ETV Bharat / state

Sujan Chakraborty on Govt Hospital: সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে বেসরকারির দিকে ঠেলে দিচ্ছে সরকার, কটাক্ষ সুজনের - সিপিএমের কেন্দ্রীয় কমিটি

সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে বেসরকারির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আর তাতে সহযোগিতা করছে রাজ‍্য সরকার।সরকারি হাসপাতালে দালালরাজ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2023, 10:50 PM IST

বারাসত, 24 সেপ্টেম্বর: সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে বেসরকারির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আর তাতে সহযোগিতা করছে রাজ‍্য সরকার। সরকারি হাসপাতালে দালালরাজ নিয়ে এবার এমনই বিস্ফোরক মন্তব্য করলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। রবিবার বারাসতে সিপিএমের জেলা পার্টি অফিসে দলীয় এক বৈঠকে যোগ দিতে আসেন তিনি। বৈঠকের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বিভিন্ন ইস্যুতে রাজ‍্য সরকারের সমালোচনা করেন। এমনকী রাজ‍্যপাল এবং শিক্ষামন্ত্রীর বাকযুদ্ধ নিয়েও এদিন কটাক্ষ করেছেন সিপিএমের এই নেতা।

প্রসঙ্গত, সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের দালাল চক্র নিয়ে শনিবারই মুখ খুলেছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। কীভাবে টাকার বিনিময়ে সেখানে চিকিৎসা পরিষেবা মিলছে, তা নিয়েও সরব হতে দেখা যায় শাসকদলের এই গ্ল্যামারাস বিধায়ককে। এরপরই তৎপর হতে দেখা গিয়েছে লালবাজারের গোয়েন্দা বিভাগকে। রবিবার কলকাতার নীলরতন সরকার হাসপাতালে হানা দিয়ে দুই দালালকে হাতেনাতে ধরা হয়। সেই বিষয়ে প্রশ্ন করা হলে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "সরকারি হাসপাতালে যে ঠিকমতো চিকিৎসা পরিষেবা পাওয়া যায় না, এটা নতুন কোনও বিষয় নয়! টাকা না-দিলে চিকিৎসা পরিষেবা মিলবে না। ভরতি হতে পারবেন না। রোগীকে অন্যত্র রেফার করে দেওয়া হবে। আসলে মানুষকে বাধ্য করা হচ্ছে তাঁরা যাতে বেশি করে প্রাইভেট হাসপাতালের দিকে ঝোঁকে। ভয়ংকর অবস্থা ৷"

এরপরই মুখ্যমন্ত্রীকে নিশানা করে সিপিএম নেতা বলেন, "হাসপাতালে দালাল রাজের অভিযোগ মুখ্যমন্ত্রী এবং তাঁর স্বাস্থ্য দফতর এতদিন অস্বীকার করে গিয়েছে। এখন নিজের দলের বিধায়কই সেই অভিযোগ করছে। পুলিশ তৎপর হয়ে দু'জনকে গ্রেফতার করেছে ঠিকই। কিন্তু, মদন মিত্র যে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নিয়ে অভিযোগ করলেন সেখানে কেন তৎপরতা নেই পুলিশের ? অন‍্যান‍্য সরকারি হাসপাতাল গুলিতেও কী ব্যবস্থা নেওয়া হয়েছে ? স্বাস্থ্য ব্যবস্থাকে বিপর্যস্ত করা হচ্ছে। তাই, শাক দিয়ে মাছ ঢেকে লাভ নেই ৷"

আরও পড়ুন: ধূপগুড়ি নির্বাচনে রাজভবনের অসহযোগিতা নিয়ে মুখ্যমন্ত্রীকে নালিশ পরিষদীয় মন্ত্রীর

এদিকে, রাজ‍্য-রাজ‍্যপাল সংঘাত ইস্যুতেও এদিন মুখ খুলেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তাঁর কথায়, "সবটাই নাটক চলছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজ‍্যপালকে গালমন্দ করছেন। তার প্রত্যুত্তরে রাজ‍্যপাল বলছেন, আমি মুখ্যমন্ত্রী ছাড়া কাউকে গুরুত্ব দিচ্ছি না। তারপর সব চুপচাপ। এর আগেও চিঠি কাণ্ডে রাজ‍্যপাল বিস্ফোরণ ঘটানোর কথা বলেছিলেন। সর্বত্র রটে গেল। সেই চিঠির বিষয়বস্তু কী, তা আজও জানা গেল না। মুখ্যমন্ত্রী বললেন আমাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। কোনটা শুভেচ্ছা, আর কোনটা লড়াই। তা বোঝাই দায়। আসলে ওপরে নাটক। ভিতরে সব ঠিকঠাক। মানুষের এনিয়ে কোনও আগ্রহ নেই। শিক্ষা ক্ষেত্রকে কুক্ষিগত করার সবরকমের চেষ্টা চলছে। রাজ‍্যপাল-মুখ্যমন্ত্রী, কেউই কারও থেকে কমতি নয় ৷"

বারাসত, 24 সেপ্টেম্বর: সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে বেসরকারির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আর তাতে সহযোগিতা করছে রাজ‍্য সরকার। সরকারি হাসপাতালে দালালরাজ নিয়ে এবার এমনই বিস্ফোরক মন্তব্য করলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। রবিবার বারাসতে সিপিএমের জেলা পার্টি অফিসে দলীয় এক বৈঠকে যোগ দিতে আসেন তিনি। বৈঠকের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বিভিন্ন ইস্যুতে রাজ‍্য সরকারের সমালোচনা করেন। এমনকী রাজ‍্যপাল এবং শিক্ষামন্ত্রীর বাকযুদ্ধ নিয়েও এদিন কটাক্ষ করেছেন সিপিএমের এই নেতা।

প্রসঙ্গত, সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের দালাল চক্র নিয়ে শনিবারই মুখ খুলেছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। কীভাবে টাকার বিনিময়ে সেখানে চিকিৎসা পরিষেবা মিলছে, তা নিয়েও সরব হতে দেখা যায় শাসকদলের এই গ্ল্যামারাস বিধায়ককে। এরপরই তৎপর হতে দেখা গিয়েছে লালবাজারের গোয়েন্দা বিভাগকে। রবিবার কলকাতার নীলরতন সরকার হাসপাতালে হানা দিয়ে দুই দালালকে হাতেনাতে ধরা হয়। সেই বিষয়ে প্রশ্ন করা হলে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "সরকারি হাসপাতালে যে ঠিকমতো চিকিৎসা পরিষেবা পাওয়া যায় না, এটা নতুন কোনও বিষয় নয়! টাকা না-দিলে চিকিৎসা পরিষেবা মিলবে না। ভরতি হতে পারবেন না। রোগীকে অন্যত্র রেফার করে দেওয়া হবে। আসলে মানুষকে বাধ্য করা হচ্ছে তাঁরা যাতে বেশি করে প্রাইভেট হাসপাতালের দিকে ঝোঁকে। ভয়ংকর অবস্থা ৷"

এরপরই মুখ্যমন্ত্রীকে নিশানা করে সিপিএম নেতা বলেন, "হাসপাতালে দালাল রাজের অভিযোগ মুখ্যমন্ত্রী এবং তাঁর স্বাস্থ্য দফতর এতদিন অস্বীকার করে গিয়েছে। এখন নিজের দলের বিধায়কই সেই অভিযোগ করছে। পুলিশ তৎপর হয়ে দু'জনকে গ্রেফতার করেছে ঠিকই। কিন্তু, মদন মিত্র যে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নিয়ে অভিযোগ করলেন সেখানে কেন তৎপরতা নেই পুলিশের ? অন‍্যান‍্য সরকারি হাসপাতাল গুলিতেও কী ব্যবস্থা নেওয়া হয়েছে ? স্বাস্থ্য ব্যবস্থাকে বিপর্যস্ত করা হচ্ছে। তাই, শাক দিয়ে মাছ ঢেকে লাভ নেই ৷"

আরও পড়ুন: ধূপগুড়ি নির্বাচনে রাজভবনের অসহযোগিতা নিয়ে মুখ্যমন্ত্রীকে নালিশ পরিষদীয় মন্ত্রীর

এদিকে, রাজ‍্য-রাজ‍্যপাল সংঘাত ইস্যুতেও এদিন মুখ খুলেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তাঁর কথায়, "সবটাই নাটক চলছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজ‍্যপালকে গালমন্দ করছেন। তার প্রত্যুত্তরে রাজ‍্যপাল বলছেন, আমি মুখ্যমন্ত্রী ছাড়া কাউকে গুরুত্ব দিচ্ছি না। তারপর সব চুপচাপ। এর আগেও চিঠি কাণ্ডে রাজ‍্যপাল বিস্ফোরণ ঘটানোর কথা বলেছিলেন। সর্বত্র রটে গেল। সেই চিঠির বিষয়বস্তু কী, তা আজও জানা গেল না। মুখ্যমন্ত্রী বললেন আমাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। কোনটা শুভেচ্ছা, আর কোনটা লড়াই। তা বোঝাই দায়। আসলে ওপরে নাটক। ভিতরে সব ঠিকঠাক। মানুষের এনিয়ে কোনও আগ্রহ নেই। শিক্ষা ক্ষেত্রকে কুক্ষিগত করার সবরকমের চেষ্টা চলছে। রাজ‍্যপাল-মুখ্যমন্ত্রী, কেউই কারও থেকে কমতি নয় ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.