দেগঙ্গা, 30 অক্টোবর: ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ফের মৃত্যুর ঘটনা ঘটল উত্তর 24 পরগনার দেগঙ্গায় (Housewife Dies of Dengue in Deganga)। এবার প্রাণ হারালেন সোমা দাস (25) নামের এক গৃহবধূ । এই ঘটনাকে ঘিরে রবিবার চাঞ্চল্য ছড়ায় চাঁপাতলা পঞ্চায়েতের ঠাকুরবাড়ি এলাকায় । এর আগে দেগঙ্গার চাঁপাতলা ও নূরনগর পঞ্চায়েত এলাকায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক মহিলা এবং এক প্রৌঢ়ের মৃত্যু ঘটেছিল । সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও ডেঙ্গিতে মৃত্যু ঘটল দেগঙ্গাতে । স্বভাবতই ডেঙ্গিতে পরপর মৃত্যুর ঘটনায় আতঙ্কিত এলাকার লোকজন । তবে এই ঘটনার পরই নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন । ডেঙ্গি পরিস্থিতি সামাল দিতে সচেতনতার পাশাপাশি ডেঙ্গিপ্রবণ এলাকাগুলোতে বাড়তি সতর্কতাও নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে ।
গত সোমবার থেকে জ্বরে ভুগছিলেন ওই গৃহবধূ । জ্বর না-কমায় পরিবারের লোকেরা সেদিনই তাঁকে নিয়ে যান স্থানীয় বিশ্বনাথপুর হাসপাতালে । সেখানে রক্ত পরীক্ষায় তাঁর ডেঙ্গি ধরা পড়ে । চিকিৎসার জন্য তৎক্ষণাৎ বধূকে ভর্তি করা হয় ওই হাসপাতালে । তবে তারপরও ডেঙ্গি আক্রান্ত গৃহবধূর শারীরিক অবস্থার কোনও উন্নতি হচ্ছিল না । বরং অবনতি হওয়ায় একদিন পরই তাঁকে সেখান থেকে স্থানান্তরিত করে নিয়ে যাওয়া হয় বারাসত জেলা হাসপাতালে । গত তিনদিন ধরে সেখানেই তাঁর চিকিৎসা চলছিল । কিন্তু তাতেও অবস্থার পরিবর্তন না-হওয়ায় শুক্রবার রাতে তাঁকে কলকাতার আর.জি কর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক । সেই মতো রাতেই বারাসত জেলা হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় আর.জি কর হাসপাতালে । সেখানেই রবিবার ভোররাতে মৃত্যু হয় ডেঙ্গি আক্রান্ত ওই বধূর । ঘটনার কথা জানাজানি হতেই আতঙ্ক ছড়ায় এলাকায় । পরিবারের দাবি, ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক অ্যারেস্ট, কিডনি ফেলিওর ও ডেঙ্গির উল্লেখ রয়েছে ।
প্রসঙ্গত, কলকাতা ও তার লাগোয়া উত্তর 24 পরগনা, এই দুই জেলাতেই এই মুহূর্তে সবথেকে ডেঙ্গির প্রকোপ বেশি ৷ উত্তর 24 পরগনার সল্টলেক, দমদম, পানিহাটি-সহ বেশ কিছু পৌরসভা এলাকার ডেঙ্গি পরিস্থিতি প্রশাসনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ একইভাবে গ্রামীণ এলাকার মধ্যে দেগঙ্গার ডেঙ্গি পরিস্থিতি সবথেকে উদ্বেগজনক বলেই খবর সূত্রের ।
আরও পড়ুন : দেগঙ্গায় ডেঙ্গির বলি বছর 24-এর বধূ ফাতেমা