ETV Bharat / state

বিস্ফোরণের তদন্তে নৈহাটিতে ফরেনসিক দল - naihati blust

ফরেনসিকের দলের মধ্যে ছিলেন ফরেনসিক বিশেষজ্ঞ চিত্রাক্ষ সরকার, দেবাশিস সাহা । ওইদিন বিস্ফোরণে কী ধরনের বিস্ফোরক ছিল এবং তার তেজস্ক্রিয়তা কতটা ছিল, তা জানার জন্যই এই তদন্ত বলে জানা গেছে ।

image
তদন্তে ফরেনসিক দলের আধিকারিকরা
author img

By

Published : Jan 11, 2020, 9:37 PM IST

নৈহাটি, 11 জানুয়ারি : নৈহাটির ছাইঘাটে বাজি নিষ্ক্রিয়ের সময় বিস্ফোরণের ঘটনার পর কেটে গেছে 48 ঘণ্টা । আজ এই ঘটনার তদন্তে আসে রাজ্য ফরেনসিক বিশেষজ্ঞের একটি দল । তারা দীর্ঘক্ষণ বিস্ফোরণ স্থানটি ঘুরে দেখে । বিভিন্ন নমুনা সংগ্রহ করে । বিস্ফোরণস্থানে যে গর্তের সৃষ্টি হয়েছে, সেই গর্তটিও তারা পরীক্ষা করে দেখে । গর্তগুলিতে জমে থাকা জল সংগ্রহ করে নিয়ে যান দলের সদস্যরা ।

যদিও তাঁরা বিস্ফোরণের এই তদন্ত নিয়ে মুখ খুলতে নারাজ । তাঁরা বলেন, "এখনও কিছু বলা যাচ্ছে না । আমরা আগে তদন্ত করে দেখব । এই নমুনা আমরা ল্যাবরেটরিতে নিয়ে যাব । সেইখানেই দেখা যাবে ওইদিন বিস্ফোরণে কী ধরনের বিস্ফোরক ছিল এবং তার তেজস্ক্রিয়তা কতটা ছিল ।" আজ ফরেনসিকের দলের মধ্যে ছিলেন ফরেনসিক বিশেষজ্ঞ চিত্রাক্ষ সরকার, দেবাশিষ সাহা সহ অন্যরা ।

9 জানুয়ারি নৈহাটির ছাইঘাট এলাকায় বিস্ফোরণ হয় ৷ দেবক গ্রাম থেকে প্রচুর নিষিদ্ধ বাজি উদ্ধার করে এনেছিল পুলিশ ৷ সেই বাজি নিষ্ক্রিয় করতে গিয়েই বিস্ফোরণ হয় ৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কেঁপে ওঠে ছাইঘাট ও তার পার্শ্ববর্তী এলাকা ৷ আর তারপরই আজ ঘটনাস্থানে তদন্তে আসে রাজ্য ফরেনসিক বিশেষজ্ঞের একটি দল ।

নৈহাটি, 11 জানুয়ারি : নৈহাটির ছাইঘাটে বাজি নিষ্ক্রিয়ের সময় বিস্ফোরণের ঘটনার পর কেটে গেছে 48 ঘণ্টা । আজ এই ঘটনার তদন্তে আসে রাজ্য ফরেনসিক বিশেষজ্ঞের একটি দল । তারা দীর্ঘক্ষণ বিস্ফোরণ স্থানটি ঘুরে দেখে । বিভিন্ন নমুনা সংগ্রহ করে । বিস্ফোরণস্থানে যে গর্তের সৃষ্টি হয়েছে, সেই গর্তটিও তারা পরীক্ষা করে দেখে । গর্তগুলিতে জমে থাকা জল সংগ্রহ করে নিয়ে যান দলের সদস্যরা ।

যদিও তাঁরা বিস্ফোরণের এই তদন্ত নিয়ে মুখ খুলতে নারাজ । তাঁরা বলেন, "এখনও কিছু বলা যাচ্ছে না । আমরা আগে তদন্ত করে দেখব । এই নমুনা আমরা ল্যাবরেটরিতে নিয়ে যাব । সেইখানেই দেখা যাবে ওইদিন বিস্ফোরণে কী ধরনের বিস্ফোরক ছিল এবং তার তেজস্ক্রিয়তা কতটা ছিল ।" আজ ফরেনসিকের দলের মধ্যে ছিলেন ফরেনসিক বিশেষজ্ঞ চিত্রাক্ষ সরকার, দেবাশিষ সাহা সহ অন্যরা ।

9 জানুয়ারি নৈহাটির ছাইঘাট এলাকায় বিস্ফোরণ হয় ৷ দেবক গ্রাম থেকে প্রচুর নিষিদ্ধ বাজি উদ্ধার করে এনেছিল পুলিশ ৷ সেই বাজি নিষ্ক্রিয় করতে গিয়েই বিস্ফোরণ হয় ৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কেঁপে ওঠে ছাইঘাট ও তার পার্শ্ববর্তী এলাকা ৷ আর তারপরই আজ ঘটনাস্থানে তদন্তে আসে রাজ্য ফরেনসিক বিশেষজ্ঞের একটি দল ।

Intro:নৈহাটি বিস্ফোরনকান্ডে ঘটনার 48 ঘন্টা পর ঘটনাস্থলে তদন্তে রাজ্য ফরেনসিক ল্যাবরেটরি আধিকারিকরা...

Body:নৈহাটি ছাইঘাটে বাজি বিস্ফোরণের ঘটনার ৪৮ ঘন্টা পর আজ নৈহাটির ছাইঘাটে ঘটনাস্থলে তদন্তে আসে রাজ্য ফরেনসিক এর বিশেষজ্ঞের একটি দল। তারা দীর্ঘক্ষণ ধরে ছাইঘাটের বিস্ফোরনস্থলে বিভিন্ন জায়গা ঘুরে নমুনা সংগ্রহ করে পরীক্ষানিরীক্ষা করেন। বিস্ফোরণ স্থলে যে গর্তের সৃষ্টি হয়েছিল, সেই গর্তটিও তারা পরীক্ষা করে দেখেন। সেখান থেকে থেকেও তারা মাটি ও গর্তে জমে থাকা জল সংগ্রহ করে নিয়ে যান। তারা বিস্ফোরণের এই তদন্ত নিয়ে মুখ খুলতে নারাজ। তাদের কথায়, তারা আগে তদন্ত করে দেখবে, এখনকিছু বলা যাচ্ছে না বলে তিনি জানান। এই নমুনা তারা ল্যাবটারীতে নিয়ে যাবেন। সেইখানেই দেখা হবে, ওইদিন বিস্ফোরনে কি ধরনের বিস্ফোরক ছিলো এবং তার তেজস্ক্রিয়তা কতটা ছিল, সেইটা জানার জন্যই এই তদন্ত বলে জানা গিয়েছে। আজ ফরেনসিকের দলের মধ্যে ছিলেন ফরেনসিক বিশেষজ্ঞ ডঃ চিত্রাক্ষ সরকার, ডঃ দেবাশিষ সাহা সহ অন্যান্য ফরেনসিক আধিকারিকরা।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.