ETV Bharat / state

বামনগাছি গণধর্ষণে দোষীদের শাস্তির দাবিতে বারাসত আদালতে বিক্ষোভ - Barasat Court

স্থানীয়দের দাবি, কুলবেড়িয়া গণধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক ৷ এই দাবিতে আজ বারাসত আদালত চত্বরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় তারা ৷

in demand of punishment for culprits locals are protesting infront of Barasat Court
বামনগাছি গণধর্ষণকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে বারাসত আদালতে বিক্ষোভ স্থানীয়দের
author img

By

Published : Jan 5, 2020, 11:45 PM IST

Updated : Jan 5, 2020, 11:53 PM IST

বামনগাছি, 5 জানুয়ারি : বামনগাছি গণধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের ৷ আজ দুপুরে বারাসত আদালতে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় নির্যাতিতার প্রতিবেশীসহ স্থানীয়রা ৷

গণধর্ষণের ঘটনায় ধৃতদের আজ বারাসত আদালতে তোলা হবে খবর পেয়ে আগে থেকেই আদালত চত্বরে হাজির হয়েছিল কুলবেড়িয়ার বাসিন্দারা । প্রিজ়ন ভ্যানে ধৃতদের নিয়ে আসতে দেখেই বিক্ষোভ দেখাতে শুরু করে তারা ৷ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেয় ৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নিরাপত্তা দিয়ে ধৃতদের ভিতরে নিয়ে যাওয়া হয় ৷

দেখুন ভিডিয়ো...

বিক্ষোভকারীদের একজন স্বপ্না মজুমদার বলেন, বর্ষবরণের রাতে ওই মহিলার উপর যেভাবে নির্যাতনের ঘটনা ঘটেছে, তা ভাষায় প্রকাশ করা যাবে না । তিনি যাতে ন্যায়বিচার পান, সে জন্যই তাঁরা আদালত চত্বরে বিক্ষোভে সামিল হয়েছেন । দাবি, দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক ৷ তিনি অভিযোগ করেন, ধৃতদের মধ্যে একজন বারাসত আদালতের এক আইনজীবীর ছেলে । ওই আইনজীবী প্রভাব খাটিয়ে ছেলের জামিনের চেষ্টা করছেন । বলেন, "এটা আমরা কোনও ভাবেই মেনে নেব না । "

বামনগাছি গণধর্ষণের ঘটনায় ধৃত রতন দাস, সৌগত সরকার ও মৃনাল বিশ্বাসকে ফের চারদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন বিচারক । যদিও ঘটনার পাঁচদিন পরেও পলাতক দুই অভিযুক্তের হদিশ পায়নি পুলিশ । কেন এখনও পর্যন্ত তাদের গ্রেপ্তার করা গেল না, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা ৷

বামনগাছি, 5 জানুয়ারি : বামনগাছি গণধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের ৷ আজ দুপুরে বারাসত আদালতে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় নির্যাতিতার প্রতিবেশীসহ স্থানীয়রা ৷

গণধর্ষণের ঘটনায় ধৃতদের আজ বারাসত আদালতে তোলা হবে খবর পেয়ে আগে থেকেই আদালত চত্বরে হাজির হয়েছিল কুলবেড়িয়ার বাসিন্দারা । প্রিজ়ন ভ্যানে ধৃতদের নিয়ে আসতে দেখেই বিক্ষোভ দেখাতে শুরু করে তারা ৷ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেয় ৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নিরাপত্তা দিয়ে ধৃতদের ভিতরে নিয়ে যাওয়া হয় ৷

দেখুন ভিডিয়ো...

বিক্ষোভকারীদের একজন স্বপ্না মজুমদার বলেন, বর্ষবরণের রাতে ওই মহিলার উপর যেভাবে নির্যাতনের ঘটনা ঘটেছে, তা ভাষায় প্রকাশ করা যাবে না । তিনি যাতে ন্যায়বিচার পান, সে জন্যই তাঁরা আদালত চত্বরে বিক্ষোভে সামিল হয়েছেন । দাবি, দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক ৷ তিনি অভিযোগ করেন, ধৃতদের মধ্যে একজন বারাসত আদালতের এক আইনজীবীর ছেলে । ওই আইনজীবী প্রভাব খাটিয়ে ছেলের জামিনের চেষ্টা করছেন । বলেন, "এটা আমরা কোনও ভাবেই মেনে নেব না । "

বামনগাছি গণধর্ষণের ঘটনায় ধৃত রতন দাস, সৌগত সরকার ও মৃনাল বিশ্বাসকে ফের চারদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন বিচারক । যদিও ঘটনার পাঁচদিন পরেও পলাতক দুই অভিযুক্তের হদিশ পায়নি পুলিশ । কেন এখনও পর্যন্ত তাদের গ্রেপ্তার করা গেল না, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা ৷

Intro:বামনগাছি গণধর্ষণ কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গর্জে উঠলেন নির্যাতিত মহিলার প্রতিবেশীরা।এই দাবিতে আজ দুপুরে বারাসাত আদালতে প্লাকার্ড হাতে বিক্ষোভও দেখায় তারা।তুমুল বিক্ষোভ উত্তাল হয়ে ওঠে আদালত চত্বর।Body:রাজু বিশ্বাস,বারাসতঃ- বামুনগাছি গণধর্ষণকাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গর্জে উঠলেন নির্যাতিতা মহিলার প্রতিবেশীরা।এই দাবিতে আজ দুপুরে বারাসত আদালতে প্লাকার্ড হাতে বিক্ষোভও দেখায় তারা।তুমুল বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে আদালত চত্বর।গণধর্ষণকাণ্ডে ধৃতদের দুপুরের দিকে বারাসত আদালতে তোলা হবে এই খবর পেয়ে আগে থেকেই প্লাকার্ড নিয়ে আদালতে হাজির হন কুলবেড়িয়া এলাকার বাসিন্দারা।যাদের মধ্যে অধিকাংশই ছিলেন মহিলা।এরপর,প্রিজন ভ্যানে আসামিদের নিয়ে আসতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ওঠে স্লোগানও।তবে,অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নিরাপত্তা দিয়ে ধৃতদের কোট' লকআপের ভিতরে ঢোকানো হয়।বিক্ষোভকারী প্রৌঢ়া স্বপ্না মজুমদার বলেন," বর্ষবরণের রাতে যেভাবে ওই মহিলার ওপর নির্যাতনের ঘটনা ঘটেছে,তা ভাষায় প্রকাশ করা যাবে না।সে যাতে ন্যায়বিচার পায়,সেই জন্যই আমরা আজ আদালতে এসে বিক্ষোভ দেখিয়েছে। পাশাপাশি, দোষীরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায় তারও দাবি জানাচ্ছি আমরা।এ বিষয়ে আদালত যাতে উপযুক্ত ব্যবস্থা নেয়,সে বিষয়েও দেখার অনুরোধ করছি আমরা"।তার অভিযোগ,"ধৃতদের মধ্যে একজনের বারাসত আদালতের প্রতিষ্ঠত আইনজীবী।সে প্রভাব খাটিয়ে ছেলের জামিনের চেষ্টা করছে।এটা আমরা কোনওভাবেই মেনে নেবনা।তবে,আদালতের ওপর আমাদের ভরসা রয়েছে"।দেশে নারী নির্যাতনের ঘটনা বেড়ে চলায় উদ্বেগ প্রকাশ করেছেন ওই প্রৌঢ়া।এদিকে, বামুনগাছি গণধর্ষণকাণ্ডে ধৃত রতন দাস,সৌগত সরকার ও মৃনাল বিশ্বাসকে ফের চার দিনের পুলিশি হেফাজতের আদেশ দেন বিচারক।যদিও ঘটনার পাঁচ দিন পরেও পলাতক দুই অভিযুক্তের হদিস পায়নি পুলিশ।কেনো তাদের এখনও গ্রেপ্তার করা গেলনা,তা নিয়ে পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন নির্যাতিতা মহিলার প্রতিবেশিরা।Conclusion:ঘটনার পাঁচদিন পরও পলাতক দুই অভিযুক্তের কেনো হদিস পাওয়া গেল না, তা নিয়ে পুলিশের ভূমিকায় প্রকাশ করেছেন নির্যাতিতা মহিলার প্রতিবেশীরা।
Last Updated : Jan 5, 2020, 11:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.