ETV Bharat / state

সন্দেশখালি ইশু : তদন্তে IB

সন্দেশখালির ঘটনার তদন্তে নামল IB(ইনটেলিজেনস বিওরো) । দেখা করল নিহতদের পরিবারের সঙ্গে ।

ফাইল ফোটো
author img

By

Published : Jun 10, 2019, 9:28 PM IST

Updated : Jun 10, 2019, 11:53 PM IST

সন্দেশখালি, 10 জুন : সন্দেশখালির ঘটনা তদন্তে নামল IB(ইনটেলিজেনস বিওরো) । আজ IB-র পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সন্দেশখালির ভাঙিপাড়া ও রাজবাড়ি গ্রাম পরিদর্শন করে । নিহতদের পরিবারের সঙ্গে কথাও বলে ।

এই সংক্রান্ত আরও খবর : থমথমে সন্দেশখালি : রাস্তায় সতেজ কার্তুজের খোল

শনিবার সন্দেশখালির হাটগাছি এলাকায় পতাকা লাগানো নিয়ে BJP-তৃণমূল সংঘর্ষ হয় । খুন হন তৃণমূল নেতা কায়ুম মোল্লা । মৃত্যু হয় সুকান্ত মণ্ডল ও প্রদীপ মণ্ডল নামে দুই BJP কর্মীরও । এখনও নিখোঁজ 3 BJP কর্মী । ঘটনার রাতেই BJP নেতা মুকুল রায় বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রকে জানান । এরপর আজ সন্দেশখালিতে আসেন IB-র আধিকারিকরা ।

এই সংক্রান্ত আরও খবর : একরাতেই সন্দেশখালিতে শ্মশানের নিস্তব্ধতা !

নিহত প্রদীপ মণ্ডলের দাদা সুকুমার মণ্ডল বলেন, "IB-র আধিকারিকরা এসেছিলেন । আমাদের সঙ্গে কথা বলেছেন । সবটা জানিয়েছি ।"

সন্দেশখালি, 10 জুন : সন্দেশখালির ঘটনা তদন্তে নামল IB(ইনটেলিজেনস বিওরো) । আজ IB-র পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সন্দেশখালির ভাঙিপাড়া ও রাজবাড়ি গ্রাম পরিদর্শন করে । নিহতদের পরিবারের সঙ্গে কথাও বলে ।

এই সংক্রান্ত আরও খবর : থমথমে সন্দেশখালি : রাস্তায় সতেজ কার্তুজের খোল

শনিবার সন্দেশখালির হাটগাছি এলাকায় পতাকা লাগানো নিয়ে BJP-তৃণমূল সংঘর্ষ হয় । খুন হন তৃণমূল নেতা কায়ুম মোল্লা । মৃত্যু হয় সুকান্ত মণ্ডল ও প্রদীপ মণ্ডল নামে দুই BJP কর্মীরও । এখনও নিখোঁজ 3 BJP কর্মী । ঘটনার রাতেই BJP নেতা মুকুল রায় বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রকে জানান । এরপর আজ সন্দেশখালিতে আসেন IB-র আধিকারিকরা ।

এই সংক্রান্ত আরও খবর : একরাতেই সন্দেশখালিতে শ্মশানের নিস্তব্ধতা !

নিহত প্রদীপ মণ্ডলের দাদা সুকুমার মণ্ডল বলেন, "IB-র আধিকারিকরা এসেছিলেন । আমাদের সঙ্গে কথা বলেছেন । সবটা জানিয়েছি ।"

সন্দেশখালির ঘটনার তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সন্দেশখালিঃ সন্দেশখালির ঘটনার তদন্তে নামল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সোমবার আইবির পাঁচ সদস্যের প্রতিনিধি দল সন্দেশখালির ভাঙিপাড়া ও রাজবাড়ি গ্রাম পরিদর্শন করে। তারা কথা বলে নিহতদের পরিবারের লোকেদের সঙ্গেও। শনিবার সন্দেশখালিতে রাজনৈতিক সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়। একজন এখনও নিখোঁজ। মৃতদের একজন তৃণমূল সমর্থক। বাকিরা বিজেপি কর্মী। ওইদিন রাতেই বিজেপি নেতা মুকুল রায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে ঘটনাটি জানিয়েছেন। তারপর রবিবার বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ, রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিংরা বসিরহাট হাসপাতালে গিয়েছিলেন। সেখানে দিলীপ বলেন, 'আমরা দিল্লিকে সব জানিয়েছি।' তারপরই সোমবার দুপুরে সন্দেশখালিতে ঢোকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবির আধিকারিকরা। নিহত প্রদীপ মণ্ডলের দাদা সুকুমার মণ্ডল বলেন, 'আইবির আধিকারিকরা এসেছিলেন। আমাদের সঙ্গে কথা বলেছেন। আমরা সমস্ত ঘটনা তাঁদের জানিয়েছি।'
Last Updated : Jun 10, 2019, 11:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.