ETV Bharat / state

নৈহাটির বিস্ফোরণস্থান থেকে নমুনা সংগ্রহ করল ফরেনসিক দল - কী কারণে বিস্ফোরণ নৈহাটিতে

বিস্ফোরণস্থান থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক দল । ঘণ্টাখানেক তাঁরা সেখানে ছিলেন । কী ধরনের বিস্ফোরক ছিল সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তরে কিছু বলেনি ফরেনসিক দল । দলের সিনিয়র সায়েন্টিফিক অফিসার দেবাশিস সাহা বলেন, "আমরা বিভিন্ন নমুনা সংগ্রহ করে নিয়ে গেলাম । পরীক্ষা না করে এখনই কিছু বলা সম্ভব নয় ।"

forensic
ফরেনসিক
author img

By

Published : Jan 4, 2020, 8:58 PM IST

Updated : Jan 4, 2020, 11:45 PM IST

নৈহাটি, 4 জানুয়ারি : দেবক গ্রামে গতকাল বাজি কারখানায় বিস্ফোরণের পর শনিবার ঘটনাস্থানে তদন্তে আসে ফরেন্সিক দল । আজ বিকেলে তিন সদস্যের প্রতিনিধি দল ঘটনাস্থানে আসে । তাঁদের সঙ্গে ছিলেন নৈহাটি থানার IC অনুপম চক্রবর্তী । প্রায় এক ঘণ্টা ধরে বিস্ফোরণেরস্থান ঘুরে দেখেন তাঁরা ।

বিস্ফোরণস্থান থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক দল । ঘণ্টাখানেক তাঁরা সেখানে ছিলেন । কী ধরনের বিস্ফোরক ছিল সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তরে কিছু বলেনি ফরেনসিক দল । দলের সিনিয়র সায়েন্টিফিক অফিসার দেবাশিস সাহা বলেন, "আমরা বিভিন্ন নমুনা সংগ্রহ করে নিয়ে গেলাম । পরীক্ষা না করে এখনই কিছু বলা সম্ভব নয় ।"

দেখুন ভিডিয়ো...

বিস্ফোরণস্থানে মাটিতে তিন ফুট গভীর গর্ত হয়েছে । ঘরের টিনের চাল ছিটকে গিয়ে 20 ফুট উঁচু গাছের ডালে আটকে রয়েছে । তবে কি শক্তিশালী কোনও বিস্ফোরক ছিল যা সাধারণ বাজির জন্য ব্যবহৃত হয় না ? এর উত্তরে দেবাশিসবাবু বলেন, "পরীক্ষা না করে আমরা কিছুই বলতে পারব না ।" BJP-র ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি ফাল্গুনী পাত্র বলেন, "আমরা মনে করি NIA দিয়ে তদন্ত করা প্রয়োজন । রাজ্য সরকার চাইছে বিষয়টা ধামাচাপা দিতে । NIA - কে গিয়ে তদন্ত করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে । আমাদের ধারণা, খাগড়াগড়ের মতো বড়মাপের ষড়যন্ত্র রয়েছে দেবক গ্রামের বিস্ফোরণে পেছনে ।"

আরও পড়ুন : তৃণমূলকে 'অনুদান' ও পুলিশকে 'মাসোহারা'-র জেরেই চলত অবৈধ বাজি কারখানা ?

নৈহাটি, 4 জানুয়ারি : দেবক গ্রামে গতকাল বাজি কারখানায় বিস্ফোরণের পর শনিবার ঘটনাস্থানে তদন্তে আসে ফরেন্সিক দল । আজ বিকেলে তিন সদস্যের প্রতিনিধি দল ঘটনাস্থানে আসে । তাঁদের সঙ্গে ছিলেন নৈহাটি থানার IC অনুপম চক্রবর্তী । প্রায় এক ঘণ্টা ধরে বিস্ফোরণেরস্থান ঘুরে দেখেন তাঁরা ।

বিস্ফোরণস্থান থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক দল । ঘণ্টাখানেক তাঁরা সেখানে ছিলেন । কী ধরনের বিস্ফোরক ছিল সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তরে কিছু বলেনি ফরেনসিক দল । দলের সিনিয়র সায়েন্টিফিক অফিসার দেবাশিস সাহা বলেন, "আমরা বিভিন্ন নমুনা সংগ্রহ করে নিয়ে গেলাম । পরীক্ষা না করে এখনই কিছু বলা সম্ভব নয় ।"

দেখুন ভিডিয়ো...

বিস্ফোরণস্থানে মাটিতে তিন ফুট গভীর গর্ত হয়েছে । ঘরের টিনের চাল ছিটকে গিয়ে 20 ফুট উঁচু গাছের ডালে আটকে রয়েছে । তবে কি শক্তিশালী কোনও বিস্ফোরক ছিল যা সাধারণ বাজির জন্য ব্যবহৃত হয় না ? এর উত্তরে দেবাশিসবাবু বলেন, "পরীক্ষা না করে আমরা কিছুই বলতে পারব না ।" BJP-র ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি ফাল্গুনী পাত্র বলেন, "আমরা মনে করি NIA দিয়ে তদন্ত করা প্রয়োজন । রাজ্য সরকার চাইছে বিষয়টা ধামাচাপা দিতে । NIA - কে গিয়ে তদন্ত করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে । আমাদের ধারণা, খাগড়াগড়ের মতো বড়মাপের ষড়যন্ত্র রয়েছে দেবক গ্রামের বিস্ফোরণে পেছনে ।"

আরও পড়ুন : তৃণমূলকে 'অনুদান' ও পুলিশকে 'মাসোহারা'-র জেরেই চলত অবৈধ বাজি কারখানা ?

Intro:নৈহাটিঃ কী ধরনের বিস্ফোরক, বলতে পারল না ফরেনসিক দল

নৈহাটিঃ নৈহাটির বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের তদন্তে এল ফরেনসিক দল। শনিবার বিকেল তিনটে নাগাদ তিন সদস্যের প্রতিনিধি দল নৈহাটির দেবগ্রামে ঢোকে। সঙ্গে ছিলেন নৈহাটি থানার আইসি অনুপম চক্রবর্তী। ফরেনসিক দলের সদস্যরা প্রায় একঘণ্টা ধরে বিস্ফোরণস্থল ঘুরে দেখেন। বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। ধ্বংসস্তুপের পাশের পড়ে ছিল কয়েক রকম রাসায়নিকের গুঁড়ো। ফরেনসিক দলের সদস্যরা সে সব নমুনা সংগ্রহ করেন। শেষে সাংবাদিকদের প্রশ্ন তাঁরা এড়িয়ে গিয়েছেন। ফরেনসিক বিভাগের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ডঃ দেবাশিস সাহা বলেন, 'আমরা বিভিন্ন নমুনা সংগ্রহ করে নিয়ে গেলাম। পরীক্ষা না করে কিছু বলা সম্ভব নয়।' বিস্ফোরণস্থলে মাটি তিন ফুট গভীর হয়ে গিয়েছে। বাড়ির টিনের চাল ২০ ফুট উঁচু গাছের ডালে আটকে রয়েছে। তাহলে কি তেজস্ক্রিয় বিস্ফোরক ছিল? উত্তরে দেবাশিসবাবু এড়িয়ে যেতে চেয়েছেন। তিনি বলেন, 'পরীক্ষা না করে আমরা কিছুই বলতে পারব না।' ফরেনসিক দলের অস্পষ্ট বক্তব্যে খুশি নয় বিরোধীরা। বিজেপির ব্যারীকপুর সাংগঠনিক জেলার সভাপতি ফাল্গুনী পাত্র বলেন, 'আমরা মনে করি এনআইএ দিয়ে তদন্ত করা প্রয়োজন। রাজ্য সরকার চাইছে বিষয়টা ধামাচাপা দিতে। এনআইএ দিয়ে তদন্ত করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। আমাদের ধারণা, খাগড়াগড়ের মতো বড় ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে দেবগ্রামের বিস্ফোরণে।'Body:নৈহাটিঃ কী ধরনের বিস্ফোরক, বলতে পারল না ফরেনসিক দল

নৈহাটিঃ নৈহাটির বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের তদন্তে এল ফরেনসিক দল। শনিবার বিকেল তিনটে নাগাদ তিন সদস্যের প্রতিনিধি দল নৈহাটির দেবগ্রামে ঢোকে। সঙ্গে ছিলেন নৈহাটি থানার আইসি অনুপম চক্রবর্তী। ফরেনসিক দলের সদস্যরা প্রায় একঘণ্টা ধরে বিস্ফোরণস্থল ঘুরে দেখেন। বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। ধ্বংসস্তুপের পাশের পড়ে ছিল কয়েক রকম রাসায়নিকের গুঁড়ো। ফরেনসিক দলের সদস্যরা সে সব নমুনা সংগ্রহ করেন। শেষে সাংবাদিকদের প্রশ্ন তাঁরা এড়িয়ে গিয়েছেন। ফরেনসিক বিভাগের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ডঃ দেবাশিস সাহা বলেন, 'আমরা বিভিন্ন নমুনা সংগ্রহ করে নিয়ে গেলাম। পরীক্ষা না করে কিছু বলা সম্ভব নয়।' বিস্ফোরণস্থলে মাটি তিন ফুট গভীর হয়ে গিয়েছে। বাড়ির টিনের চাল ২০ ফুট উঁচু গাছের ডালে আটকে রয়েছে। তাহলে কি তেজস্ক্রিয় বিস্ফোরক ছিল? উত্তরে দেবাশিসবাবু এড়িয়ে যেতে চেয়েছেন। তিনি বলেন, 'পরীক্ষা না করে আমরা কিছুই বলতে পারব না।' ফরেনসিক দলের অস্পষ্ট বক্তব্যে খুশি নয় বিরোধীরা। বিজেপির ব্যারীকপুর সাংগঠনিক জেলার সভাপতি ফাল্গুনী পাত্র বলেন, 'আমরা মনে করি এনআইএ দিয়ে তদন্ত করা প্রয়োজন। রাজ্য সরকার চাইছে বিষয়টা ধামাচাপা দিতে। এনআইএ দিয়ে তদন্ত করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। আমাদের ধারণা, খাগড়াগড়ের মতো বড় ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে দেবগ্রামের বিস্ফোরণে।'Conclusion:নৈহাটিঃ কী ধরনের বিস্ফোরক, বলতে পারল না ফরেনসিক দল

নৈহাটিঃ নৈহাটির বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের তদন্তে এল ফরেনসিক দল। শনিবার বিকেল তিনটে নাগাদ তিন সদস্যের প্রতিনিধি দল নৈহাটির দেবগ্রামে ঢোকে। সঙ্গে ছিলেন নৈহাটি থানার আইসি অনুপম চক্রবর্তী। ফরেনসিক দলের সদস্যরা প্রায় একঘণ্টা ধরে বিস্ফোরণস্থল ঘুরে দেখেন। বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। ধ্বংসস্তুপের পাশের পড়ে ছিল কয়েক রকম রাসায়নিকের গুঁড়ো। ফরেনসিক দলের সদস্যরা সে সব নমুনা সংগ্রহ করেন। শেষে সাংবাদিকদের প্রশ্ন তাঁরা এড়িয়ে গিয়েছেন। ফরেনসিক বিভাগের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ডঃ দেবাশিস সাহা বলেন, 'আমরা বিভিন্ন নমুনা সংগ্রহ করে নিয়ে গেলাম। পরীক্ষা না করে কিছু বলা সম্ভব নয়।' বিস্ফোরণস্থলে মাটি তিন ফুট গভীর হয়ে গিয়েছে। বাড়ির টিনের চাল ২০ ফুট উঁচু গাছের ডালে আটকে রয়েছে। তাহলে কি তেজস্ক্রিয় বিস্ফোরক ছিল? উত্তরে দেবাশিসবাবু এড়িয়ে যেতে চেয়েছেন। তিনি বলেন, 'পরীক্ষা না করে আমরা কিছুই বলতে পারব না।' ফরেনসিক দলের অস্পষ্ট বক্তব্যে খুশি নয় বিরোধীরা। বিজেপির ব্যারীকপুর সাংগঠনিক জেলার সভাপতি ফাল্গুনী পাত্র বলেন, 'আমরা মনে করি এনআইএ দিয়ে তদন্ত করা প্রয়োজন। রাজ্য সরকার চাইছে বিষয়টা ধামাচাপা দিতে। এনআইএ দিয়ে তদন্ত করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। আমাদের ধারণা, খাগড়াগড়ের মতো বড় ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে দেবগ্রামের বিস্ফোরণে।'
Last Updated : Jan 4, 2020, 11:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.