতিক দলের নেতা কর্মীদের সম্মান জানাতে পারেন না । তাহলে নিচুতলার কর্মীরা কীভাবে সম্মান জানাবেন । BJP দলের এটাই আসল সংস্কৃতি । পুলিশ আইন অনুযায়ী কাজ করেছে । "

গতকাল ধৃতকে বারাসত আদালতে তোলা হলে বিচারক তাঁর দু'দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.