ব্যারাকপুর, 21 ফেব্রুয়ারি: আগামী 27 ফেব্রুয়ারি ব্যারাকপুর-সহ 108টি পৌরসভায় নির্বাচন । রবিরারে ব্যারাকপুরের নির্বাচনী প্রচার ছিল চোখে পড়ার মতো । এদিনের নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং । এদিনের মিছিল থেকে তৃণমূলকে কড়া হুঁশিয়ারি দেন অর্জুন সিং (Arjun Singh Warns Tmc)। তৃণমূলের উদ্দেশ্যে বলেন, "ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোট লুট হলে মানুষ চুপ করে থাকবে না ৷ ইভিএম মেশিন ভাঙচুর করা হবে । আর এর জন্য প্রিসাইডিং অফিসার তার জন্য দায়ী থাকবেন। "
রবিবার ভাটপাড়া, গারুলিয়া পৌরএলাকায় মিছিল করে নির্বাচনে দাঁড়ানো প্রার্থীর সমর্থনে প্রচার করে বিজেপি (Bjp's Election Campaign)। এই মিছিলে সামনেই ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও এলাকার সাংসদ অর্জুন সিং । জগদ্দল, ভাটপাড়া ও নোয়াপাড়া অঞ্চলের দাপুটে নেতা তিনি । মিছিলের ভিড় ছিল চোখে পড়ার মতো । মিছিল শেষে এদিন গরুলিয়া পিনকল মোড় এলাকায় একটি পথ সভা করে বিজেপি । সেখানেই তৃণমূলের উদ্দেশ্য বিষ্ফোরক মন্তব্য করেন অর্জুন সিং (Bengal Civic Polls: 2022)।
উল্লেখ্য, সম্প্রতি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে একাধিক জায়গায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন অনেকেই । যার মধ্যে রয়েছেন অর্জুন ঘনিষ্ঠরাও । বিশেষত কয়েকদিন আগেই জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন অর্জুন ঘনিষ্ঠ নিকটাত্নীয় ভগ্নিপতি সুনীল সিং ও ভাইপো সৌরভ সিং । যা নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি অর্জুন সিং ।