ETV Bharat / state

Barrackpore Biryani shop Thrashed : যত কাণ্ড ব‍্যারাকপুরের সেই বিরিয়ানির দোকানে ! মদ‍্যপ যুবকদের দাপাদাপিতে চাঞ্চল্য় - Gang of drunk youths thrashed Biryani shop in Barrackpore

ব‍্যারাকপুরের ডি বাপি বিরিয়ানির দোকানে গুলি চালানোর ঘটনার পর এবার মদ‍্যপ যুবকদের তাণ্ডব (Barrackpore Biryani shop Thrashed) ৷ ঘটনার প্রতিবাদ করলে কর্মীদের সামনেই কোল্ড ড্রিংকসের বোতল ভাঙতে শুরু করে মদ‍্যপ যুবকরা ।

Barrackpore News
ব‍্যারাকপুরের বিরিয়ানির দোকানে মদ্য়পদের দাপাদাপি
author img

By

Published : May 25, 2022, 9:04 AM IST

ব‍্যারাকপুর, 25 মে : যত কাণ্ড ব‍্যারাকপুরের সেই বিরিয়ানির দোকানেই ৷ গুলিকাণ্ডের রেশ কাটতে না কাটতে এবার ডি বাপি নামে ব‍্যারাকপুরের ওই বিরিয়ানির দোকানে ঢুকে মদ‍্যপ যুবকদের দাপাদাপি, গালিগালাজের অভিযোগ উঠল (Barrackpore Biryani shop Thrashed)। প্রতিবাদ করলে কর্মীদের সামনেই কোল্ড ড্রিংকসের বোতল তুলে তা বেপরোয়াভাবে রাস্তায় ভাঙতে শুরু করে মদ‍্যপ যুবকরা । ঘটনা ঘিরে মঙ্গলবার ফের চাঞ্চল্য ছড়িয়েছে বিরিয়ানির দোকান সংলগ্ন ওয়ারলেস এলাকা চত্বরে । ঘটনার পর থেকে যথেষ্ট আতঙ্কিত বিরিয়ানির দোকানের মালিক এবং কর্মীরা । পুলিশ এই ঘটনায় দু'জনকে আটক করলেও অপরজন পলাতক । গুলিকাণ্ডের ঘটনার সঙ্গে এই ঘটনার কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে মোহনপুর থানার পুলিশ ।

সপ্তাহ খানেক আগেই বারাসত-ব‍্যারাকপুর রোডের পাশে ওয়ারলেস সংলগ্ন এলাকায় এই বিরিয়ানির দোকান লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছিল । সেদিন বাইকে চেপে এসে তিন দুষ্কৃতী এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় বারাসতের দিকে ।গুলিবিদ্ধ হন বিরিয়ানির দোকানের এক কর্মী এবং গ্রাহক । সেই ঘটনার তদন্ত চালাচ্ছে ব‍্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দারা ।গুলি চালানোর ঘটনার কিনারা হতে না হতেই মদ‍্যপ যুবকদের দাপাদাপির জেরে এদিন ফের আতঙ্ক ছড়াল বিরিয়ানির দোকানের গ্রাহক এবং কর্মীদের মধ্যে ।

ব‍্যারাকপুরের বিরিয়ানির দোকানে মদ্য়পদের দাপাদাপি

আরও পড়ুন : Barrackpore Shooting Incident : বিরিয়ানির দোকানে গুলিকাণ্ডে গ্রেফতার আরও 1

মঙ্গলবার দুপুরে গ্রাহক সেজে ওই বিরিয়ানির দোকানে ঢোকে তিন মদ‍্যপ যুবক । তারা সেখান থেকে বিরিয়ানিও নেয় বলে খবর দোকান সূত্রে । এরপর আচমকাই মদ‍্যপ যুবকরা কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে ৷ তারই মধ্যে চলতে থাকে গালিগালাজও । যার প্রতিবাদ করেন দোকান কর্মীরা । অভিযোগ, এরপরই দোকানের সামনে রাখা কোল্ড ড্রিংকসের বোতল তুলে এক মদ‍্যপ যুবক সেগুলো ভাঙতে শুরু করে দোকান সংলগ্ন রাস্তার সামনে । যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন সকলে । খবর পেয়ে তড়িঘড়ি মোহনপুর থানার পুলিশ সেখানে পৌঁছে দুই মদ‍্যপ যুবককে ধরে ফেলে হাতেনাতে । অপরজন পালিয়ে যায় পুলিশের চোখে ধুলো দিয়ে । শুধু বাকবিতণ্ডা নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ ।

এই বিষয়ে বিরিয়ানির দোকানের মালিক বাপি দাস বলেন, "ওই যুবকরা মদ‍্যপ অবস্থায় দোকানে ঢুকে গালিগালাজ করছিল । তা দেখে নিষেধ করেন নিরাপত্তারক্ষী । দোকানের ভিতর বাকবিতণ্ডা কিংবা কর্মীদের সঙ্গে কোনও ঝামেলা হয়নি । ওদের নিজেদের মধ্যেই গন্ডগোল বেঁধেছিল । তখনই দোকানের বাইরে গিয়ে কোল্ড ড্রিংকসের বোতল ভাঙে । গুলিকাণ্ডের মধ্যেই এই ঘটনায় আতঙ্ক হওয়াটা স্বাভাবিক । পুলিশ বিষয়টি দেখছে ৷"

ব‍্যারাকপুর, 25 মে : যত কাণ্ড ব‍্যারাকপুরের সেই বিরিয়ানির দোকানেই ৷ গুলিকাণ্ডের রেশ কাটতে না কাটতে এবার ডি বাপি নামে ব‍্যারাকপুরের ওই বিরিয়ানির দোকানে ঢুকে মদ‍্যপ যুবকদের দাপাদাপি, গালিগালাজের অভিযোগ উঠল (Barrackpore Biryani shop Thrashed)। প্রতিবাদ করলে কর্মীদের সামনেই কোল্ড ড্রিংকসের বোতল তুলে তা বেপরোয়াভাবে রাস্তায় ভাঙতে শুরু করে মদ‍্যপ যুবকরা । ঘটনা ঘিরে মঙ্গলবার ফের চাঞ্চল্য ছড়িয়েছে বিরিয়ানির দোকান সংলগ্ন ওয়ারলেস এলাকা চত্বরে । ঘটনার পর থেকে যথেষ্ট আতঙ্কিত বিরিয়ানির দোকানের মালিক এবং কর্মীরা । পুলিশ এই ঘটনায় দু'জনকে আটক করলেও অপরজন পলাতক । গুলিকাণ্ডের ঘটনার সঙ্গে এই ঘটনার কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে মোহনপুর থানার পুলিশ ।

সপ্তাহ খানেক আগেই বারাসত-ব‍্যারাকপুর রোডের পাশে ওয়ারলেস সংলগ্ন এলাকায় এই বিরিয়ানির দোকান লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছিল । সেদিন বাইকে চেপে এসে তিন দুষ্কৃতী এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় বারাসতের দিকে ।গুলিবিদ্ধ হন বিরিয়ানির দোকানের এক কর্মী এবং গ্রাহক । সেই ঘটনার তদন্ত চালাচ্ছে ব‍্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দারা ।গুলি চালানোর ঘটনার কিনারা হতে না হতেই মদ‍্যপ যুবকদের দাপাদাপির জেরে এদিন ফের আতঙ্ক ছড়াল বিরিয়ানির দোকানের গ্রাহক এবং কর্মীদের মধ্যে ।

ব‍্যারাকপুরের বিরিয়ানির দোকানে মদ্য়পদের দাপাদাপি

আরও পড়ুন : Barrackpore Shooting Incident : বিরিয়ানির দোকানে গুলিকাণ্ডে গ্রেফতার আরও 1

মঙ্গলবার দুপুরে গ্রাহক সেজে ওই বিরিয়ানির দোকানে ঢোকে তিন মদ‍্যপ যুবক । তারা সেখান থেকে বিরিয়ানিও নেয় বলে খবর দোকান সূত্রে । এরপর আচমকাই মদ‍্যপ যুবকরা কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে ৷ তারই মধ্যে চলতে থাকে গালিগালাজও । যার প্রতিবাদ করেন দোকান কর্মীরা । অভিযোগ, এরপরই দোকানের সামনে রাখা কোল্ড ড্রিংকসের বোতল তুলে এক মদ‍্যপ যুবক সেগুলো ভাঙতে শুরু করে দোকান সংলগ্ন রাস্তার সামনে । যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন সকলে । খবর পেয়ে তড়িঘড়ি মোহনপুর থানার পুলিশ সেখানে পৌঁছে দুই মদ‍্যপ যুবককে ধরে ফেলে হাতেনাতে । অপরজন পালিয়ে যায় পুলিশের চোখে ধুলো দিয়ে । শুধু বাকবিতণ্ডা নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ ।

এই বিষয়ে বিরিয়ানির দোকানের মালিক বাপি দাস বলেন, "ওই যুবকরা মদ‍্যপ অবস্থায় দোকানে ঢুকে গালিগালাজ করছিল । তা দেখে নিষেধ করেন নিরাপত্তারক্ষী । দোকানের ভিতর বাকবিতণ্ডা কিংবা কর্মীদের সঙ্গে কোনও ঝামেলা হয়নি । ওদের নিজেদের মধ্যেই গন্ডগোল বেঁধেছিল । তখনই দোকানের বাইরে গিয়ে কোল্ড ড্রিংকসের বোতল ভাঙে । গুলিকাণ্ডের মধ্যেই এই ঘটনায় আতঙ্ক হওয়াটা স্বাভাবিক । পুলিশ বিষয়টি দেখছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.