ঠাকুরনগর , 27 এপ্রিল : লকডাউনে বন্ধ রুজি-রুটি । ঘরেই দিন কাটছে । রেশনে চাল-গম পাওয়া গেলেও ঘরে সবজি আনাজ বাড়ন্ত । অবশেষে , গরিব মানুষের জন্য বিনামূল্যের সবজি হাট বসল উত্তর 24 পরগনার ঠাকুরনগরের নবগ্রামে । যতদিন লকডাউন চলবে ততদিন এই হাট বসবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন ।
গাইঘাটা ঠাকুরনগর শিমুলপুর নবগ্রামে প্রতিদিন সকালে ওই হাট বসছে । নাম দেওয়া হয়েছে 'নবগ্রাম সাথী মাণ্ডি'। সেখান থেকে গ্রামের প্রায় 150-200 পরিবারের হাতে বিভিন্ন রকমের সবজি তুলে দেওয়া হচ্ছে । প্রতিদিনই থাকছে ভিন্ন ভিন্ন ধরনের সবজি । গ্রামের একদল যুবকের উদ্যোগ ও আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিদের সহযোগিতায় , পাইকারি মার্কেট থেকে সবজি কিনে আনছেন এলাকার যুবকেরা । তারপর সামাজিক দূরত্ব বজায় রেখে সেই সবজি নিয়ে পাড়ার মোড়ে বসছেন তাঁরা । লাইন দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখেই একে একে গ্রামবাসীরা প্রয়োজন মতো ব্যাগে ভরে নিচ্ছেন সেই সবজি । বিনিময়ে দিতে হচ্ছে কোনও টাকা দিতে হচ্ছে না । যা পেয়ে খুশি এলাকার মানুষ ।
উদ্যোক্তারা জানিয়েছেন , এই হাটের ফলে যেমন এলাকার মানুষ এলাকার মধ্যেই থাকবে । তেমনই গ্রামের কেউ অভুক্তও থাকবে না । তাঁরা দিনে দু'মুঠো খাবার পাবেন । উদ্যোক্তা জুড়নচন্দ্র বিশ্বাস বলেন , ''লকডাউনের ফলে বহু মানুষ জীবিকা হারিয়েছেন । অনেকের ঘরে খাবার নেই । চাল-ডাল থাকলেও সবজি নেই । তাই, আমরা তাঁদের জন্য এই সবজি বাজার খুলে দিয়েছি । সবাই বিনা পয়সায় এখান থেকে সবজি পাবেন ।''
গ্রামের বাসিন্দা ববিতা বিশ্বাস বলেন , ''আমাদের ঘরে চাল , ডাল থাকলেও সবজি ছিল না । বিনা পয়সার এই সবজি হাট হওয়ায় আমরা উপকৃত । এখান থেকে কাঁচা সবজি পাচ্ছি ।''