ETV Bharat / state

আমরা লাইফ-বয় ; তথাগতকে জবাব মদনের

author img

By

Published : May 8, 2021, 10:22 PM IST

আমাদের প্লে-বয় বলছেন ৷ আমরা প্লে-বয় নই ৷ আমরা লাইফ-বয় ৷ আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি ৷ সেফ হোমের উদ্বোধনে এসে বললেন মদন মিত্র ৷

মদন মিত্র
মদন মিত্র

কামারহাটি, 8 মে : আজ ফের একবার তথাগত রায়কে আক্রমণ শানালেন মদন মিত্র ৷ আজ বেলঘরিয়ার হীরালাল কলেজের সেফ হোম চালু করতে এসে ফের একবার তথাগত রায়কে বুঝিয়ে দিতে চাইলেন, তিনি প্লে-বয় নন ৷ তিনি লাইফ-বয় ৷

কামারহাটি এলাকার উন্নয়ন প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, "প্রতিটি বেডের চাদরটা নতুন ৷ বালিশের কভারটা নতুন ৷ পুরোটা ঢেলে সাজানো হয়েছে ৷ তথাগতবাবুর মতো যাঁরা নটী-নর্তকী নিয়ে বলেন, জীবনে কোনওদিন ভেবেছেন বাড়ির একটা ঘর ছেড়ে দিই সেফ হোমের জন্য ৷ আমাদের প্লে-বয় বলছেন ৷ আমরা প্লে-বয় নই ৷ আমরা লাইফ-বয় ৷ আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি ৷"

আরও পড়ুন : রঙের দিনে ঘাস-পদ্ম মিলে এ-যেন মদন-ফুল

আজ 50 বেডের সেফ হোমের উদ্বোধন হল কামারহাটি পৌরসভা ও কামারহাটি ডেভলপমেন্ট সোসাইটি যৌথ উদ্যোগে ৷ এই সেফ হোমটি তৈরি হয় দক্ষিণেশ্বরে হীরালাল মেমোরিয়াল কলেজে ৷ ডাক্তার এবং প্রশিক্ষণপ্রাপ্ত নার্সরা এখানে থাকবেন ৷ যে করোনা আক্রান্ত ব্যক্তিরা এখানে ভর্তি থাকবেন, তাঁদের জন্য সাউন্ড সিস্টেম, টিভি এবং ঘুরে বেরানোর জায়গা থাকছে ৷ পাশাপাশি অক্সিজেন ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও থাকছে ৷

কামারহাটি, 8 মে : আজ ফের একবার তথাগত রায়কে আক্রমণ শানালেন মদন মিত্র ৷ আজ বেলঘরিয়ার হীরালাল কলেজের সেফ হোম চালু করতে এসে ফের একবার তথাগত রায়কে বুঝিয়ে দিতে চাইলেন, তিনি প্লে-বয় নন ৷ তিনি লাইফ-বয় ৷

কামারহাটি এলাকার উন্নয়ন প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, "প্রতিটি বেডের চাদরটা নতুন ৷ বালিশের কভারটা নতুন ৷ পুরোটা ঢেলে সাজানো হয়েছে ৷ তথাগতবাবুর মতো যাঁরা নটী-নর্তকী নিয়ে বলেন, জীবনে কোনওদিন ভেবেছেন বাড়ির একটা ঘর ছেড়ে দিই সেফ হোমের জন্য ৷ আমাদের প্লে-বয় বলছেন ৷ আমরা প্লে-বয় নই ৷ আমরা লাইফ-বয় ৷ আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি ৷"

আরও পড়ুন : রঙের দিনে ঘাস-পদ্ম মিলে এ-যেন মদন-ফুল

আজ 50 বেডের সেফ হোমের উদ্বোধন হল কামারহাটি পৌরসভা ও কামারহাটি ডেভলপমেন্ট সোসাইটি যৌথ উদ্যোগে ৷ এই সেফ হোমটি তৈরি হয় দক্ষিণেশ্বরে হীরালাল মেমোরিয়াল কলেজে ৷ ডাক্তার এবং প্রশিক্ষণপ্রাপ্ত নার্সরা এখানে থাকবেন ৷ যে করোনা আক্রান্ত ব্যক্তিরা এখানে ভর্তি থাকবেন, তাঁদের জন্য সাউন্ড সিস্টেম, টিভি এবং ঘুরে বেরানোর জায়গা থাকছে ৷ পাশাপাশি অক্সিজেন ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও থাকছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.