ETV Bharat / state

মধ্যমগ্রামে দেদার চুরি হচ্ছে মাটি, নিষ্ক্রিয়তার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে - মধ্যমগ্রামে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য

মুখ্যমন্ত্রীর সাধের "জল ধর জল ভর" প্রকল্পকে বুড়ো আঙুল দেখিয়ে মধ্য়মগ্রামে রমরমিয়ে চলছে বেআইনিভাবে মাটি কাটার কাজ । স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করার পরও কাজ হয়নি ৷ অভিযোগ স্থানীয়দের।

Illegal soil selling at Madhyamgram
মধ্যমগ্রাম
author img

By

Published : Mar 4, 2020, 4:48 AM IST

মধ্যমগ্রাম, 4 মার্চ : মুখ্যমন্ত্রীর "জল ধর জল ভর" প্রকল্পকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চলছে বেআইনিভাবে মাটি কাটার কাজ । প্রশাসনের নাকের ডগায় দিনের পর দিন মাটি চুরি হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ । মাটি মাফিয়াদের দৌরাত্ম্যে নাজেহাল অবস্থা মধ্যমগ্রামের রোহণ্ডা চণ্ডীগড় পঞ্চায়েতের পালিত পাড়ার বাসিন্দাদের ।

বেআইনিভাবে মাটি কাটার ফলে একদিকে যেমন রাতারাতি জমির চরিত্র পরিবর্তন হচ্ছে, অন্যদিকে ক্ষতি হচ্ছে বাড়িঘরের । ইতিমধ্যে বেশ কয়েকটি বাড়িতে ফাটল ধরা পড়েছে । কয়েকদিন আগে উত্তর 24 পরগনার শাসনে একইভাবে মাটি চুরির অভিযোগ উঠেছিল । পরে সেখানে ভূমি রাজস্ব বিভাগ অভিযান চালিয়ে মাটি কাটার ডাম্পার ও মাটি কাটার মেশিন বাজেয়াপ্ত করে । কিন্তু, তারপরও মাটি মাফিয়াদের দৌরাত্ম্য এতটুকু কমেনি। মাটি চুরির কথা কার্যত স্বীকার করে নিয়েছেন বারাসত ২ নম্বর ব্লকের BDO অর্ঘ্য মুখোপাধ্যায় । তিনি বলেন, "ওখানকার বাসিন্দারা আগেই একটি অভিযোগপত্র জমা দিয়েছেন । সেই অভিযোগপত্র সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েও দেওয়া হয়েছে । বেআইনি মাটি কাটার কাজ বন্ধ করার চেষ্টা চলছে ৷"

গতাকাল দুপুরে রোহণ্ডা চণ্ডীগড় পঞ্চায়েতের পালিতপাড়া মৌজায় গিয়ে দেখা যায়, দিনের বেলাতেও জমি থেকে দেদার মাটি কাটার কাজ চলছে । রীতিমতো জমিতে লরি নামিয়ে তাতে মাটি বোঝাই করে পাচার হচ্ছে । পালিতপাড়ার বাসিন্দাদের অভিযোগ, শালি, ডাঙ্গা, বাস্তু প্রভৃতি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার ফলে জমির চরিত্র রাতারাতি বদলে যাচ্ছে । ক্ষতিগ্রস্ত হচ্ছে আশপাশের বাড়িঘর । মাটি কাটার মেশিন ব্যবহার করে অবাধে মাটি কাটার ফলে স্থানীয় বেশ কয়েকটি বাড়িতে দেখা দিয়েছে ফাটল । এবিষয়ে সরাসরি কোনও রাজনৈতিক দলের দিকে আঙুল না তুললেও, রাজনৈতিক ছত্রছায়ায় থাকার জন্যই মাটি মাফিয়ারা এভাবে বেআইনি কাজ করতে পারছে বলে অভিযোগ স্থানীয়দের । রুমা খাতুন, ইছা আলিদরা এবিষয়ে বলেন, এভাবে মাটি কাটার ফলে ঘরের দেওয়ালে ফাটল ধরেছে । ভিতও কমজোরি হয়ে যাচ্ছে । প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি ৷

এবিষয়ে মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ বলেন, "স্থানীয়রা আমার কাছে বিষয়টি জানিয়েছিলেন । শুধু আমাকে নয়, বারাসত ২ নম্বর ব্লকের BDO ও পুলিশ প্রশাসনকেও তাঁরা বিষয়টি জানিয়েছেন । মাঝে পুলিশ অভিযান চালানোয় সাময়িক বন্ধ হয়েছিল । কিন্তু, আবার তা শুরু হয়েছে । বিধায়কের আক্ষেপ, "কোথাও উদ্যোগে খামতি রয়েছে । প্রশাসনের পদক্ষেপ নেওয়া উচিত ৷"

উত্তর 24 পরগনার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, "গত সাতদিন ধরে জেলার বেশকিছু জায়গায় বেআইনি মাটি কাটার কাজের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে । এর ফলে কিছু জায়গায় তা বন্ধও হয়েছে । এরপরও যদি কেউ এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে ৷"

মধ্যমগ্রাম, 4 মার্চ : মুখ্যমন্ত্রীর "জল ধর জল ভর" প্রকল্পকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চলছে বেআইনিভাবে মাটি কাটার কাজ । প্রশাসনের নাকের ডগায় দিনের পর দিন মাটি চুরি হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ । মাটি মাফিয়াদের দৌরাত্ম্যে নাজেহাল অবস্থা মধ্যমগ্রামের রোহণ্ডা চণ্ডীগড় পঞ্চায়েতের পালিত পাড়ার বাসিন্দাদের ।

বেআইনিভাবে মাটি কাটার ফলে একদিকে যেমন রাতারাতি জমির চরিত্র পরিবর্তন হচ্ছে, অন্যদিকে ক্ষতি হচ্ছে বাড়িঘরের । ইতিমধ্যে বেশ কয়েকটি বাড়িতে ফাটল ধরা পড়েছে । কয়েকদিন আগে উত্তর 24 পরগনার শাসনে একইভাবে মাটি চুরির অভিযোগ উঠেছিল । পরে সেখানে ভূমি রাজস্ব বিভাগ অভিযান চালিয়ে মাটি কাটার ডাম্পার ও মাটি কাটার মেশিন বাজেয়াপ্ত করে । কিন্তু, তারপরও মাটি মাফিয়াদের দৌরাত্ম্য এতটুকু কমেনি। মাটি চুরির কথা কার্যত স্বীকার করে নিয়েছেন বারাসত ২ নম্বর ব্লকের BDO অর্ঘ্য মুখোপাধ্যায় । তিনি বলেন, "ওখানকার বাসিন্দারা আগেই একটি অভিযোগপত্র জমা দিয়েছেন । সেই অভিযোগপত্র সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েও দেওয়া হয়েছে । বেআইনি মাটি কাটার কাজ বন্ধ করার চেষ্টা চলছে ৷"

গতাকাল দুপুরে রোহণ্ডা চণ্ডীগড় পঞ্চায়েতের পালিতপাড়া মৌজায় গিয়ে দেখা যায়, দিনের বেলাতেও জমি থেকে দেদার মাটি কাটার কাজ চলছে । রীতিমতো জমিতে লরি নামিয়ে তাতে মাটি বোঝাই করে পাচার হচ্ছে । পালিতপাড়ার বাসিন্দাদের অভিযোগ, শালি, ডাঙ্গা, বাস্তু প্রভৃতি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার ফলে জমির চরিত্র রাতারাতি বদলে যাচ্ছে । ক্ষতিগ্রস্ত হচ্ছে আশপাশের বাড়িঘর । মাটি কাটার মেশিন ব্যবহার করে অবাধে মাটি কাটার ফলে স্থানীয় বেশ কয়েকটি বাড়িতে দেখা দিয়েছে ফাটল । এবিষয়ে সরাসরি কোনও রাজনৈতিক দলের দিকে আঙুল না তুললেও, রাজনৈতিক ছত্রছায়ায় থাকার জন্যই মাটি মাফিয়ারা এভাবে বেআইনি কাজ করতে পারছে বলে অভিযোগ স্থানীয়দের । রুমা খাতুন, ইছা আলিদরা এবিষয়ে বলেন, এভাবে মাটি কাটার ফলে ঘরের দেওয়ালে ফাটল ধরেছে । ভিতও কমজোরি হয়ে যাচ্ছে । প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি ৷

এবিষয়ে মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ বলেন, "স্থানীয়রা আমার কাছে বিষয়টি জানিয়েছিলেন । শুধু আমাকে নয়, বারাসত ২ নম্বর ব্লকের BDO ও পুলিশ প্রশাসনকেও তাঁরা বিষয়টি জানিয়েছেন । মাঝে পুলিশ অভিযান চালানোয় সাময়িক বন্ধ হয়েছিল । কিন্তু, আবার তা শুরু হয়েছে । বিধায়কের আক্ষেপ, "কোথাও উদ্যোগে খামতি রয়েছে । প্রশাসনের পদক্ষেপ নেওয়া উচিত ৷"

উত্তর 24 পরগনার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, "গত সাতদিন ধরে জেলার বেশকিছু জায়গায় বেআইনি মাটি কাটার কাজের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে । এর ফলে কিছু জায়গায় তা বন্ধও হয়েছে । এরপরও যদি কেউ এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.