বাগদা, 18 অগস্ট: ভোটের সময় রাজ্যের রাজনৈতিক নেতানেত্রীদের থেকে প্রায়শই বিতর্কিত মন্তব্য শোনা যায় । এটা তেমন কোনও নতুন তথ্য নয় ৷ বিশেষত ভোট প্রচারে বা প্রচার সভায় বিতর্কিত মন্তব্য় করাই যেন ‘অঘোষিত রীতি’ হয়ে দাঁড়িয়েছে ৷ এভাবে জনপ্রিয়তাও চান কিছু নেতা ৷ কিন্তু এবার গান বেঁধে আক্রমণ করার রাস্তা ছেড়ে সরাসরি রাজ্যের শাসকদলকে বোমা মারার হুমকি দিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার । (MLA Asim Kumar Sarkar Attacks TMC) ৷ এর আগে বিভিন্ন রাজনৈতিক ঘটনা নিয়ে গান তৈরি করে তৃণমূলকে আক্রমণ করতে দেখা গিয়েছে তাঁকে। পঞ্চায়েত ভোটে কারচুপি নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসছেন হরিণঘাটার বিজেপি বিধায়ক ৷ তিনি বলেন, "2018 সালের পঞ্চায়েত নির্বাচনে তোমরা যা করেছ বন্ধু ভুলে যাও। এটা 2023 সাল। ভারতীয় জনতা পার্টির কর্মীরা প্রস্তুত হয়ে আছে।"
আরও পড়ুন: নতুন পোস্টার নিয়ে তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর
বুধবার বাগদায় বিজেপি উদ্বাস্তু সেলের এক সভা থেকে তিনি আরও বলেন, "ওরা যদি একটা বোম মেরে মারতে চায় তাহলে, আমাদের 10টা বোম মারার ক্ষমতা আছে । তবে আমরা মারবো না।" তাঁর কথায় মনসা পুজো দিলেও, আমি মনসা পুজো দিয়ে এসেছি কিন্তু এখন যদি সাপ আমাকে কামড়াতে আসে হলে আমি কি বসে থাকবো না কি, মাথা ছেঁচে দেব না!"
উল্লেখ্য, এতদিন হরিণঘাটার বিধায়ক অসীম সরকারকে গানের মধ্য দিয়ে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের নিয়ে কটাক্ষ করে গান বাঁধতে দেখা গিয়েছে। এবার বিজেপির উদ্বাস্তু সেলের একটি পথসভায় বাগদায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে একাধিক বিষয় নিয়ে আক্রমণ করেন তিনি ।