হাবরা , 13 এপ্রিল : লকডাউনে নজরদারি বাড়াচ্ছে পুলিশ । এবার ড্রোন ক্যামেরার মাধ্যমে একাধিক জায়গায় নজরদারি শুরু হল । সেই মতো আজড্রোন ক্যামেরা দিয়ে নজরদারি চালানো শুরু হল উত্তর 24 পরগনার হাবরায় ৷ প্রথম দিনই 20 জনকে আটক করা হয়েছে ।
কোরোনা মোকাবিলায় রাজ্য সরকার লকডাউনের মেয়াদ 30 এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে । কিন্তু পুলিশ টহলদারি চালালেও লকডাউন পুরোপুরি কার্যকর করতে পারছে না । রাস্তার মোড়ে মোড়ে অকারণে জমায়েত বন্ধ করা যায়নি । রাজ্য পুলিশের পক্ষ থেকে এবার জেলায় জেলায় জমায়েতের উপর নজরদারি চালাতে ড্রোন ক্যামেরার সাহায্য নেওয়া হচ্ছে । উত্তর 24 পরগনা জেলাজুড়েও শুরু হল সেই নজরদারি ।
আজ হাবরা শহরের একাধিক রাস্তায় ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি শুরু হয় । হাবরা থানার IC গৌতম মিত্র নিজে দাঁড়িয়ে থেকে ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালিয়েছেন । ক্যামেরায় জমায়েত নজরে পড়লেই সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে গিয়ে ব্যবস্থা নিয়েছে । পুলিশ আজ 20 জনকে আটক করেছে ।
গৌতম মিত্র বলেন , "লকডাউন কার্যকর করতে সবাইকে অনুরোধ করা হয়েছে । বিনা প্রয়োজনে বাড়ির বাইরে যাতে কেউ না বের হন আমরা সেই ব্যাপারে লাগাতার প্রচার চালিয়েছি । তবু মাঝেমধ্যেই অভিযোগ আসছে , মোড়ের মাথায় অনেকে জটলা করছে । আমরা এবার ড্রোন ক্যামেরা উড়িয়ে নজরদারি চালাব । বেআইনিভাবে কোথাও জমায়েত দেখলে বা মাস্ক ব্যবহার না করলে ব্যবস্থা নেওয়া হবে ।"