ব্যারাকপুর, 27 মার্চ : আজ ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জগদ্দল থানা এলাকার কাঁকিনাড়া টিনা গোডাউন মাঠ থেকে 5 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল জগদ্দল থানার পুলিশ। তাদের কাছ থেকে একটি ওয়ান শাটার বন্দুক, এক রাউন্ড গুলি এবং প্রায় দুই কেজির মতো বোমা তৈরির মশলা উদ্ধার করেছে পুলিশ।
আজ ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে টিনা গোডাউন মাঠে হানা দেয় জগদ্দল থানার পুলিশ। সেখানে পুলিশের হাতেনাতে ধরা পড়ে ওই 5 দুষ্কৃতীকে। তাদের নাম অমিত পাসোয়ান, অমন গুপ্তা, সন্দীপ পাসোয়ান, অমিত সাউ ও কুণাল পাসোয়ান। জেরায় জানা গেছে এরা প্রত্যেকেই কাঁকিনাড়া এলাকার বাসিন্দা। জগদ্দল থানার পুলিশের দুষ্কৃতীদের বিরুদ্ধে অস্ত্র আইনসহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করেছে। স্থানীয়দের অনুমান নির্বাচনের আগে এলাকায় দুষ্কৃতী কার্যকলাপের জন্য বোমা তৈরির কাজ করছিল ধৃতরা।
বোমার মশলা সহ কাঁকিনাড়ায় ধৃত 5 দুষ্কৃতী
কাঁকিনাড়া টিনা গোডাউন মাঠ থেকে 5 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল জগদ্দল থানার পুলিশ। তাদের কাছ থেকে একটি ওয়ান শাটার বন্দুক, এক রাউন্ড গুলি ও দু' কেজির মতো বোমা তৈরির মশলা উদ্ধার হয়েছে।
ব্যারাকপুর, 27 মার্চ : আজ ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জগদ্দল থানা এলাকার কাঁকিনাড়া টিনা গোডাউন মাঠ থেকে 5 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল জগদ্দল থানার পুলিশ। তাদের কাছ থেকে একটি ওয়ান শাটার বন্দুক, এক রাউন্ড গুলি এবং প্রায় দুই কেজির মতো বোমা তৈরির মশলা উদ্ধার করেছে পুলিশ।
আজ ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে টিনা গোডাউন মাঠে হানা দেয় জগদ্দল থানার পুলিশ। সেখানে পুলিশের হাতেনাতে ধরা পড়ে ওই 5 দুষ্কৃতীকে। তাদের নাম অমিত পাসোয়ান, অমন গুপ্তা, সন্দীপ পাসোয়ান, অমিত সাউ ও কুণাল পাসোয়ান। জেরায় জানা গেছে এরা প্রত্যেকেই কাঁকিনাড়া এলাকার বাসিন্দা। জগদ্দল থানার পুলিশের দুষ্কৃতীদের বিরুদ্ধে অস্ত্র আইনসহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করেছে। স্থানীয়দের অনুমান নির্বাচনের আগে এলাকায় দুষ্কৃতী কার্যকলাপের জন্য বোমা তৈরির কাজ করছিল ধৃতরা।