ETV Bharat / state

যুবতিকে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেপ্তার স্বামী - যুবতিকে খুনে অভিযুক্ত স্বামী

মাস ছয়েক আগে বিয়ে হয়েছিল দিশার । পরিবারের অভিযোগ, টাকা দাবি করে দিশাকে মারধর করে তাঁর স্বামী । তারপর আগুন ধরিয়ে দেয় ।

housewife killed
যুবতিকে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেপ্তার স্বামী
author img

By

Published : Jun 13, 2020, 4:27 AM IST

স্বরূপনগর, 13 জুন : যুবতিকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি উত্তর 24 পরগনার স্বরূপনগর থানার বিথারি গাবতলা এলাকায়। পুলিশ অভিযুক্ত রাজু ঘোষকে গ্রেপ্তার করেছে ।

মাস ছয়েক আগে হাবরা থানার সালতিয়া ফুলতলা এলাকার বাসিন্দা স্বপন দাসের মেয়ে দিশা দাসের সঙ্গে বিয়ে হয় বিথারি গাবতলা এলাকার রাজু ঘোষের। পরিবার সূত্রে জানা গিয়েছে, 10 জুন দিশা তাঁর বাপের বাড়িতে আসেন। সেদিনই আবার শ্বশুরবাড়িতে ফিরে যান। অভিযোগ, শ্বশুরবাড়ি ফেরার পর টাকার দাবি করে রাজু দিশাকে মারধর শুরু করে। পরে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় বাসিন্দারা দিশাকে প্রথমে স্বরূপনগরের ডাকবাংলো হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাঁকে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। সেখানে পৌঁছানোর আগেই রাস্তায় দিশার মৃত্যু হয়।

দিশার পরিবারের পক্ষ থেকে স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত রাজু ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার আরজি কর হাসপাতালে ময়নাতদন্ত হয় দিশার। মৃতার পরিবারের লোকেদের অভিযোগ, টাকা দিতে না পারায় দিশাকে গায়ে আগুন ধরিয়ে পুড়িয়ে মেরেছে রাজু।

স্বরূপনগর, 13 জুন : যুবতিকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি উত্তর 24 পরগনার স্বরূপনগর থানার বিথারি গাবতলা এলাকায়। পুলিশ অভিযুক্ত রাজু ঘোষকে গ্রেপ্তার করেছে ।

মাস ছয়েক আগে হাবরা থানার সালতিয়া ফুলতলা এলাকার বাসিন্দা স্বপন দাসের মেয়ে দিশা দাসের সঙ্গে বিয়ে হয় বিথারি গাবতলা এলাকার রাজু ঘোষের। পরিবার সূত্রে জানা গিয়েছে, 10 জুন দিশা তাঁর বাপের বাড়িতে আসেন। সেদিনই আবার শ্বশুরবাড়িতে ফিরে যান। অভিযোগ, শ্বশুরবাড়ি ফেরার পর টাকার দাবি করে রাজু দিশাকে মারধর শুরু করে। পরে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় বাসিন্দারা দিশাকে প্রথমে স্বরূপনগরের ডাকবাংলো হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাঁকে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। সেখানে পৌঁছানোর আগেই রাস্তায় দিশার মৃত্যু হয়।

দিশার পরিবারের পক্ষ থেকে স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত রাজু ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার আরজি কর হাসপাতালে ময়নাতদন্ত হয় দিশার। মৃতার পরিবারের লোকেদের অভিযোগ, টাকা দিতে না পারায় দিশাকে গায়ে আগুন ধরিয়ে পুড়িয়ে মেরেছে রাজু।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.