ETV Bharat / state

"জওয়ানদের নিয়ে কীসের এত বাড়াবাড়ি", যুবতির বাড়ি ভাঙচুর

পুলওয়ামার ঘটনার পর সোশাল সাইটে সেনা জওয়ানদের নিয়ে পোস্ট করায় যুবতির বাড়ি ভাঙচুর করল স্থানীয়রা।

যুবতির বাড়ি ভাঙচুর
author img

By

Published : Feb 16, 2019, 5:36 PM IST

বিরাটি, ১৬ ফেব্রুয়ারি : পুলওয়ামার ঘটনার পর সোশাল সাইটে সেনা জওয়ানদের নিয়ে একটি পোস্ট করেছিলেন বিরাটির দেবীনগরের এক যুবতি। পোস্টটি নিয়ে ওঠে বিতর্কের ঝড়। পুলিশ এই ঘটনায় যুক্ত সন্দেহে যুবতির এক বন্ধুকে আটকও করে। এরপরই যুবতির বাড়ি ভাঙচুর করে স্থানীয়রা।

১৪ ফেব্রুয়ারি(বৃহস্পতিবার), পুলওয়ামায় CRPF কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। বিস্ফোরণে শহিদ হন ৪৫ জন জওয়ান। গতকাল জঙ্গি হামলা নিয়ে সোশাল সাইটে বিতর্কিত পোস্ট করেন বিরাটির দেবীনগরের তপতী রায়চৌধুরী (নাম পরিবর্তিত)। সোশাল সাইটে তিনি লেখেন, "যদি ভারতীয় সেনা জওয়ানদের বদলে পাকিস্তানের সেনা জওয়ানরা এভাবে মরত, তাহলে কোথায় থাকত মানুষের প্রতি তোমাদের এত প্রেম ? দেশপ্রেম যে আছে, নেতাজির জন্মদিন না আসলে তা জানতেই পারতাম না। সেনা জওয়ানরা শহিদ না হলে হয়ত জানতই পারতাম না তোমাদের মধ্যে এত দেশপ্রেম আছে। আমি বুঝি না সেনা জওয়ানদের নিয়ে কীসের এত মাতামাতি।"

এই পোস্টের পরই সোশাল সাইটে বিতর্কের ঝড় ওঠে। পোস্টটি লালবাজারের গোচরে আসলে তারা নিমতা থানাকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেয়। গতরাতে যুবতির বাড়িতে যায় পুলিশ। কিন্তু, যুবতি পলাতক থাকায় তাঁকে ধরতে পারা যায়নি। তবে পোস্টটিকে সমর্থন জানানোর অভিযোগে নিলয় বিশ্বাস নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি যুবতির বন্ধু বলে জানা গেছে।

undefined

এদিকে, পুলিশ চলে যাওয়ার পরই বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। যুবতির বাড়ি ভাঙচুরও করা হয়। এলাকায় উত্তেজনা রয়েছে।

বিরাটি, ১৬ ফেব্রুয়ারি : পুলওয়ামার ঘটনার পর সোশাল সাইটে সেনা জওয়ানদের নিয়ে একটি পোস্ট করেছিলেন বিরাটির দেবীনগরের এক যুবতি। পোস্টটি নিয়ে ওঠে বিতর্কের ঝড়। পুলিশ এই ঘটনায় যুক্ত সন্দেহে যুবতির এক বন্ধুকে আটকও করে। এরপরই যুবতির বাড়ি ভাঙচুর করে স্থানীয়রা।

১৪ ফেব্রুয়ারি(বৃহস্পতিবার), পুলওয়ামায় CRPF কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। বিস্ফোরণে শহিদ হন ৪৫ জন জওয়ান। গতকাল জঙ্গি হামলা নিয়ে সোশাল সাইটে বিতর্কিত পোস্ট করেন বিরাটির দেবীনগরের তপতী রায়চৌধুরী (নাম পরিবর্তিত)। সোশাল সাইটে তিনি লেখেন, "যদি ভারতীয় সেনা জওয়ানদের বদলে পাকিস্তানের সেনা জওয়ানরা এভাবে মরত, তাহলে কোথায় থাকত মানুষের প্রতি তোমাদের এত প্রেম ? দেশপ্রেম যে আছে, নেতাজির জন্মদিন না আসলে তা জানতেই পারতাম না। সেনা জওয়ানরা শহিদ না হলে হয়ত জানতই পারতাম না তোমাদের মধ্যে এত দেশপ্রেম আছে। আমি বুঝি না সেনা জওয়ানদের নিয়ে কীসের এত মাতামাতি।"

এই পোস্টের পরই সোশাল সাইটে বিতর্কের ঝড় ওঠে। পোস্টটি লালবাজারের গোচরে আসলে তারা নিমতা থানাকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেয়। গতরাতে যুবতির বাড়িতে যায় পুলিশ। কিন্তু, যুবতি পলাতক থাকায় তাঁকে ধরতে পারা যায়নি। তবে পোস্টটিকে সমর্থন জানানোর অভিযোগে নিলয় বিশ্বাস নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি যুবতির বন্ধু বলে জানা গেছে।

undefined

এদিকে, পুলিশ চলে যাওয়ার পরই বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। যুবতির বাড়ি ভাঙচুরও করা হয়। এলাকায় উত্তেজনা রয়েছে।

RESTRICTION SUMMARY: NO ACCESS GERMANY/ ONE WEEK NEWS ACCESS ONLY; ONLINE ACCESS ONLY 3 MINUTES OF ALL POOL FOOTAGE PROVIDED ON 16 FEBRUARY 2019
SHOTLIST:
ARD/BAYERISCHER RUNDFUNK POOL - NO ACCESS GERMANY/ ONE WEEK NEWS ACCESS ONLY; ONLINE ACCESS ONLY 3 MINUTES OF ALL POOL FOOTAGE PROVIDED ON 16 FEBRUARY 2019
Munich - 16 February 2019
1. Egypt's President Abdel Fattah el-Sissi walking to podium
2. SOUNDBITE (Arabic) Abdel Fattah el-Sissi, Egyptian President:
++TRANSLATION BY OFFICIAL INTERPRETER AT SOURCE++
"Distinguished audience, this year the conference is held amid growing convoluted challenges and risks. Tensions and conflicts linger on the international arena, terrorism and extremism arise, raids of organised crime are stories, the pressures are accumulating on the very concept of the national state and its institutions in a way that further complicates the situations and endangers people's livelihood, security and stability."
++SOUNDBITE ENDS ON CUTAWAY OF AUDIENCE++
3. El-Sisi addressing audience
4. SOUNDBITE (Arabic) Abdel Fattah el-Sissi, Egyptian President:
++TRANSLATION BY OFFICIAL INTERPRETER AT SOURCE++
"The impact of such challenges is multiplied by polarisation, witnessed in the world order, the asperity of political confrontations and the challenges of nature, such as climate change, desertification, water scarcity, among others. All of this entails a lot of work to consolidate international efforts, the challenges of the current age are too big for a single country or a limited assembly to handle. The challenges no longer recognise geographical boundaries."
5. Wide of conference
STORYLINE:
Egyptian President Abdel Fattah el-Sissi on Saturday demanded better cooperation to tackle international issues such as crime and extremism.
Addressing the Munich Security Conference, el-Sissi said "the impact of such challenges is multiplied by polarisation", adding they are "too big for a single country or a limited assembly to handle".
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.