ব্যারাকপুর, 18অগাস্ট : "কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটির পর এবার ভাটপাড়া এবং গারুলিয়া পৌরসভা পুনর্দখল করবে তৃণমূল৷" আজ বিকেলে নৈহাটিতে দলীয় মিছিলে যোগ দিয়ে একথা বলেন তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক । নৈহাটি পৌরসভার প্রশাসক সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য আগামীকালই আদালতে আবেদন জানানো হবে বলে জানান তিনি ।
লোকসভা ভোটের আগে BJP-তে যোগ দেন অর্জুন সিং ৷ তিনি ব্যারাকপুরে সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি, ভাটপাড়া এবং গারুলিয়া পৌরসভার একাধিক কাউন্সিলর ও জনপ্রতিনিধি BJP-তে যোগ দেন ৷ এর ফলে এই পৌরসভাগুলি সংখ্যাগরিষ্ঠতার নিরিখে BJP-র দখলে চলে যায় । কিন্তু, BJP-তে যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই এই পৌরসভারগুলির অধিকাংশ কাউন্সিলরই BJP-র প্রতি অসন্তোষ প্রকাশ করে ফের তৃণমূলে যোগ দেন ৷ ফলে কাঁচরাপাড়া এবং হালিশহর পৌরসভা পুনর্দখল করে তৃণমূল । সমস্যা দেখা যায় নৈহাটি পৌরসভার ক্ষেত্রে ৷ এই পৌরসভার 31জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে 18 জন তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেন । নৈহাটি পৌরসভা সংখ্যাগরিষ্ঠতার বিচারে BJP দখলে নেওয়ার আগেই রাজ্য সরকার সেখানে প্রশাসক বসিয়ে দেয় । ফলে কোনও রাজনৈতিক দলই এই পৌরসভা দখল নিতে পারেনি ।
নৈহাটি পৌরসভায় অনৈতিকভাবে প্রশাসক বসানো হয়েছে এই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয় BJP । বিষয়টি এই মুহূর্তে বিচারাধীন । এদিকে, গতকাল নৈহাটিতে তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেওয়া 18 জন কাউন্সিলরের মধ্যে 10 জন ফের তৃণমূলে ফিরে আসেন । ফলে এই মুহূর্তে নৈহাটি পৌরসভার তৃণমূলের কাউন্সিলর সংখ্যা দাঁড়িয়েছে 23 জন । স্বাভাবিকভাবেই সংখ্যাগরিষ্ঠতার নিরিখে তৃণমূলের দখলে যেতে চলেছে নৈহাটি পৌরসভা । কিন্তু, এই পৌরসভা নিয়ে মামলা চলায় এই মুহূর্তে পৌরসভার দখল নিতে পারবে না তৃণমূল । আগামীকাল এই মামলার দ্রুত নিষ্পত্তির জন্য তৃণমূলের পক্ষ থেকে আদালতে আবেদন জানানো হবে বলে জানান জ্যোতিপ্রিয় মল্লিক৷
আগামীদিনে নৈহাটি পৌরসভার নাগরিক পরিষেবা সচল রাখার দাবিতে আজ নৈহাটিতে মিছিল করে তৃণমূল ৷ পা মেলান জ্যোতিপ্রিয় মল্লিক ৷ পরে তিনি বলেন, "তৃণমূলের টিকিটে জয়ী হওয়া কাউন্সিলরদের ভয় দেখিয়ে নিজেদের দলে টেনে নিয়েছিল BJP । তারা নিজেদের মনে সাহস নিয়ে ফের তৃণমূলে প্রত্যাবর্তন করেছেন । যারা তৃণমূলের টিকিটে জয়ী হয়ে BJP-তে যোগ দিয়েছেন তাঁরা চাইলে তৃণমূলে ফিরে আসতে পারেন । কিন্তু, কাউকে জোর করা হবে না ৷ নিজের ইচ্ছায় যদি কেউ আমাদের দলে আসতে চায় তাদের স্বাগত । কিন্তু, বিধায়ক সাংসদদের কখনই আর দলে নেওয়া হবে না ৷" তিনি আরও বলেন, "আসন্ন দুর্গাপুজোর পরই ভাটপাড়া এবং গারুলিয়া পৌরসভা নিজেদের দখলে আসবে । যতই বড় শক্তি হোক না কেন কেউ এই পরিবর্তন আটকাতে পারবে না ।"
অন্যদিকে সদ্য তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান করা গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান সুনীল সিং বলেন, "BJP ছেড়ে কখনই আমি তৃণমূলে ফিরে যাব না ৷" ব্যারাকপুর সাংগঠনিক জেলার BJP সভানেত্রী ফাল্গুনী পাত্র বলেন, "নৈহাটি পৌরসভার যেসকল তৃণমূলের কাউন্সিলর BJP-তে যোগ দিয়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে সেই সব কাউন্সিলরদের নিজেদের দলে ফেরত নিয়ে গেছে । এই ধরনের ক্ষমতা দখলের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না । আমাদের কাছে এখনও 8 জন কাউন্সিলর আছেন ৷ এদের নিয়েই আমরা এর বিরোধিতা করব ৷"