ETV Bharat / state

চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, পুলিশের জালে 3 - undefined

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বরূপনগরের এক ব্যক্তির অভিযোগ করেন, গুমার বাসিন্দা রঞ্জিৎকুমার নস্কর রেল আধিকারিক পরিচয় দিয়ে রেলে চাকরি দেওয়ার নাম করে দেড় লাখ টাকা নিয়েছে । কিন্তু তিনি চাকরি পাননি । অভিযোগ পেয়ে চলতি মাসের 23 তারিখ অশোকনগর থানার গুমা এলাকা থেকে রঞ্জিৎকুমার সরকারকে গ্রেফতার করে পুলিশ ।

fraud
fraud
author img

By

Published : Jun 27, 2021, 9:30 PM IST

অশোকনগর, 27 জুন : রেল আধিকারিক পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার করল অশোকনগর থানার পুলিশ । ধৃতরা রেলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা নিয়েছে বলে অভিযোগ । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রঞ্জিৎকুমার সরকার, শশাঙ্কশেখর নস্কর ও অমর মুখোপাধ্যায় । এরা উত্তর 24 পরগনার গুমা ও দক্ষিণ 24 পরগনার বারুইপুরের বাসিন্দা ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বরূপনগরের এক ব্যক্তির অভিযোগ করেন, গুমার বাসিন্দা রঞ্জিৎকুমার নস্কর রেল আধিকারিক পরিচয় দিয়ে রেলে চাকরি দেওয়ার নাম করে দেড় লাখ টাকা নিয়েছে । কিন্তু তিনি চাকরি পাননি । অভিযোগ পেয়ে চলতি মাসের 23 তারিখ অশোকনগর থানার গুমা এলাকা থেকে রঞ্জিৎকুমার সরকারকে গ্রেফতার করে পুলিশ । রঞ্জিৎ বর্তমানে পাঁচদিনের পুলিশ হেফাজতে রয়েছে ।

আরও পড়ুন : শিশুদের টিকা এলেই খোলা যাবে স্কুল, আশাবাদী এইমস প্রধান

তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে এই চক্রের সঙ্গে দক্ষিণ 24 পরগনার বারুইপুরের আরও দু'জন জড়িত রয়েছে । গতকাল বারুইপুর থেকে শশাঙ্কশেখর নস্কর ও অমর মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয় । পুলিশের অনুমান, এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত । ধৃতরা আরও অনেকের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে থাকতে পারে । ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে চক্রের জাল গোটাতে চাইছেন তদন্তকারীরা । বারাসত আদালতে শশাঙ্ক ও অমরকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করে পুলিশ । দুই অভিযুক্তকে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ।

অশোকনগর, 27 জুন : রেল আধিকারিক পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার করল অশোকনগর থানার পুলিশ । ধৃতরা রেলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা নিয়েছে বলে অভিযোগ । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রঞ্জিৎকুমার সরকার, শশাঙ্কশেখর নস্কর ও অমর মুখোপাধ্যায় । এরা উত্তর 24 পরগনার গুমা ও দক্ষিণ 24 পরগনার বারুইপুরের বাসিন্দা ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বরূপনগরের এক ব্যক্তির অভিযোগ করেন, গুমার বাসিন্দা রঞ্জিৎকুমার নস্কর রেল আধিকারিক পরিচয় দিয়ে রেলে চাকরি দেওয়ার নাম করে দেড় লাখ টাকা নিয়েছে । কিন্তু তিনি চাকরি পাননি । অভিযোগ পেয়ে চলতি মাসের 23 তারিখ অশোকনগর থানার গুমা এলাকা থেকে রঞ্জিৎকুমার সরকারকে গ্রেফতার করে পুলিশ । রঞ্জিৎ বর্তমানে পাঁচদিনের পুলিশ হেফাজতে রয়েছে ।

আরও পড়ুন : শিশুদের টিকা এলেই খোলা যাবে স্কুল, আশাবাদী এইমস প্রধান

তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে এই চক্রের সঙ্গে দক্ষিণ 24 পরগনার বারুইপুরের আরও দু'জন জড়িত রয়েছে । গতকাল বারুইপুর থেকে শশাঙ্কশেখর নস্কর ও অমর মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয় । পুলিশের অনুমান, এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত । ধৃতরা আরও অনেকের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে থাকতে পারে । ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে চক্রের জাল গোটাতে চাইছেন তদন্তকারীরা । বারাসত আদালতে শশাঙ্ক ও অমরকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করে পুলিশ । দুই অভিযুক্তকে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.