ETV Bharat / state

ভাটপাড়া, গারুলিয়া পৌরসভা পুনর্দখল করবে তৃণমূল : জ্যোতিপ্রিয় - Jyotipriya Mallick

নৈহাটিতে নাগরিক পরিষেবা সচল রাখার দাবিতে আজ তৃণমূলের তরফে একটি মিছিলের আয়োজন করা হয় ৷ মিছিলে পা মেলান তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক ৷ নৈহাটি পৌরসভার প্রশাসক সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য আগামীকালই আদালতে আবেদন জানানো হবে বলে জানান তিনি ।

জ্যোতিপ্রিয় মল্লিক
author img

By

Published : Aug 18, 2019, 10:38 PM IST

ব্যারাকপুর, 18অগাস্ট : "কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটির পর এবার ভাটপাড়া এবং গারুলিয়া পৌরসভা পুনর্দখল করবে তৃণমূল৷" আজ বিকেলে নৈহাটিতে দলীয় মিছিলে যোগ দিয়ে একথা বলেন তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক । নৈহাটি পৌরসভার প্রশাসক সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য আগামীকালই আদালতে আবেদন জানানো হবে বলে জানান তিনি ।

লোকসভা ভোটের আগে BJP-তে যোগ দেন অর্জুন সিং ৷ তিনি ব্যারাকপুরে সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি, ভাটপাড়া এবং গারুলিয়া পৌরসভার একাধিক কাউন্সিলর ও জনপ্রতিনিধি BJP-তে যোগ দেন ৷ এর ফলে এই পৌরসভাগুলি সংখ্যাগরিষ্ঠতার নিরিখে BJP-র দখলে চলে যায় । কিন্তু, BJP-তে যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই এই পৌরসভারগুলির অধিকাংশ কাউন্সিলরই BJP-র প্রতি অসন্তোষ প্রকাশ করে ফের তৃণমূলে যোগ দেন ৷ ফলে কাঁচরাপাড়া এবং হালিশহর পৌরসভা পুনর্দখল করে তৃণমূল । সমস্যা দেখা যায় নৈহাটি পৌরসভার ক্ষেত্রে ৷ এই পৌরসভার 31জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে 18 জন তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেন । নৈহাটি পৌরসভা সংখ্যাগরিষ্ঠতার বিচারে BJP দখলে নেওয়ার আগেই রাজ্য সরকার সেখানে প্রশাসক বসিয়ে দেয় । ফলে কোনও রাজনৈতিক দলই এই পৌরসভা দখল নিতে পারেনি ।

Jyotipriya Mallick
নৈহাটিতে তৃণমূলের মিছিলে পা মেলাচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক

নৈহাটি পৌরসভায় অনৈতিকভাবে প্রশাসক বসানো হয়েছে এই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয় BJP । বিষয়টি এই মুহূর্তে বিচারাধীন । এদিকে, গতকাল নৈহাটিতে তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেওয়া 18 জন কাউন্সিলরের মধ্যে 10 জন ফের তৃণমূলে ফিরে আসেন । ফলে এই মুহূর্তে নৈহাটি পৌরসভার তৃণমূলের কাউন্সিলর সংখ্যা দাঁড়িয়েছে 23 জন । স্বাভাবিকভাবেই সংখ্যাগরিষ্ঠতার নিরিখে তৃণমূলের দখলে যেতে চলেছে নৈহাটি পৌরসভা । কিন্তু, এই পৌরসভা নিয়ে মামলা চলায় এই মুহূর্তে পৌরসভার দখল নিতে পারবে না তৃণমূল । আগামীকাল এই মামলার দ্রুত নিষ্পত্তির জন্য তৃণমূলের পক্ষ থেকে আদালতে আবেদন জানানো হবে বলে জানান জ্যোতিপ্রিয় মল্লিক৷

আগামীদিনে নৈহাটি পৌরসভার নাগরিক পরিষেবা সচল রাখার দাবিতে আজ নৈহাটিতে মিছিল করে তৃণমূল ৷ পা মেলান জ্যোতিপ্রিয় মল্লিক ৷ পরে তিনি বলেন, "তৃণমূলের টিকিটে জয়ী হওয়া কাউন্সিলরদের ভয় দেখিয়ে নিজেদের দলে টেনে নিয়েছিল BJP । তারা নিজেদের মনে সাহস নিয়ে ফের তৃণমূলে প্রত্যাবর্তন করেছেন । যারা তৃণমূলের টিকিটে জয়ী হয়ে BJP-তে যোগ দিয়েছেন তাঁরা চাইলে তৃণমূলে ফিরে আসতে পারেন । কিন্তু, কাউকে জোর করা হবে না ৷ নিজের ইচ্ছায় যদি কেউ আমাদের দলে আসতে চায় তাদের স্বাগত । কিন্তু, বিধায়ক সাংসদদের কখনই আর দলে নেওয়া হবে না ৷" তিনি আরও বলেন, "আসন্ন দুর্গাপুজোর পরই ভাটপাড়া এবং গারুলিয়া পৌরসভা নিজেদের দখলে আসবে । যতই বড় শক্তি হোক না কেন কেউ এই পরিবর্তন আটকাতে পারবে না ।"

অন্যদিকে সদ্য তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান করা গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান সুনীল সিং বলেন, "BJP ছেড়ে কখনই আমি তৃণমূলে ফিরে যাব না ৷" ব্যারাকপুর সাংগঠনিক জেলার BJP সভানেত্রী ফাল্গুনী পাত্র বলেন, "নৈহাটি পৌরসভার যেসকল তৃণমূলের কাউন্সিলর BJP-তে যোগ দিয়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে সেই সব কাউন্সিলরদের নিজেদের দলে ফেরত নিয়ে গেছে । এই ধরনের ক্ষমতা দখলের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না । আমাদের কাছে এখনও 8 জন কাউন্সিলর আছেন ৷ এদের নিয়েই আমরা এর বিরোধিতা করব ৷"

ব্যারাকপুর, 18অগাস্ট : "কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটির পর এবার ভাটপাড়া এবং গারুলিয়া পৌরসভা পুনর্দখল করবে তৃণমূল৷" আজ বিকেলে নৈহাটিতে দলীয় মিছিলে যোগ দিয়ে একথা বলেন তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক । নৈহাটি পৌরসভার প্রশাসক সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য আগামীকালই আদালতে আবেদন জানানো হবে বলে জানান তিনি ।

লোকসভা ভোটের আগে BJP-তে যোগ দেন অর্জুন সিং ৷ তিনি ব্যারাকপুরে সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি, ভাটপাড়া এবং গারুলিয়া পৌরসভার একাধিক কাউন্সিলর ও জনপ্রতিনিধি BJP-তে যোগ দেন ৷ এর ফলে এই পৌরসভাগুলি সংখ্যাগরিষ্ঠতার নিরিখে BJP-র দখলে চলে যায় । কিন্তু, BJP-তে যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই এই পৌরসভারগুলির অধিকাংশ কাউন্সিলরই BJP-র প্রতি অসন্তোষ প্রকাশ করে ফের তৃণমূলে যোগ দেন ৷ ফলে কাঁচরাপাড়া এবং হালিশহর পৌরসভা পুনর্দখল করে তৃণমূল । সমস্যা দেখা যায় নৈহাটি পৌরসভার ক্ষেত্রে ৷ এই পৌরসভার 31জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে 18 জন তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেন । নৈহাটি পৌরসভা সংখ্যাগরিষ্ঠতার বিচারে BJP দখলে নেওয়ার আগেই রাজ্য সরকার সেখানে প্রশাসক বসিয়ে দেয় । ফলে কোনও রাজনৈতিক দলই এই পৌরসভা দখল নিতে পারেনি ।

Jyotipriya Mallick
নৈহাটিতে তৃণমূলের মিছিলে পা মেলাচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক

নৈহাটি পৌরসভায় অনৈতিকভাবে প্রশাসক বসানো হয়েছে এই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয় BJP । বিষয়টি এই মুহূর্তে বিচারাধীন । এদিকে, গতকাল নৈহাটিতে তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেওয়া 18 জন কাউন্সিলরের মধ্যে 10 জন ফের তৃণমূলে ফিরে আসেন । ফলে এই মুহূর্তে নৈহাটি পৌরসভার তৃণমূলের কাউন্সিলর সংখ্যা দাঁড়িয়েছে 23 জন । স্বাভাবিকভাবেই সংখ্যাগরিষ্ঠতার নিরিখে তৃণমূলের দখলে যেতে চলেছে নৈহাটি পৌরসভা । কিন্তু, এই পৌরসভা নিয়ে মামলা চলায় এই মুহূর্তে পৌরসভার দখল নিতে পারবে না তৃণমূল । আগামীকাল এই মামলার দ্রুত নিষ্পত্তির জন্য তৃণমূলের পক্ষ থেকে আদালতে আবেদন জানানো হবে বলে জানান জ্যোতিপ্রিয় মল্লিক৷

আগামীদিনে নৈহাটি পৌরসভার নাগরিক পরিষেবা সচল রাখার দাবিতে আজ নৈহাটিতে মিছিল করে তৃণমূল ৷ পা মেলান জ্যোতিপ্রিয় মল্লিক ৷ পরে তিনি বলেন, "তৃণমূলের টিকিটে জয়ী হওয়া কাউন্সিলরদের ভয় দেখিয়ে নিজেদের দলে টেনে নিয়েছিল BJP । তারা নিজেদের মনে সাহস নিয়ে ফের তৃণমূলে প্রত্যাবর্তন করেছেন । যারা তৃণমূলের টিকিটে জয়ী হয়ে BJP-তে যোগ দিয়েছেন তাঁরা চাইলে তৃণমূলে ফিরে আসতে পারেন । কিন্তু, কাউকে জোর করা হবে না ৷ নিজের ইচ্ছায় যদি কেউ আমাদের দলে আসতে চায় তাদের স্বাগত । কিন্তু, বিধায়ক সাংসদদের কখনই আর দলে নেওয়া হবে না ৷" তিনি আরও বলেন, "আসন্ন দুর্গাপুজোর পরই ভাটপাড়া এবং গারুলিয়া পৌরসভা নিজেদের দখলে আসবে । যতই বড় শক্তি হোক না কেন কেউ এই পরিবর্তন আটকাতে পারবে না ।"

অন্যদিকে সদ্য তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান করা গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান সুনীল সিং বলেন, "BJP ছেড়ে কখনই আমি তৃণমূলে ফিরে যাব না ৷" ব্যারাকপুর সাংগঠনিক জেলার BJP সভানেত্রী ফাল্গুনী পাত্র বলেন, "নৈহাটি পৌরসভার যেসকল তৃণমূলের কাউন্সিলর BJP-তে যোগ দিয়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে সেই সব কাউন্সিলরদের নিজেদের দলে ফেরত নিয়ে গেছে । এই ধরনের ক্ষমতা দখলের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না । আমাদের কাছে এখনও 8 জন কাউন্সিলর আছেন ৷ এদের নিয়েই আমরা এর বিরোধিতা করব ৷"

Intro:কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটির পর এবার ভাটপাড়া এবং গারুলিয়া পৌরসভা পুনর্দখল করবে বলে দাবি রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এর। নৈহাটি পৌরসভার প্রশাসক নিয়ে মামলা নিয়ে আগামীকালই আদালতে দ্রুত নিষ্পত্তি করার আবেদন জানানো হবে বলে জানান তিনি। আজ বিকেলে নৈহাটিতে তৃণমূলের এক মিছিলে যোগদান করে জ্যোতিপ্রিয় বাবু এই কথা বলেন।

Body:ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে অর্জুন সিং সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই ব্যারাকপুর লোকসভা জুড়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার হিড়িক লেগে গিয়েছিল। সেই ধারা অব্যাহত রেখে এই লোকসভা কেন্দ্রের পঞ্চায়েত থেকে শুরু করে পৌরসভার জন প্রতিনিধিরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে। এর মধ্যে কাঁচরাপাড়া পৌরসভা,হালিশহর পৌরসভা,নৈহাটি পৌরসভা ,ভাটপাড়া পৌরসভা এবং গারুলিয়া পৌরসভার কাউন্সিলর থেকে শুরু করে তৃণমূলের একাধিক নেতাকর্মী অর্জুন সিং এবং বিজেপির কেন্দ্রীয় নেতা মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করে। এর ফলে অধিকাংশ তৃণমূলের জনপ্রতিনিধিরা বিজেপিতে যোগদান করায় কাঁচরাপাড়া, হালিশহর, ভাটপাড়া, গারুলিয়া পৌরসভা সংখ্যাগরিষ্ঠতার নিরিখে বিজেপির দখলে চলে যায়। কিন্তু বিজেপিতে যোগদান করার কিছুদিনের মধ্যেই পর অনেকেই বিজেপির প্রতি অসন্তোষ প্রকাশ করে শেষ পর্যন্ত বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন করেছে। এর মধ্যে কাঁচরাপাড়া পৌরসভা, হালিশহর পৌরসভার যে সমস্ত তৃণমূল কাউন্সিলর পৌরপ্রধান বিজেপিতে যোগদান করেছিলেন ।তাদের অধিকাংশই ফের তৃণমূলে প্রত্যাবর্তন করায় কাঁচরাপাড়া এবং হালিশহর পৌরসভা তৃণমূল পুনর্দখল করেছে। এবার নৈহাটি পৌরসভার 31 টি ওয়ার্ডের 31 জন তৃণমূল কাউন্সিলর মধ্যে 18 জন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন।ফলে নৈহাটি পৌরসভা সংখ্যাগরিষ্ঠতার বিচারে বিজেপির দখলে নেওয়ার আগেই রাজ্য সরকার সেখানে প্রশাসক বসিয়ে দেয়। ফলে কোনো রাজনৈতিক দলই এই পৌরসভা দখল নিতে পারেনি। এদিকে এই নৈহাটি পৌরসভায় অনৈতিক ভাবে প্রশাসক বসানো হয়েছে এই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয় বিজেপি। বিষয়টি এই মুহূর্তে বিচারাধীন।এদিকে শনিবার তৃণমূল ছেড়ে বিজেপি তে যাওয়া কাউন্সিলরদের মধ্যে 10 জন কাউন্সিলর ফের তৃণমূলে প্রত্যাবর্তন করে। ফলে নৈহাটি পৌরসভার তৃণমূলের এই মুহূর্তে কাউন্সিলর সংখ্যা দাঁড়িয়েছে 23 জন। স্বাভাবিকভাবেই সংখ্যাগরিষ্ঠতার নিরিখে তৃণমূলের দখলে যেতে চলেছে নৈহাটি পৌরসভা। কিন্তু এই নৈহাটি পৌরসভায় প্রশাসক বসানো রয়েছে এবং তা নিয়ে বিজেপির করা মামলা আদালতে বিচারাধীন তাই এই মুহূর্তে তৃণমূল দখল নিতে পারবে না। কিন্তু আগামীকাল সোমবার তৃণমূলের পক্ষ থেকে আদালতের আবেদন জানানো হবে বিষয়টি অতি দ্রুত নিষ্পত্তি করার জন্য।যাতে আগামীদিনে সুষ্ঠুভাবে নৈহাটি পৌরসভার নাগরিক পরিষেবা সচল করা যায়। আজ রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক নৈহাটিতে তৃণমূলের এক মিছিলে যোগদান করে একথা জানান। তিনি বলেন তৃণমূলের টিকিটে জয়লাভ করা কাউন্সিলর দের ভয় দেখিয়ে নিজেদের দলে টেনে নিয়েছিলো বিজেপি। কিন্তু বর্তমানে তারা নিজেদের মনে সাহস নিয়ে ফের তৃণমূলে প্রত্যাবর্তন করেছে। অনেকেই যারা তৃণমূলের টিকিটে জয় লাভ করে বিজেপিতে যোগদান করেছে তারা চাইলে তৃণমূলে ফিরে ফিরে আসতে পারেন। কিন্তু কাউকে জোর করা হবে না তৃণমূলে আসার জন্য। নিজের ইচ্ছায় যদি কেউ আসতে চায় তাদের স্বাগত। কিন্তু বিধায়ক সাংসদদের কখনোই দলে নেওয়া হবে না বলে জানান জ্যোতিপ্রিয় মল্লিক।এছাড়াও মন্ত্রী বলেন ভাটপাড়া এবং গারুলিয়া পৌরসভা আসন্ন দূর্গা পূজার পরেই নিজেদের দখলে আসবে। যতই বড় শক্তি হোক না কেন কেউ এই পরিবর্তন আটকাতে পারবেনা। অন্যদিকে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা গারুলিয়া পৌরসভার পৌর প্রধান সুনীল সিং জানান বিজেপি ছেড়ে কোনমতেই তৃণমূলে ফিরে যাওয়ার সম্ভাবনা নেই তার। ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপি সভানেত্রী ফাল্গুনী পাত্র জানান নৈহাটি পৌরসভার কাউন্সিলররা তৃণমূল ছেড়ে বিজেপি তে আসায় তাদের ভয় দেখিয়ে নিজেদের দলে ফেরত নিয়ে গেছে তৃণমূল। এই ধরনের ক্ষমতা দখলের রাজনীতিতে তারা বিশ্বাস করে না। গণতান্ত্রিক পদ্ধতিতে নিজেদের দখলে নেবে পৌরসভা গুলি।Conclusion:আগামী দিনে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে কি রাজনৈতিক সমীকরণ তৈরি হয় তা দেখার অপেক্ষায় রাজনৈতিক মহল।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.