ETV Bharat / state

ঠাকুরনগরের মতুয়া মেলা বন্ধ করতে মাঠে পুলিশ, নির্দেশ হাইকোর্টের

আজ গাইঘাটা থানার পুলিশ মেলার মাঠে গিয়ে ব্যবসায়ীদের দোকান খুলে নেওয়ার নির্দেশ দিল । হাইকোর্টের নির্দেশে ঠাকুরনগরের বারুনি মেলা বন্ধ করতে মাঠে নামল পুলিশ । 22 মার্চ থেকে এই বারুনি মেলা শুরু হওয়ার কথা ছিল । কিন্তু কোরোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের একাংশ চলতি বছর মেলা বন্ধ রাখার দাবিতে পথে নামেন ।

মতুয়া মেলা
মতুয়া মেলা
author img

By

Published : Mar 19, 2020, 9:36 PM IST

Updated : Mar 19, 2020, 11:02 PM IST

ঠাকুরনগর, 19 মার্চ : হাইকোর্টের নির্দেশে অবশেষে ঠাকুরনগরের বারুনি মেলা বন্ধ করতে মাঠে নামল পুলিশ । আজ গাইঘাটা থানার পুলিশ মেলার মাঠে গিয়ে ব্যবসায়ীদের দোকান খুলে নেওয়ার নির্দেশ দিল । প্রতি বছর উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরের বারুনি মেলায় লাখ লাখ মতুয়া ভক্তের সমাগম হয় । 22 মার্চ থেকে এই বারুনি মেলা শুরু হওয়ার কথা ছিল । কিন্তু কোরোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের একাংশ চলতি বছর মেলা বন্ধ রাখার দাবিতে পথে নামেন । তাঁরা গণস্বাক্ষরও সংগ্রহ করেন । সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর তাঁদের দাবি মেনে নিয়ে চলতি বছর মেলা বন্ধ রাখার কথা ঘোষণা করেন ।

সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর তাঁদের দাবি মেনে নিয়ে চলতি বছর মেলা বন্ধ রাখার কথা ঘোষণা করেন । কিন্তু মেলা বহাল রাখার পক্ষে সওয়াল করেন ঠাকুরবাড়ির অন্য শরিক সাংসদ শান্তনু ঠাকুর । ফলে চলতি বছর বারুনি মেলা হবে কিনা তা নিয়ে চলছিল দোলাচল । ব্যবসায়ীরা খাজনা দিয়ে অনেকে দোকান বাঁধা শুরু করেছিলেন । মেলা নিয়ে মামলা গড়ায় আদালতে । অবশেষে আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য চলতি বছর মেলা বন্ধ রাখার রায় দিয়েছেন ।

ঠাকুরনগরের মতুয়া মেলা বন্ধ করতে মাঠে পুলিশ

আদালতের রায়ের পর আজই গাইঘাটা থানার পুলিশ মেলার মাঠে গিয়ে ব্যবসায়ীদের দোকান খুলে নেওয়ার নির্দেশ দিয়েছে । দোকানদারও তাঁদের পসরা খোলা শুরু করেছেন । মমতাবালা জানান, আদালতের নির্দেশকে প্রাধান্য দিয়ে চলতি বছর মেলা করা হবে না । ঘরোয়াভাবে কেবলমাত্র ঠাকুর হরিচাঁদের জন্মদিন পালন করা হবে । হাইকোর্টের নির্দেশের পর শান্তনু ঠাকুর শিবিরের কোনও প্রতিক্রিয়া অবশ্য জানা যায়নি । আদালতের নির্দেশে অবশ্য ব্যবসায়ীদের মধ্যে হতাশা ছড়িয়েছে । মেলায় দোকান করার জন্য খাজনা জমা দিয়েছিলেন, সেই টাকা তাঁরা ফেরতের দাবি তুলেছেন ।

ঠাকুরনগর, 19 মার্চ : হাইকোর্টের নির্দেশে অবশেষে ঠাকুরনগরের বারুনি মেলা বন্ধ করতে মাঠে নামল পুলিশ । আজ গাইঘাটা থানার পুলিশ মেলার মাঠে গিয়ে ব্যবসায়ীদের দোকান খুলে নেওয়ার নির্দেশ দিল । প্রতি বছর উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরের বারুনি মেলায় লাখ লাখ মতুয়া ভক্তের সমাগম হয় । 22 মার্চ থেকে এই বারুনি মেলা শুরু হওয়ার কথা ছিল । কিন্তু কোরোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের একাংশ চলতি বছর মেলা বন্ধ রাখার দাবিতে পথে নামেন । তাঁরা গণস্বাক্ষরও সংগ্রহ করেন । সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর তাঁদের দাবি মেনে নিয়ে চলতি বছর মেলা বন্ধ রাখার কথা ঘোষণা করেন ।

সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর তাঁদের দাবি মেনে নিয়ে চলতি বছর মেলা বন্ধ রাখার কথা ঘোষণা করেন । কিন্তু মেলা বহাল রাখার পক্ষে সওয়াল করেন ঠাকুরবাড়ির অন্য শরিক সাংসদ শান্তনু ঠাকুর । ফলে চলতি বছর বারুনি মেলা হবে কিনা তা নিয়ে চলছিল দোলাচল । ব্যবসায়ীরা খাজনা দিয়ে অনেকে দোকান বাঁধা শুরু করেছিলেন । মেলা নিয়ে মামলা গড়ায় আদালতে । অবশেষে আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য চলতি বছর মেলা বন্ধ রাখার রায় দিয়েছেন ।

ঠাকুরনগরের মতুয়া মেলা বন্ধ করতে মাঠে পুলিশ

আদালতের রায়ের পর আজই গাইঘাটা থানার পুলিশ মেলার মাঠে গিয়ে ব্যবসায়ীদের দোকান খুলে নেওয়ার নির্দেশ দিয়েছে । দোকানদারও তাঁদের পসরা খোলা শুরু করেছেন । মমতাবালা জানান, আদালতের নির্দেশকে প্রাধান্য দিয়ে চলতি বছর মেলা করা হবে না । ঘরোয়াভাবে কেবলমাত্র ঠাকুর হরিচাঁদের জন্মদিন পালন করা হবে । হাইকোর্টের নির্দেশের পর শান্তনু ঠাকুর শিবিরের কোনও প্রতিক্রিয়া অবশ্য জানা যায়নি । আদালতের নির্দেশে অবশ্য ব্যবসায়ীদের মধ্যে হতাশা ছড়িয়েছে । মেলায় দোকান করার জন্য খাজনা জমা দিয়েছিলেন, সেই টাকা তাঁরা ফেরতের দাবি তুলেছেন ।

Last Updated : Mar 19, 2020, 11:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.