ETV Bharat / state

Arjun Singh Warns Tmc : ভোট লুঠ হলে ইভিএম ভেঙে ফেলার হুঁশিয়ারি অর্জুনের - People Will Break EVMs Says Bjp's Arjun Singh

ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে পৌরভোট লুট হয় তাহলে কিন্তু মানুষ চুপ করে থাকবে না ৷ ইভিএম মেশিন ভাঙচুর করা হবে । প্রিসাইডিং অফিসার তার জন্য দায়ী থাকবে, প্রচারে নেমে এমনই হুঁশিয়ারি দিলেন অর্জুন সিং (Arjun Singh Warns Tmc)৷

Arjun Singh Warns Tmc
ভোট প্রচারে শুভেন্দু, অর্জুন
author img

By

Published : Feb 21, 2022, 10:28 AM IST

ব্যারাকপুর, 21 ফেব্রুয়ারি: আগামী 27 ফেব্রুয়ারি ব্যারাকপুর-সহ 108টি পৌরসভায় নির্বাচন । রবিরারে ব্যারাকপুরের নির্বাচনী প্রচার ছিল চোখে পড়ার মতো । এদিনের নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং । এদিনের মিছিল থেকে তৃণমূলকে কড়া হুঁশিয়ারি দেন অর্জুন সিং (Arjun Singh Warns Tmc)। তৃণমূলের উদ্দেশ্যে বলেন, "ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোট লুট হলে মানুষ চুপ করে থাকবে না ৷ ইভিএম মেশিন ভাঙচুর করা হবে । আর এর জন্য প্রিসাইডিং অফিসার তার জন্য দায়ী থাকবেন। "

আরও পড়ুন: Bengal Civic Polls 2022 : ঝাড়গ্রামে বিজেপি প্রার্থীর ব্যানারে পিছিয়ে গেল ভোটের তারিখ, বিভ্রান্তি নাগরিকদের মধ্যে

রবিবার ভাটপাড়া, গারুলিয়া পৌরএলাকায় মিছিল করে নির্বাচনে দাঁড়ানো প্রার্থীর সমর্থনে প্রচার করে বিজেপি (Bjp's Election Campaign)। এই মিছিলে সামনেই ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও এলাকার সাংসদ অর্জুন সিং । জগদ্দল, ভাটপাড়া ও নোয়াপাড়া অঞ্চলের দাপুটে নেতা তিনি । মিছিলের ভিড় ছিল চোখে পড়ার মতো । মিছিল শেষে এদিন গরুলিয়া পিনকল মোড় এলাকায় একটি পথ সভা করে বিজেপি । সেখানেই তৃণমূলের উদ্দেশ্য বিষ্ফোরক মন্তব্য করেন অর্জুন সিং (Bengal Civic Polls: 2022)।

উল্লেখ্য, সম্প্রতি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে একাধিক জায়গায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন অনেকেই । যার মধ্যে রয়েছেন অর্জুন ঘনিষ্ঠরাও । বিশেষত কয়েকদিন আগেই জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন অর্জুন ঘনিষ্ঠ নিকটাত্নীয় ভগ্নিপতি সুনীল সিং ও ভাইপো সৌরভ সিং । যা নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি অর্জুন সিং ।

ব্যারাকপুর, 21 ফেব্রুয়ারি: আগামী 27 ফেব্রুয়ারি ব্যারাকপুর-সহ 108টি পৌরসভায় নির্বাচন । রবিরারে ব্যারাকপুরের নির্বাচনী প্রচার ছিল চোখে পড়ার মতো । এদিনের নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং । এদিনের মিছিল থেকে তৃণমূলকে কড়া হুঁশিয়ারি দেন অর্জুন সিং (Arjun Singh Warns Tmc)। তৃণমূলের উদ্দেশ্যে বলেন, "ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোট লুট হলে মানুষ চুপ করে থাকবে না ৷ ইভিএম মেশিন ভাঙচুর করা হবে । আর এর জন্য প্রিসাইডিং অফিসার তার জন্য দায়ী থাকবেন। "

আরও পড়ুন: Bengal Civic Polls 2022 : ঝাড়গ্রামে বিজেপি প্রার্থীর ব্যানারে পিছিয়ে গেল ভোটের তারিখ, বিভ্রান্তি নাগরিকদের মধ্যে

রবিবার ভাটপাড়া, গারুলিয়া পৌরএলাকায় মিছিল করে নির্বাচনে দাঁড়ানো প্রার্থীর সমর্থনে প্রচার করে বিজেপি (Bjp's Election Campaign)। এই মিছিলে সামনেই ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও এলাকার সাংসদ অর্জুন সিং । জগদ্দল, ভাটপাড়া ও নোয়াপাড়া অঞ্চলের দাপুটে নেতা তিনি । মিছিলের ভিড় ছিল চোখে পড়ার মতো । মিছিল শেষে এদিন গরুলিয়া পিনকল মোড় এলাকায় একটি পথ সভা করে বিজেপি । সেখানেই তৃণমূলের উদ্দেশ্য বিষ্ফোরক মন্তব্য করেন অর্জুন সিং (Bengal Civic Polls: 2022)।

উল্লেখ্য, সম্প্রতি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে একাধিক জায়গায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন অনেকেই । যার মধ্যে রয়েছেন অর্জুন ঘনিষ্ঠরাও । বিশেষত কয়েকদিন আগেই জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন অর্জুন ঘনিষ্ঠ নিকটাত্নীয় ভগ্নিপতি সুনীল সিং ও ভাইপো সৌরভ সিং । যা নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি অর্জুন সিং ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.