বাগদা, 13 জুন : মুকুল রায় তৃণমূলে যোগদানের পর থেকেই উত্তর 24 পরগনার তৃণমূল থেকে বিজেপিতে আশা একের পর এক নেতা নিজেদের সুর বদলাতে শুরু করেছেন ৷ বেসুরোর তালিকায় প্রথমেই রয়েছেন বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস ৷ এবার সেই তালিকায় নতুন সংযোজন বাগদার প্রাক্তন বিধায়ক তথা রাজ্য বিজেপির এসসি মোর্চা সভাপতি দুলাল বর । রবিবার দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দুলাল বর বলেন, ‘‘পশ্চিমবঙ্গে বিজেপিকে বাড়াতে গেলে যোগ্য ব্যক্তিকে যোগ্য সন্মান দিতে হবে ।’’ বিজেপিতে আসা অনেক যোগ্য ব্যক্তি যোগ্য সম্মান পাচ্ছেন না বলে দাবি করেন তিনি ।
মুকুল রায় প্রসঙ্গে দুলাল বর বলেন, "রাজনীতিতে মুকুল রায় একটা সম্ভাবনা শিল্প ।" বিজেপিতে মুকুল রায় নিজেকে খাপ খাইয়ে নিতে পারছিলেন না, এমনটাই মনে করেন দুলালবাবু ৷ তবে বিজেপিতে সম্মানের ঘাটতি ছিল বলেই মুকুলবাবু দলত্যাগ করেছেন বলে মনে করেন তিনি । পাশাপাশি গেরুয়া শিবিরের প্রতি একরাশ ক্ষোভ উগরে তিনি বলেন, " অনেক লোকই বিজেপিতে এসে যোগ্য সম্মান পাচ্ছেন না ।" দুলালবাবু বেসুরো হওয়ার পরই তাঁর দলত্যাগ প্রসঙ্গ উঠে আসে ৷ এবিষয়ে দুলাল বর বলেন, "তৃণমূলে থাকাকালীন মুকুল রায় আমার নেতা ছিলেন । এটা অস্বীকার করার জায়গা নেই । বিজেপিতে এসেছিলাম ওঁর হাত ধরে । রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই । রাজনীতিটা মানুষের প্রয়োজনে ৷ কি করব না করব সেটা ভবিষ্যত বলবে । তবে আমি এখন বিজেপিতে আছি, থাকব । ভবিষ্যতে কি হয় না হয় সেটা পরবর্তীতে বলা যাবে ।"
এবিষয়ে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি মনস্পতি দেব বলেন, "আমাদের দলে, সবাইকে আমারা জায়গায় দিই । যদি কারও ভালো লাগে না ৷ তিনি স্বেচ্ছায় অবসর নেন । এখানে যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা হয় । তাই আজকে একজন বুথ সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন। ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ শিখরে পৌছাতে পারেন ।"
আরও পড়ুন : দিলীপের সভায় গরহাজিরার পরই, 'বেসুরো' মুকুল ঘনিষ্ঠ বিশ্বজিৎ
প্রসঙ্গত, 2016 সালে বিধানসভা নির্বাচনে উত্তর 24 পরগনার বাগদা বিধানসভা কেন্দ্রে সিপিআইএম এবং কংগ্রেসের জোটের হয়ে কংগ্রেসের টিকিটে জয়ী হন দুলাল বর । তারপর তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে এবং পরে সেখান থেকে বিজেপিতে যোগদান করেন । একের পর এক দলবদলের নজির রয়েছে দুলাল বরের । একুশের বিধানসভা ভোটে টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি । তাই মুকুল রায়ের দল ছাড়ার পর, দুলাল বর বেসুরো হওয়ায় তাঁর দলবদলের জল্পনা শুরু হয়েছে ৷