ETV Bharat / state

Guardian Protest: বিজেপি বিধায়কের তহবিলের টাকা নিতে 'নারাজ' স্কুল কর্তৃপক্ষ, প্রতিবাদে রাস্তা অবরোধ

বিজেপি বিধায়কের তহবিলের টাকা দিয়ে ডিজিটাল ক্লাস রুমের দাবিতে বিক্ষোভ অভিভাবকদের ৷ সেই টাকা না নেওয়ার অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ৷

Guardian Protest for digital classroom
অভিভাবকদের বিক্ষোভ
author img

By

Published : Apr 13, 2023, 11:59 AM IST

ডিজিটাল ক্লাস রুমের দাবিতে বিক্ষোভ অভিভাবকদের

বনগাঁ, 13 এপ্রিল: ডিজিটাল ক্লাস রুমের দাবিতে বুধবার স্কুলের সামনের রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা ৷ এই ঘটনা উত্তর 24 পরগণার গোপালনগর থাকার বেলতা বিএমজিএস প্রাইমারি স্কুলের । প্রধান শিক্ষিকার আবেদনে স্কুলে আধুনিক ক্লস রুমের জন্য টাকা বরাদ্দ হয়েছিল বিধায়কের তহবিল থেকে । কিন্তু এখন সেই টাকা নিতে নারাজ স্কুল কর্তৃপক্ষ । শাসকদলের চাপে টাকা নিচ্ছে না তারা । এই রাজনৈতিক দন্দ্বে ক্ষতি হচ্ছে পড়ুয়াদের । এমনই অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্কুলের অভিভাবকেরা । ওই স্কুলের জন্য বরাদ্দ টাকা ফেরত পাঠানো নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।

জানা গিয়েছে, স্কুলে একটি ডিজিটাল ক্লাস রুমের জন্য বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়কের কাছে আবেদন জানায়েছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা নমিতা দাস রায় । প্রধান শিক্ষিকার সেই আবেদনের ভিত্তিতে স্কুলের ক্লাসরুমের জন্য 2 লক্ষ টাকা বিধায়ক তহবিল থেকে বরাদ্দ হয়েছে । কিন্তু এখন সেই টাকা বিভিন্ন কারণ দেখিয়ে ফিরিয়ে দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ । অভিভাবকদের দাবি, যেহেতু বনগাঁ দক্ষিণের বিধায়ক বিজেপির সেই কারণে এই টাকা নেওয়া হচ্ছে না । তারই প্রতিবাদে চাঁদপাড়া পাল্লা রাজ্য সড়কের বেলতায় রাস্তা অবরোধ করে একাংশের অভিভাবকেরা । বলছেন, তারা কোন রাজনৈতিক দল বোঝেন না । তাদের ছেলে মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ডিজিটাল ক্লাসরুম চান অভিভাবকরা ।

তাদের দাবি, স্কুল কর্তৃপক্ষ যেন বরাদ্দ টাকা কোনওভাবে ফেরত না পাঠায় । কার্যত হুঁশিয়ারি দিয়ে অভিভাবকরা জানান, স্কুলের স্মার্ট ক্লাসরুমের জন্য বরাদ্দ টাকা ফেরত ফেলে আগামিদিনে তারা বৃহত্তর আন্দোলনের নামবেন । প্রধান শিক্ষিকা নমিতা দাস রায় বলেন, "স্কুলের ডিজিটাল ক্লাস রুমের জন্য বিধায়ককে জানানো হয়েছিল । কিন্তু এখন দেখছি আমার স্কুলে ক্লাস রুমের জন্য জায়গা নেই । শিক্ষকও নেই । ফলে এখন ক্লাস রুম লাগবে না আমাদের ।"

বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, "স্কুলের আবেদনের ভিত্তিতে ডিজিটাল ক্লাসরুমের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে ৷ কিন্তু এখন তৃণমূলের চাপে প্রধান শিক্ষিকা সেই অর্থ ব্যয় করতে চাইছে না । তাঁকে অন্যত্র বদলি করে দেওয়ার ভয় দেখানো হয়েছে । সেই কারণেই তিনি বিধায়কের উন্নয়ন তহবিলের অর্থে ডিজিটাল ক্লাসরুম করতে চাইছে না ।" বিধায়কের আরও দাবি, শুধুমাত্র একটি স্কুলে নয় ৷ এলাকার বেশ কয়েকটি স্কুল ও এলাকার উন্নয়নের জন্য বিধায়ক তহবিল থেকে টাকা বরাদ্দ হয়েছে ৷ কিন্তু সেই টাকায় কাজ করতে চাইছে না তৃণমূল ।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পাল্লা গ্রাম পঞ্চায়েতের প্রধান নিশীথ বালা । তিনি বলেন, "স্কুলের টাকা বরাদ্দ হয়েছে এমন কোন খবর আমার কাছে নেই ৷ আমাকে জানানোও হয়নি । যদি সত্যি টাকা এসে থাকে এবং স্কুলের পরিকাঠামো থাকে, তাহলে ক্লাসরুম তৈরি করা হবে । কারণ আমরা চাই এলাকার উন্নয়ন হোক । আর সেটা যে কোনও তহবিল থেকেই হতে পারে ।" পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি ।

আরও পড়ুন: ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের দু'পাশে এবারও হচ্ছে না মিলন মেলা

ডিজিটাল ক্লাস রুমের দাবিতে বিক্ষোভ অভিভাবকদের

বনগাঁ, 13 এপ্রিল: ডিজিটাল ক্লাস রুমের দাবিতে বুধবার স্কুলের সামনের রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা ৷ এই ঘটনা উত্তর 24 পরগণার গোপালনগর থাকার বেলতা বিএমজিএস প্রাইমারি স্কুলের । প্রধান শিক্ষিকার আবেদনে স্কুলে আধুনিক ক্লস রুমের জন্য টাকা বরাদ্দ হয়েছিল বিধায়কের তহবিল থেকে । কিন্তু এখন সেই টাকা নিতে নারাজ স্কুল কর্তৃপক্ষ । শাসকদলের চাপে টাকা নিচ্ছে না তারা । এই রাজনৈতিক দন্দ্বে ক্ষতি হচ্ছে পড়ুয়াদের । এমনই অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্কুলের অভিভাবকেরা । ওই স্কুলের জন্য বরাদ্দ টাকা ফেরত পাঠানো নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।

জানা গিয়েছে, স্কুলে একটি ডিজিটাল ক্লাস রুমের জন্য বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়কের কাছে আবেদন জানায়েছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা নমিতা দাস রায় । প্রধান শিক্ষিকার সেই আবেদনের ভিত্তিতে স্কুলের ক্লাসরুমের জন্য 2 লক্ষ টাকা বিধায়ক তহবিল থেকে বরাদ্দ হয়েছে । কিন্তু এখন সেই টাকা বিভিন্ন কারণ দেখিয়ে ফিরিয়ে দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ । অভিভাবকদের দাবি, যেহেতু বনগাঁ দক্ষিণের বিধায়ক বিজেপির সেই কারণে এই টাকা নেওয়া হচ্ছে না । তারই প্রতিবাদে চাঁদপাড়া পাল্লা রাজ্য সড়কের বেলতায় রাস্তা অবরোধ করে একাংশের অভিভাবকেরা । বলছেন, তারা কোন রাজনৈতিক দল বোঝেন না । তাদের ছেলে মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ডিজিটাল ক্লাসরুম চান অভিভাবকরা ।

তাদের দাবি, স্কুল কর্তৃপক্ষ যেন বরাদ্দ টাকা কোনওভাবে ফেরত না পাঠায় । কার্যত হুঁশিয়ারি দিয়ে অভিভাবকরা জানান, স্কুলের স্মার্ট ক্লাসরুমের জন্য বরাদ্দ টাকা ফেরত ফেলে আগামিদিনে তারা বৃহত্তর আন্দোলনের নামবেন । প্রধান শিক্ষিকা নমিতা দাস রায় বলেন, "স্কুলের ডিজিটাল ক্লাস রুমের জন্য বিধায়ককে জানানো হয়েছিল । কিন্তু এখন দেখছি আমার স্কুলে ক্লাস রুমের জন্য জায়গা নেই । শিক্ষকও নেই । ফলে এখন ক্লাস রুম লাগবে না আমাদের ।"

বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, "স্কুলের আবেদনের ভিত্তিতে ডিজিটাল ক্লাসরুমের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে ৷ কিন্তু এখন তৃণমূলের চাপে প্রধান শিক্ষিকা সেই অর্থ ব্যয় করতে চাইছে না । তাঁকে অন্যত্র বদলি করে দেওয়ার ভয় দেখানো হয়েছে । সেই কারণেই তিনি বিধায়কের উন্নয়ন তহবিলের অর্থে ডিজিটাল ক্লাসরুম করতে চাইছে না ।" বিধায়কের আরও দাবি, শুধুমাত্র একটি স্কুলে নয় ৷ এলাকার বেশ কয়েকটি স্কুল ও এলাকার উন্নয়নের জন্য বিধায়ক তহবিল থেকে টাকা বরাদ্দ হয়েছে ৷ কিন্তু সেই টাকায় কাজ করতে চাইছে না তৃণমূল ।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পাল্লা গ্রাম পঞ্চায়েতের প্রধান নিশীথ বালা । তিনি বলেন, "স্কুলের টাকা বরাদ্দ হয়েছে এমন কোন খবর আমার কাছে নেই ৷ আমাকে জানানোও হয়নি । যদি সত্যি টাকা এসে থাকে এবং স্কুলের পরিকাঠামো থাকে, তাহলে ক্লাসরুম তৈরি করা হবে । কারণ আমরা চাই এলাকার উন্নয়ন হোক । আর সেটা যে কোনও তহবিল থেকেই হতে পারে ।" পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি ।

আরও পড়ুন: ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের দু'পাশে এবারও হচ্ছে না মিলন মেলা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.