ETV Bharat / state

34 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, ঘণ্টা 2 বন্ধ যানচলাচল - আমডাঙা

নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে সোজা ডোবার মধ্যে গিয়ে পড়ল ওভারলোডিং 407 গাড়ি । বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন গাড়িচালক ও খালাসি । তবে,দুর্ঘটনায় বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুতের তার জাতীয় সড়কে পড়ায় প্রায় দু-ঘন্টা ব্যাহত হয় যান চলাচল ।

amdanga accident
34 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা
author img

By

Published : Mar 14, 2020, 3:16 PM IST

আমডাঙা, 14 মার্চ : নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিল মালবোঝাই একটি গাড়ি । তারপর সোজা ডোবায় গিয়ে পড়ে । বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন গাড়ির চালক ও খালাসি । অন্যদিকে বিদ্যুতের খুঁটি 34 নম্বর জাতীয় সড়কের উপর ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত হয় । শুক্রবার উত্তর 24 পরগনার আমডাঙা বাজার সংলগ্ন এলাকার ঘটনা ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বারাসতের দিক থেকে 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে একটি কাপড়বোঝাই 407 গাড়ি আমডাঙার জাগুলিয়ার দিকে যাচ্ছিল । আমডাঙা বাজারের কাছে আসতেই চাকার বেয়ারিং খুলে যায় । তাতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয় । তারপর পাশের একটি ডোবায় গাড়িটি পড়ে যায় । ঘটনার পর ওই গাড়ির চালক ও খালাসি পালিয়ে যায় ।

জাতীয় সড়কের উপর বিদ্যুতের খুঁটিটি ভেঙে পড়ায় বিদ্যুতের তার জাতীয় সড়কের মাঝে বিপজ্জনক অবস্থায় ঝুলতে থাকে । বন্ধ হয় যান চলাচল । প্রায় ঘণ্টাদুয়েকের জন্য সারি বেঁধে দূরপাল্লার বাস মালবাহী গাড়ি চলাচল দাঁড়িয়ে থাকে । স্থানীয়দের অভিযোগ, পুলিশকে খবর দিলেও ঘটনাস্থানে প্রায় এক ঘণ্টা পরে আসে । পরিস্থিতি জটিল হয়ে ওঠে । এমনকী, বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধেও দেরিতে আসার অভিযোগ ওঠে ।

আমডাঙা থানার পুলিশ জানিয়েছে,"দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ডোবা থেকে তুলে বাজেয়াপ্ত করা হয়েছে । গাড়ির চালক ও খালাসির খোঁজ চলছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।"

আমডাঙা, 14 মার্চ : নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিল মালবোঝাই একটি গাড়ি । তারপর সোজা ডোবায় গিয়ে পড়ে । বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন গাড়ির চালক ও খালাসি । অন্যদিকে বিদ্যুতের খুঁটি 34 নম্বর জাতীয় সড়কের উপর ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত হয় । শুক্রবার উত্তর 24 পরগনার আমডাঙা বাজার সংলগ্ন এলাকার ঘটনা ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বারাসতের দিক থেকে 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে একটি কাপড়বোঝাই 407 গাড়ি আমডাঙার জাগুলিয়ার দিকে যাচ্ছিল । আমডাঙা বাজারের কাছে আসতেই চাকার বেয়ারিং খুলে যায় । তাতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয় । তারপর পাশের একটি ডোবায় গাড়িটি পড়ে যায় । ঘটনার পর ওই গাড়ির চালক ও খালাসি পালিয়ে যায় ।

জাতীয় সড়কের উপর বিদ্যুতের খুঁটিটি ভেঙে পড়ায় বিদ্যুতের তার জাতীয় সড়কের মাঝে বিপজ্জনক অবস্থায় ঝুলতে থাকে । বন্ধ হয় যান চলাচল । প্রায় ঘণ্টাদুয়েকের জন্য সারি বেঁধে দূরপাল্লার বাস মালবাহী গাড়ি চলাচল দাঁড়িয়ে থাকে । স্থানীয়দের অভিযোগ, পুলিশকে খবর দিলেও ঘটনাস্থানে প্রায় এক ঘণ্টা পরে আসে । পরিস্থিতি জটিল হয়ে ওঠে । এমনকী, বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধেও দেরিতে আসার অভিযোগ ওঠে ।

আমডাঙা থানার পুলিশ জানিয়েছে,"দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ডোবা থেকে তুলে বাজেয়াপ্ত করা হয়েছে । গাড়ির চালক ও খালাসির খোঁজ চলছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.