ETV Bharat / state

BJP-র ডাকা বনধের প্রভাব; ব্যারাকপুরে বন্ধ জুটমিল, রেল অবরোধ - rail blockade

অর্জুন সিংয়ের উপর হামলার প্রতিবাদে BJP-র ডাকা 12 ঘণ্টার বনধের প্রভাব পড়েছে ব্যারাকপুরে ৷ সকাল থেকেই ঘোষপাড়া রোডের বিভিন্ন এলাকায় BJP-র কর্মী-সমর্থকরা অবরোধ করে বিক্ষোভ দেখায় ৷

কাঁকিনাড়া স্টেশনে রেল অবরোধ
author img

By

Published : Sep 2, 2019, 8:31 AM IST

Updated : Sep 2, 2019, 8:59 AM IST

ব্যারাকপুর, 2 সেপ্টেম্বর : অর্জুন সিংয়ের উপর হামলার প্রতিবাদে BJP-র ডাকা 12 ঘণ্টার বনধের প্রভাব পড়েছে ব্যারাকপুরে ৷ সকাল থেকেই ঘোষপাড়া রোডের বিভিন্ন এলাকায় BJP-র কর্মী-সমর্থকরা অবরোধ করে বিক্ষোভ দেখায় ৷ কাঁকিনাড়া স্টেশনে রেল অবরোধ করে BJP-র কর্মী-সমর্থকরা ৷

সকাল থেকে গোটা এলাকা থমথমে ৷ দোকানপাট বন্ধ ৷ যদিও এই বনধের আওতা থেকে রেলকে বাইরে রাখা হয়েছিল ৷ তা সত্ত্বেও সকাল ছ'টা থেকে কাঁকিনাড়া স্টেশনে এক নম্বর লাইনে আপ ট্রেন আটকে রেল অবরোধ করে BJP-র কর্মী-সমর্থকরা ৷ যার জেরে সকাল থেকেই শিয়ালদা-রানাঘাট মেইন শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়েছে । সেইসঙ্গে বন্ধ রয়েছে 12টি জুটমিলও৷ BJP-র ডাকা বনধে জুটমিলগুলোও সামিল হয়েছে ৷ ভারতীয় মজদুর সংঘের রাজ্য সম্পাদক সঞ্জয় কুমার শা বলেন, "গতকাল অর্জুন সিংয়ের উপর হামলার প্রতিবাদে জুটমিলগুলো 24 ঘণ্টা বন্ধ থাকবে ৷ শ্রমিকরাই স্বতঃস্ফূর্তভাবেই বনধে সামিল হয়েছেন ৷ 12টি জুটমিলই বন্ধ রয়েছে৷" যদিও এখনও পর্যন্ত কোনও অশান্তির খবর পাওয়া যায়নি ৷

দেখুন ভিডিয়ো

আরও পড়ুন : দলীয় কার্যালয় দখল নিয়ে BJP-তৃণমূল সংঘর্ষ, ভাঙচুর অর্জুনের গাড়ি

গতকাল শ্যামনগরে দলীয় কার্যালয় দখল ঘিরে BJP-তৃণমূল সংঘর্ষ হয় ৷ এই ঘটনার প্রতিবাদে সার্কাস মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় BJP-র কর্মী-সমর্থকরা ৷ অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে BJP-র কর্মী-সমর্থকদের খণ্ডযুদ্ধ বাধে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে ৷ এলাকায় বোমাবাজিও হয় ৷ অভিযোগ, লাঠির ঘায়ে মাথা ফাটে ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিংয়ের ৷ এই ঘটনার প্রতিবাদেই আজ শিল্পাঞ্চলে 12 ঘণ্টা বনধ ডাকে BJP ৷

ব্যারাকপুর, 2 সেপ্টেম্বর : অর্জুন সিংয়ের উপর হামলার প্রতিবাদে BJP-র ডাকা 12 ঘণ্টার বনধের প্রভাব পড়েছে ব্যারাকপুরে ৷ সকাল থেকেই ঘোষপাড়া রোডের বিভিন্ন এলাকায় BJP-র কর্মী-সমর্থকরা অবরোধ করে বিক্ষোভ দেখায় ৷ কাঁকিনাড়া স্টেশনে রেল অবরোধ করে BJP-র কর্মী-সমর্থকরা ৷

সকাল থেকে গোটা এলাকা থমথমে ৷ দোকানপাট বন্ধ ৷ যদিও এই বনধের আওতা থেকে রেলকে বাইরে রাখা হয়েছিল ৷ তা সত্ত্বেও সকাল ছ'টা থেকে কাঁকিনাড়া স্টেশনে এক নম্বর লাইনে আপ ট্রেন আটকে রেল অবরোধ করে BJP-র কর্মী-সমর্থকরা ৷ যার জেরে সকাল থেকেই শিয়ালদা-রানাঘাট মেইন শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়েছে । সেইসঙ্গে বন্ধ রয়েছে 12টি জুটমিলও৷ BJP-র ডাকা বনধে জুটমিলগুলোও সামিল হয়েছে ৷ ভারতীয় মজদুর সংঘের রাজ্য সম্পাদক সঞ্জয় কুমার শা বলেন, "গতকাল অর্জুন সিংয়ের উপর হামলার প্রতিবাদে জুটমিলগুলো 24 ঘণ্টা বন্ধ থাকবে ৷ শ্রমিকরাই স্বতঃস্ফূর্তভাবেই বনধে সামিল হয়েছেন ৷ 12টি জুটমিলই বন্ধ রয়েছে৷" যদিও এখনও পর্যন্ত কোনও অশান্তির খবর পাওয়া যায়নি ৷

দেখুন ভিডিয়ো

আরও পড়ুন : দলীয় কার্যালয় দখল নিয়ে BJP-তৃণমূল সংঘর্ষ, ভাঙচুর অর্জুনের গাড়ি

গতকাল শ্যামনগরে দলীয় কার্যালয় দখল ঘিরে BJP-তৃণমূল সংঘর্ষ হয় ৷ এই ঘটনার প্রতিবাদে সার্কাস মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় BJP-র কর্মী-সমর্থকরা ৷ অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে BJP-র কর্মী-সমর্থকদের খণ্ডযুদ্ধ বাধে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে ৷ এলাকায় বোমাবাজিও হয় ৷ অভিযোগ, লাঠির ঘায়ে মাথা ফাটে ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিংয়ের ৷ এই ঘটনার প্রতিবাদেই আজ শিল্পাঞ্চলে 12 ঘণ্টা বনধ ডাকে BJP ৷

Intro:ব্যারাকপুর বনধে সকাল থেকেই ব্যাপক প্রভাব পড়েছে ব্যারাকপুর জুড়ে Body:[02/09, 6:59 am] দেবপ্রিয় সরকার_বারাকপুর: *কাঁকিনাড়া স্টেশনের বিজেপির রেল অবরোধ*।

গতকাল জগদ্দল এর ঘটনার প্রতিবাদে আজ বিজেপির 12 ঘন্টা ব্যারাকপুর বনধ। সকাল থেকেই বনধ এ প্রভাব পড়তে শুরু করেছে। ব্যারাকপুর এর আজকের এই 12 ঘণ্টার বনধ এ রেলকে বনধের আওতার বাইরে রাখা হয়েছিল। তা সত্ত্বেও সকাল ছয়টা থেকে কাঁকিনাড়া স্টেশনে এক নম্বর লাইনে আপ ট্রেন আটকে রেল অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা।ফলে সকাল থেকেই শিয়ালদা রানাঘাট মেন শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়েছে ।
[02/09, 7:14 am] দেবপ্রিয় সরকার_বারাকপুর: আজকের ব্যারাকপুর বন্ধে সকাল থেকেই ব্যাপক প্রভাব পড়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে। ঘোষপাড়া রোড এর বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী সমর্থকদের পথ অবরোধে অবরুদ্ধ ব্যস্ততম ঘোষপাড়া রোড ।এলাকার দোকানপাট সমস্ত বন্ধ ।গাড়ি চলাচল করছে না বললেই চলে। এ ছাড়াও ব্যারাকপুর শিল্পাঞ্চলের প্রায় 12 টি জুটমিল সকাল থেকেই বন্ধ রয়েছে। এই 12 ঘণ্টার বনধে জুটমিলে গুলো 24 ঘণ্টা চলবে বলে জানানো হয়েছে।Conclusion:এখনও পর্যন্ত কোনও অশান্তির খবর নেই
Last Updated : Sep 2, 2019, 8:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.