ETV Bharat / state

Partha Chatterjee: রাতের দিকে অশনি'র বাড়িতে আসতেন পার্থ, ইটিভি ভারতের সামনে বিস্ফোরক মন্তব্য বারাসত পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানের - ইটিভি ভারতের সামনে বিস্ফোরক মন্তব্য বারাসত পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানের

পার্থ-অশনি ঘনিষ্ঠতা নিয়ে এবার ইটিভি ভারতের সামনে মুখ খুললেন বারাসত পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায়(Former Chairman of Barasat Municipality) । একের পর এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে কার্যত বোমা ফাটালেন এই তৃণমূল কাউন্সিলর ।

Former Chairman of Barasat Municipality
Former Chairman of Barasat Municipality
author img

By

Published : Aug 1, 2022, 8:14 PM IST

বারাসত, 1 অগস্ট: নিয়োগ দুর্নীতি কাণ্ডে(Recruitment Scam) ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee)সঙ্গে বারাসত পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূলের সংসদীয় জেলার সভাপতি অশনি মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠতা নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল কাউন্সিলর সুনীল মুখোপাধ্যায়(Former Chairman of Barasat Municipality) । এই বিষয়ে ইটিভি ভারতের মুখোমুখি হয়ে কার্যত বোমা ফাটিয়েছেন সুনীল মুখোপাধ্যায় । একের পর এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, "2012 সাল থেকে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অশনি মুখোপাধ্যায়দের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে । তাঁর বাড়িতে যাতায়াতও ছিল প্রাক্তন শিক্ষামন্ত্রীর । রাতের দিকে অশনি মুখোপাধ্যায়ের বাড়িতে আসতেন পার্থ চট্টোপাধ্যায় ।" নিজের চোখে অশনি'র বাড়িতে পার্থর যাতায়াত তিনি দেখেছেন বলেও ইটিভি ভারতের প্রতিনিধির সামনে জানিয়েছেন বারাসত পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ।

Partha Chatterjee
পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অশনি মুখোপাধ্যায়ের ভাইরাল ছবি

তবে তাঁদের মধ্যে কি বিষয়ে আলোচনা হত সেবিষয়ে খোলসা করে কিছু বলতে চাননি সুনীল মুখোপাধ্যায় । তাঁর কথায়, "পার্থ ও অশনিদের মধ্যে কি আলোচনা হত, সেটা আমার জানার বিষয় নয় ৷ কারণ সেই আলোচনায় তো আমি থাকতাম না ৷ তাই কী করে বলব, তাঁদের মধ্যে কী আলোচনা হত ।" শুধু অশনি মুখোপাধ্যায়ের বাড়িতেই নয়, বারাসতের নামী বিপণী সংস্থাতেও যে পার্থ চট্টোপাধ্যায়ের যাতায়াত ছিল সেটাও মেনে নিয়েছেন পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ।

Partha Chatterjee
বারাসতের নামী বিপণী সংস্থায় পার্থ চট্টোপাধ্যায়

এদিকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কার্যকলাপ যে তিনি কোনদিনও মন থেকে মেনে নিতে পারতেন না, তা নিয়েও ইটিভি ভারতের প্রতিনিধির সামনে মুখ খুলে বিতর্ক আরও বাড়িয়েছেন সুনীল মুখোপাধ্যায়(Sunil Mukherjee) । তিনি বলেন,"পার্থ চট্টোপাধ্যায় লোকটাকে আমার কোনদিনও ভালো লাগত না । যাঁকে আমার পছন্দ হত না, তাঁকে ভালো লাগার প্রশ্নই আসে না । তাই তাঁদের কোনও কার্যকলাপে আমি সঙ্গ দিতাম না । যেতাম না পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠদের কোনও কর্মসূচিতেও ।"

পার্থ-অশনি ঘনিষ্ঠতা নিয়ে মুখ খুললেন বারাসত পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান

আরও পড়ুন : পার্থর 'ঘনিষ্ঠ' কর্ণধার, ইডি'র নজরে বারাসত ও গড়িয়ার বস্ত্র বিপণী সংস্থা

অন‍্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অশনি মুখোপাধ্যায়ের(Asani Mukherjee) ছবি প্রকাশ্যে আসতেই এই নিয়ে বিরোধীরা আক্রমণ শানিয়েছে শাসকদলকে । বারাসত পৌরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়ের পদত্যাগের দাবিতেও সরব হয়েছেন তাঁরা । এই বিষয়ে প্রশ্ন করা হলে ইটিভি ভারতের প্রতিনিধিকে সুনীল মুখোপাধ্যায় বলেন, "এটা দলীয় ব‍্যাপার । এই বিষয়ে আমি কিছু বলতে পারব না । দল নিশ্চয় বিষয়টির দিকে লক্ষ্য রাখছে । তাঁরাই ভালো বলতে পারেন বিষয়টি নিয়ে ।"

বারাসত, 1 অগস্ট: নিয়োগ দুর্নীতি কাণ্ডে(Recruitment Scam) ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee)সঙ্গে বারাসত পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূলের সংসদীয় জেলার সভাপতি অশনি মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠতা নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল কাউন্সিলর সুনীল মুখোপাধ্যায়(Former Chairman of Barasat Municipality) । এই বিষয়ে ইটিভি ভারতের মুখোমুখি হয়ে কার্যত বোমা ফাটিয়েছেন সুনীল মুখোপাধ্যায় । একের পর এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, "2012 সাল থেকে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অশনি মুখোপাধ্যায়দের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে । তাঁর বাড়িতে যাতায়াতও ছিল প্রাক্তন শিক্ষামন্ত্রীর । রাতের দিকে অশনি মুখোপাধ্যায়ের বাড়িতে আসতেন পার্থ চট্টোপাধ্যায় ।" নিজের চোখে অশনি'র বাড়িতে পার্থর যাতায়াত তিনি দেখেছেন বলেও ইটিভি ভারতের প্রতিনিধির সামনে জানিয়েছেন বারাসত পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ।

Partha Chatterjee
পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অশনি মুখোপাধ্যায়ের ভাইরাল ছবি

তবে তাঁদের মধ্যে কি বিষয়ে আলোচনা হত সেবিষয়ে খোলসা করে কিছু বলতে চাননি সুনীল মুখোপাধ্যায় । তাঁর কথায়, "পার্থ ও অশনিদের মধ্যে কি আলোচনা হত, সেটা আমার জানার বিষয় নয় ৷ কারণ সেই আলোচনায় তো আমি থাকতাম না ৷ তাই কী করে বলব, তাঁদের মধ্যে কী আলোচনা হত ।" শুধু অশনি মুখোপাধ্যায়ের বাড়িতেই নয়, বারাসতের নামী বিপণী সংস্থাতেও যে পার্থ চট্টোপাধ্যায়ের যাতায়াত ছিল সেটাও মেনে নিয়েছেন পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ।

Partha Chatterjee
বারাসতের নামী বিপণী সংস্থায় পার্থ চট্টোপাধ্যায়

এদিকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কার্যকলাপ যে তিনি কোনদিনও মন থেকে মেনে নিতে পারতেন না, তা নিয়েও ইটিভি ভারতের প্রতিনিধির সামনে মুখ খুলে বিতর্ক আরও বাড়িয়েছেন সুনীল মুখোপাধ্যায়(Sunil Mukherjee) । তিনি বলেন,"পার্থ চট্টোপাধ্যায় লোকটাকে আমার কোনদিনও ভালো লাগত না । যাঁকে আমার পছন্দ হত না, তাঁকে ভালো লাগার প্রশ্নই আসে না । তাই তাঁদের কোনও কার্যকলাপে আমি সঙ্গ দিতাম না । যেতাম না পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠদের কোনও কর্মসূচিতেও ।"

পার্থ-অশনি ঘনিষ্ঠতা নিয়ে মুখ খুললেন বারাসত পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান

আরও পড়ুন : পার্থর 'ঘনিষ্ঠ' কর্ণধার, ইডি'র নজরে বারাসত ও গড়িয়ার বস্ত্র বিপণী সংস্থা

অন‍্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অশনি মুখোপাধ্যায়ের(Asani Mukherjee) ছবি প্রকাশ্যে আসতেই এই নিয়ে বিরোধীরা আক্রমণ শানিয়েছে শাসকদলকে । বারাসত পৌরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়ের পদত্যাগের দাবিতেও সরব হয়েছেন তাঁরা । এই বিষয়ে প্রশ্ন করা হলে ইটিভি ভারতের প্রতিনিধিকে সুনীল মুখোপাধ্যায় বলেন, "এটা দলীয় ব‍্যাপার । এই বিষয়ে আমি কিছু বলতে পারব না । দল নিশ্চয় বিষয়টির দিকে লক্ষ্য রাখছে । তাঁরাই ভালো বলতে পারেন বিষয়টি নিয়ে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.