মধ্যমগ্রাম, 2 মে : লক্ষ্য ছিল মিস্টার ওয়ার্ল্ড, কিন্তু পরিশ্রম এবং কঠোর অধ্যাবসায় এনে দিল মিস্টার ইউনিভার্স খেতাব ৷ দেহ সৌষ্ঠবে 60 কেজি বিভাগে মিস্টার ইউনিভার্সের খেতাব জিতলেন মধ্যমগ্রামের গৌরব মুখোপাধ্যায় (Gourab Mukherjee from Madhyamgram wins Mr Universe in Body Building) ৷ পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের কৃতজ্ঞতা জানিয়ে আগামীতে জিম ট্রেনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর মধ্যমগ্রামের ছেলে ৷
শরীরচর্চা, শারীরিক গঠনের উপর ছোট থেকেই ঝোঁক ছিল তাঁর। প্রথমে বাড়িতেই শরীরচর্চা এবং পরবর্তীতে স্থানীয় একটি জিমে দেহ সৌষ্ঠবের প্রাথমিক পাঠ নেন গৌরব ৷ ধাপে-ধাপে বিভিন্নভাবে শারীরিক কসরতের মধ্য দিয়ে জাতীয় মঞ্চে নিজেকে প্রতিষ্ঠা করেন তিনি। ইতিমধ্যে তাঁর ঝুলিতে এসেছে মিস্টার ইন্ডিয়ার তিন তিনটি খেতাব। এবার ধরা দিল মিস্টার ইউনিভার্স ৷ সবটাই সম্ভব হয়েছে গৌরবের দৃঢ় মানসিকতা এবং কঠোর পরিশ্রমের ফলেই, জানাচ্ছেন ট্রেনাররা ৷ 15-19 এপ্রিল দেহ সৌষ্ঠবের প্রতিযোগিতার আসর বসেছিল মহারাষ্ট্রের পুনেতে ছত্রপতি শিবাজী স্পোর্টস কমপ্লেক্সে । সেখানে দেড় হাজার প্রতিযোগীর মধ্যে সেরার শিরোপা ছিনিয়ে নেন তিনি। পদক, আর্থিক পুরস্কারের পাশাপাশি গৌরবকে সম্মানিত করা হয় শংসাপত্র দিয়েও ৷
আরও পড়ুন : উইম্বলডনে নিষিদ্ধ রাশিয়া-বেলারুশের খেলোয়াড়েরা, কড়া সমালোচনায় নাদাল-জকোভিচ
ভবিষ্যতে নিজেকে একজন জিম ট্রেনার হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেন গৌরব। এ বিষয়ে বডিবিল্ডার বলেন, "এই প্রতিযোগিতায় দুটি শিডিউল ছিল। একটি অফ সিজন, অন্যটি অন সিজন ৷ প্রথমে কিছুটা যেতে হয়েছে অন সিজনে। তারপর ধীরে-ধীরে অফ সিজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার মূল আসরে পৌঁছতে হয়েছে ৷ প্রতিযোগিতার প্রায় একমাস আগে থেকে খাদ্যতালিকায় জোর দেওয়ার পাশাপাশি কঠোর পরিশ্রমও করতে হয়েছে ৷ আর তাতেই মিলেছে সাফল্য ৷"