ETV Bharat / state

বাদুড়িয়ায় উদ্ধার 5 বস্তা মাংস, পশুর না মানুষের প্রশ্ন স্থানীয়দের

উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় হরিশপুর খেয়াঘাটের কাছে আজ সকালে পাঁচটি মুখ বাঁধা বস্তা ভাসতে দেখেন স্থানীয়রা । পরে বাদুড়িয়া থানার পুলিশ এসে বস্তাগুলি উদ্ধার করে নিয়ে যায় । বস্তার মধ্যে ছিল মাংসের টুকরো । পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে ।

বাদুড়িয়ায় উদ্ধার 5 বস্তা মাংস
author img

By

Published : Jun 11, 2019, 7:33 PM IST

Updated : Jun 11, 2019, 9:40 PM IST

বাদুড়িয়া, 11 জুন : উত্তর 24 পরগনার বাদুড়িয়া থানার দ্বীপ মেদিয়ায় ইছামতী নদী থেকে আজ উদ্ধার হয়েছে পাঁচটি মুখ বাঁধা বস্তা । সকালে বাদুড়িয়ার হরিশপুর খেয়াঘাটের কাছে বস্তাগুলি ভাসতে দেখেন স্থানীয়রা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছয় বাদুড়িয়া থানার পুলিশ । পরে বস্তার মুখ খুললে দেখা যায় ভিতরে মাংসের টুকরো রয়েছে । ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ।

স্থানীয় বাসিন্দা তপু মণ্ডল বলেন , "বস্তার মুখ কাটার পর প্রথমে দেখা গেল একটা চালের বস্তা দিয়ে প্যাকিং করা । তার ভিতরে একটা পলিথিন পেপার দেওয়া । তারপর আবার একটা চালের বস্তা । পাঁচটি বস্তার প্রতিটাই তিনটে করে বস্তা দিয়ে প্যাকিং করা । "

এই সংক্রান্ত খবর : যে অত্যাচার মমতা ব্যানার্জি করেছে তা ইতিহাস ভুলবে না : মুকুল

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বস্তায় পশুর মাংস রয়েছে । কিন্তু স্থানীয়দের প্রশ্ন, পশুর মাংস হলে প্রতিটি বস্তা এতটা যত্ন করে প্যাক করার প্রয়োজন পড়ল কেন? তপুবাবু বলেন, "যদি পশুর মাংসই হয় তাহলে তা সরাসরি জলে ফেলে দেবে । এইভাবে প্যাকিং করার কোনও প্রয়োজন ছিল না । এখানেই সন্দেহ যে প্যাকিং করা কেন?" স্থানীয়দের অনুমান কোনও মানুষের দেহের অংশ হতে পারে ।

ভিডিয়োয় দেখুন

গত শনিবার সন্দেশখালিতে রাজনৈতিক সংঘর্ষের পর থেকেই BJP-র দাবি করে আসছে যে তাদের পাঁচ কর্মী-সমর্থক নিখোঁজ । দেবদাস মণ্ডল , তপন মণ্ডল , সঞ্জয় মণ্ডল ও শংকর মণ্ডল সহ আরও একজন নিখোঁজ । অভিযোগ, তাঁদের খুন করে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছে । আর সেই ঘটনার তিন দিনের মাথায় বাদুড়িয়ায় মাংসের টুকরো ভরতি বস্তা উদ্ধার হওয়ায় স্থানীয়দের একাংশের সন্দেহ সেগুলি ওই নিখোঁজ BJP কর্মীদের নয় তো ?

আজ বিকেলে BJP নেতা মুকুল রায় কলকাতায় দলের রাজ্য সদর কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন । সেখানে তিনি সন্দেশখালি প্রসঙ্গে বলেন,"বাদুড়িয়ায় বস্তা ভরতি মাংস পাওয়া গেছে । প্রশাসন বলছে, ওটা পশুর কিন্তু বিষয়টি সন্দেহজনক । "

বাদুড়িয়া থানার OC বাপ্পা মিত্র জানান, বস্তায় থাকা মাংস পচে গেছে, কিন্তু হাড়ের গঠন দেখে অনুমান পশুর মাংস । আগামীকাল আদালতের অনুমতি নিয়ে ওই মাংসের নমুনা ফরেন্সিক তদন্তের জন্য পাঠানো হবে ।

বাদুড়িয়া, 11 জুন : উত্তর 24 পরগনার বাদুড়িয়া থানার দ্বীপ মেদিয়ায় ইছামতী নদী থেকে আজ উদ্ধার হয়েছে পাঁচটি মুখ বাঁধা বস্তা । সকালে বাদুড়িয়ার হরিশপুর খেয়াঘাটের কাছে বস্তাগুলি ভাসতে দেখেন স্থানীয়রা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছয় বাদুড়িয়া থানার পুলিশ । পরে বস্তার মুখ খুললে দেখা যায় ভিতরে মাংসের টুকরো রয়েছে । ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ।

স্থানীয় বাসিন্দা তপু মণ্ডল বলেন , "বস্তার মুখ কাটার পর প্রথমে দেখা গেল একটা চালের বস্তা দিয়ে প্যাকিং করা । তার ভিতরে একটা পলিথিন পেপার দেওয়া । তারপর আবার একটা চালের বস্তা । পাঁচটি বস্তার প্রতিটাই তিনটে করে বস্তা দিয়ে প্যাকিং করা । "

এই সংক্রান্ত খবর : যে অত্যাচার মমতা ব্যানার্জি করেছে তা ইতিহাস ভুলবে না : মুকুল

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বস্তায় পশুর মাংস রয়েছে । কিন্তু স্থানীয়দের প্রশ্ন, পশুর মাংস হলে প্রতিটি বস্তা এতটা যত্ন করে প্যাক করার প্রয়োজন পড়ল কেন? তপুবাবু বলেন, "যদি পশুর মাংসই হয় তাহলে তা সরাসরি জলে ফেলে দেবে । এইভাবে প্যাকিং করার কোনও প্রয়োজন ছিল না । এখানেই সন্দেহ যে প্যাকিং করা কেন?" স্থানীয়দের অনুমান কোনও মানুষের দেহের অংশ হতে পারে ।

ভিডিয়োয় দেখুন

গত শনিবার সন্দেশখালিতে রাজনৈতিক সংঘর্ষের পর থেকেই BJP-র দাবি করে আসছে যে তাদের পাঁচ কর্মী-সমর্থক নিখোঁজ । দেবদাস মণ্ডল , তপন মণ্ডল , সঞ্জয় মণ্ডল ও শংকর মণ্ডল সহ আরও একজন নিখোঁজ । অভিযোগ, তাঁদের খুন করে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছে । আর সেই ঘটনার তিন দিনের মাথায় বাদুড়িয়ায় মাংসের টুকরো ভরতি বস্তা উদ্ধার হওয়ায় স্থানীয়দের একাংশের সন্দেহ সেগুলি ওই নিখোঁজ BJP কর্মীদের নয় তো ?

আজ বিকেলে BJP নেতা মুকুল রায় কলকাতায় দলের রাজ্য সদর কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন । সেখানে তিনি সন্দেশখালি প্রসঙ্গে বলেন,"বাদুড়িয়ায় বস্তা ভরতি মাংস পাওয়া গেছে । প্রশাসন বলছে, ওটা পশুর কিন্তু বিষয়টি সন্দেহজনক । "

বাদুড়িয়া থানার OC বাপ্পা মিত্র জানান, বস্তায় থাকা মাংস পচে গেছে, কিন্তু হাড়ের গঠন দেখে অনুমান পশুর মাংস । আগামীকাল আদালতের অনুমতি নিয়ে ওই মাংসের নমুনা ফরেন্সিক তদন্তের জন্য পাঠানো হবে ।

নদীর জল থেকে মাংস ভরা চারটি বস্তা উদ্ধার বাদুড়িয়াঃ বাদুড়িয়া থানার দ্বীপমেদিয়ায় ইছামতী নদীর জল থেকে চারটি মুখ বাঁধা বস্তা উদ্ধার হয়েছে। ওই বস্তাগুলোর ভিতরে মাংস টুকরো টুকরো করা কাটা ছিল। সন্দেশখালিতে বিজেপি কর্মীরা নিখোঁজ থাকার পর স্থানীয় বাসিন্দাদের মনে সন্দেহ ও রহস্য দানা বেঁধেছে। যদিও পুলিশের দাবি, বস্তায় গোরুর মাংস ছিল। শনিবার থেকে সন্দেশখালিতে রাজনৈতিক সংঘর্ষের পর থেকে চার জন বিজেপি কর্মী-সমর্থককে খুঁজে পাওয়া যায়নি। তিনদিন বাদে বাদুড়িয়ার ইছামতীর জলে মাংসের টুকরো ভর্তি বস্তা উদ্ধার হওয়ায় অনেকেই মনে করছেন, দেহগুলো সম্দেশখালির নিখোঁজ বিজেপি কর্মীদের নয় তো? মঙ্গলবার সকালে বাদুড়িয়ার হরিশপুর খেয়াঘাটের কাছে ওই বস্তাগুলো ভেসে ছিল। সেগুলো খুলে দেখা যায়, প্লাস্টিক ও চালের বস্তার মধ্যে টুকরো টুকরো করে কুচিয়ে রাখা হয়েছে মাংস। প্রত্যক্ষ দর্শীদের কেউ কেউ বলছেন, চারটি কেউ বস্তা উদ্ধার হয়েছে। কেউ বলেছেন পাঁচটি বস্তা ছিল । বাসিন্দারা মনে করছেন, মানুষের দেহাংশ ওইভাবে টুকরো টিকরো করা হৎেছে।উল্লেখ্য, দেবদাস মণ্ডল , তপন মণ্ডল , সঞ্জয় মন্ডল ও শংকর মণ্ডল নামে পাঁচজন বিজেপি সমর্থক সন্দেশখালি ঘটনার পর থেকে নিখোঁজ আছেন । বিজেপির দাবি, তাঁদের খুন করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়।
Last Updated : Jun 11, 2019, 9:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.