ETV Bharat / state

Delta Plus Variant : বারাসতে ডেল্টা প্লাস ? ভাইরাল পোস্টকে ভুয়ো বলে দাবি পৌরসভার - Delta Plus Variant latest news

পশ্চিমবঙ্গে ডেল্টা প্লাস স্ট্রেনের আতঙ্ক ৷ সোশ্য়াল মিডিয়ার ভাইরাল পোস্টে দাবি করা হয়েছে, বারাসতের একটি পরিবারের সকলে করোনার এই নতুন স্ট্রেনে আক্রান্ত ৷ যা ভুয়ো বলে দাবি পৌর প্রশাসনের ৷ আইনানুগ ব্যবস্থা নেওয়ার ভাবনা ৷

first delta plus variant in West Bengal, Barasat Municipality alleging of fake news
Delta Plus Variant : বারাসতে ডেল্টা প্লাস ? ভাইরাল পোস্টকে ভুয়ো বলে দাবি পৌরসভার
author img

By

Published : Jun 30, 2021, 10:31 PM IST

বারাসত, 30 জুন : এবার কি পশ্চিমবঙ্গেও করোনার নতুন প্রজাতি ডেল্টা প্লাসের সন্ধান মিলল ? প্রশ্নটা উঠছে ৷ কারণ, সোশ্যাল মিডিয়ায় এমনই একটি খবর ছড়িয়ে পড়েছে ৷ যেখানে উল্লেখ করা হয়েছে, পশ্চিমবঙ্গে প্রথম ডেল্টা প্লাস রোগীর সন্ধান মিলেছে বারাসতে ! একইসঙ্গে, ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রেরও অভিযোগ তুলছে স্থানীয় পৌর প্রশাসনের প্রতিনিধি ৷

ভাইরাল পোস্টে দাবি করা হয়েছে, বারাসত পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের সরোজ পার্কে একই পরিবারের সকলেই নাকি আক্রান্ত হয়েছেন করোনার এই নয়া স্ট্রেনে ৷ যা ঘিরে উদ্বেগ বেড়েছে শহরবাসীর মধ্যে ৷ ছড়িয়েছে আতঙ্কও ৷ যদিও খবরের সত্যতা স্বীকার করেনি পৌর কর্তৃপক্ষ ৷ উল্টে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই খবরকে ভুয়ো এবং গুজব বলে দাবি করেছে তারা ৷ এই বিষয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হওয়ারও চিন্তা, ভাবনা শুরু করে দিয়েছে পৌর কর্তৃপক্ষ ৷ ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেছেন বারাসতের মুখ্য পৌরপ্রশাসক ৷

আরও পড়ুন : 11 রাজ্যে 48 জন সংক্রমিত ডেল্টা প্লাস ভ্যারিয়্য়ান্টে, জানাল আইসিএমআর

করোনা আবহে ভারতে নতুন ত্রাসের সঞ্চার করেছে ডেল্টা প্লাস নামে নতুন এক প্রজাতি ৷ ইতিমধ্যেই করোনার নয়া এই ভ্যারিয়্যান্টে আক্রান্ত হয়েছেন বেশ কিছু মানুষ ৷ যা নিয়ে আতঙ্কিত গোটা দেশ ৷ তবে, ক্ষতিকর নয়া এই প্রজাতির স্ট্রেন এখনও পশ্চিমবঙ্গে থাবা বসাতে পারেনি বলেই দাবি প্রশাসনের ৷ কিন্তু, গত দু-তিনদিন ধরে সোশ্যাল মিডিয়ার একটি খবর ভয় ধরিয়েছে সকলের মনে ৷ যেখানে একটি তথ্য তুলে ধরা হয়েছে ৷

ওই সোশ্য়াল পোস্টে উল্লেখ করা হয়েছে, পশ্চিমবঙ্গে প্রথম ডেল্টা প্লাস রোগীর হদিশ মিলেছে উত্তর 24 পরগনা জেলার সদর শহর বারাসতে ৷ পৌরসভার 24 নম্বর ওয়ার্ডে সন্ধান পাওয়া গিয়েছে করোনার নয়া এই স্ট্রেইনের ৷ সেখানে নির্দিষ্ট জায়গা এবং আক্রান্ত রোগীদের পরিচয়ও তুলে ধরা হয়েছে ৷ ওই পোস্টে দাবি করা হয়েছে, এই ঘটনা জানাজানি হওয়ার পরই নাকি এলাকাটিকে হাই কনটেইনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করে সিল করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে ৷ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার দেদার শেয়ার করা হয়েছে সেই মেসেজ ৷ যা নিয়ে উদ্বিগ্ন পৌর প্রশাসন ৷

first-delta-plus-variant-in-west-bengal-barasat-municipality-alleging-of-fake-news
বারাসতে ডেল্টা প্লাস ? ভাইরাল পোস্টকে ভুয়ো বলে দাবি পৌরসভার

আরও পড়ুন : ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের তিনটি চরিত্রের সন্ধান ভারতে, দুশ্চিন্তা প্রকাশ কেন্দ্রের

এদিকে, সংশ্লিষ্ট পরিবারের এক সদস্য ভাইরাল পোস্টটিকে অসত্য বলে দাবি করেছেন সোশ্যাল মিডিয়ায় ৷ তথ্যপ্রমাণ তুলে ধরে সেখানে তিনি জানিয়েছেন, ‘‘করোনা আক্রান্ত পরিবারের সাত সদস্যের মধ্যে তিনজন ইতিমধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন ৷ বাকিরাও সুস্থতার পথে ৷ তাঁদের কারও রিপোর্টে কোথাও ডেল্টা প্লাসের উল্লেখও নেই ৷ তাই এই খবর একেবারে অসত্য ৷’’

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই মেসেজকে ভুয়ো বলে দাবি করেছেন পৌরসভার মুখ্য প্রশাসক সুনীল মুখোপাধ্যায়ও ৷ তিনি বলেন, ‘‘24 নম্বর ওয়ার্ডের যে এলাকার কথা বলা হয়েছে, সেখানে 16 দিন আগে একই পরিবারের সাতজন করোনায় আক্রান্ত হয়েছিলেন ৷ প্রশাসনের তরফে এলাকাটিকে কনটেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ পরিবারের অনেকেই ইতিমধ্যে করোনামুক্ত হয়েছেন ৷ তাই, এই খবর গুজব ছাড়া আর কিছু নয় ৷ ভাল করে খোঁজ নিয়ে জানতে পেরেছি পশ্চিমবঙ্গে এখনও ডেল্টা প্লাসের সন্ধান মেলেনি ৷ যারা এই ধরনের খবর ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের খুজেঁ বের করা দরকার ৷ পুলিশ প্রশাসনকে বলব, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ৷ এই ধরনের ঘটনা কিছুতেই বরদাস্ত করা হবে না ৷ ’’

আরও পড়ুন : New Delta Plus Variant : কোভিডের ডেল্টা প্লাস সংস্করণের প্রভাবে কি বাড়ছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা ?

সুনীলের অনুমান, করোনা আবহে মানুষকে আতঙ্কিত করতেই এই কাণ্ড ঘটানো হয়েছে ৷ এমনকী, এর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি ৷ সরাসরি দায়ী করেছেন বিজেপিকে ৷ সুনীল বলেন, ‘‘ঘটনার পিছনে বিজেপির হাত থাকতে পারে ৷’’

অন্যদিকে, রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে সর্বশেষ যে বুলেটিন প্রকাশ করা হয়েছে, তাতেও ডেল্টা প্লাস রোগীর কোনও উল্লেখ নেই ৷ তাই, প্রশাসনের তরফে বার বার সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে ৷ তাঁরা যাতে কোনও গুজবে কান দিয়ে আতঙ্কিত না হন, নিজেরা গুজব না ছড়ান, সেই বিষয়ে লাগাতার প্রচার চলছে ৷

বারাসত, 30 জুন : এবার কি পশ্চিমবঙ্গেও করোনার নতুন প্রজাতি ডেল্টা প্লাসের সন্ধান মিলল ? প্রশ্নটা উঠছে ৷ কারণ, সোশ্যাল মিডিয়ায় এমনই একটি খবর ছড়িয়ে পড়েছে ৷ যেখানে উল্লেখ করা হয়েছে, পশ্চিমবঙ্গে প্রথম ডেল্টা প্লাস রোগীর সন্ধান মিলেছে বারাসতে ! একইসঙ্গে, ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রেরও অভিযোগ তুলছে স্থানীয় পৌর প্রশাসনের প্রতিনিধি ৷

ভাইরাল পোস্টে দাবি করা হয়েছে, বারাসত পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের সরোজ পার্কে একই পরিবারের সকলেই নাকি আক্রান্ত হয়েছেন করোনার এই নয়া স্ট্রেনে ৷ যা ঘিরে উদ্বেগ বেড়েছে শহরবাসীর মধ্যে ৷ ছড়িয়েছে আতঙ্কও ৷ যদিও খবরের সত্যতা স্বীকার করেনি পৌর কর্তৃপক্ষ ৷ উল্টে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই খবরকে ভুয়ো এবং গুজব বলে দাবি করেছে তারা ৷ এই বিষয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হওয়ারও চিন্তা, ভাবনা শুরু করে দিয়েছে পৌর কর্তৃপক্ষ ৷ ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেছেন বারাসতের মুখ্য পৌরপ্রশাসক ৷

আরও পড়ুন : 11 রাজ্যে 48 জন সংক্রমিত ডেল্টা প্লাস ভ্যারিয়্য়ান্টে, জানাল আইসিএমআর

করোনা আবহে ভারতে নতুন ত্রাসের সঞ্চার করেছে ডেল্টা প্লাস নামে নতুন এক প্রজাতি ৷ ইতিমধ্যেই করোনার নয়া এই ভ্যারিয়্যান্টে আক্রান্ত হয়েছেন বেশ কিছু মানুষ ৷ যা নিয়ে আতঙ্কিত গোটা দেশ ৷ তবে, ক্ষতিকর নয়া এই প্রজাতির স্ট্রেন এখনও পশ্চিমবঙ্গে থাবা বসাতে পারেনি বলেই দাবি প্রশাসনের ৷ কিন্তু, গত দু-তিনদিন ধরে সোশ্যাল মিডিয়ার একটি খবর ভয় ধরিয়েছে সকলের মনে ৷ যেখানে একটি তথ্য তুলে ধরা হয়েছে ৷

ওই সোশ্য়াল পোস্টে উল্লেখ করা হয়েছে, পশ্চিমবঙ্গে প্রথম ডেল্টা প্লাস রোগীর হদিশ মিলেছে উত্তর 24 পরগনা জেলার সদর শহর বারাসতে ৷ পৌরসভার 24 নম্বর ওয়ার্ডে সন্ধান পাওয়া গিয়েছে করোনার নয়া এই স্ট্রেইনের ৷ সেখানে নির্দিষ্ট জায়গা এবং আক্রান্ত রোগীদের পরিচয়ও তুলে ধরা হয়েছে ৷ ওই পোস্টে দাবি করা হয়েছে, এই ঘটনা জানাজানি হওয়ার পরই নাকি এলাকাটিকে হাই কনটেইনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করে সিল করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে ৷ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার দেদার শেয়ার করা হয়েছে সেই মেসেজ ৷ যা নিয়ে উদ্বিগ্ন পৌর প্রশাসন ৷

first-delta-plus-variant-in-west-bengal-barasat-municipality-alleging-of-fake-news
বারাসতে ডেল্টা প্লাস ? ভাইরাল পোস্টকে ভুয়ো বলে দাবি পৌরসভার

আরও পড়ুন : ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের তিনটি চরিত্রের সন্ধান ভারতে, দুশ্চিন্তা প্রকাশ কেন্দ্রের

এদিকে, সংশ্লিষ্ট পরিবারের এক সদস্য ভাইরাল পোস্টটিকে অসত্য বলে দাবি করেছেন সোশ্যাল মিডিয়ায় ৷ তথ্যপ্রমাণ তুলে ধরে সেখানে তিনি জানিয়েছেন, ‘‘করোনা আক্রান্ত পরিবারের সাত সদস্যের মধ্যে তিনজন ইতিমধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন ৷ বাকিরাও সুস্থতার পথে ৷ তাঁদের কারও রিপোর্টে কোথাও ডেল্টা প্লাসের উল্লেখও নেই ৷ তাই এই খবর একেবারে অসত্য ৷’’

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই মেসেজকে ভুয়ো বলে দাবি করেছেন পৌরসভার মুখ্য প্রশাসক সুনীল মুখোপাধ্যায়ও ৷ তিনি বলেন, ‘‘24 নম্বর ওয়ার্ডের যে এলাকার কথা বলা হয়েছে, সেখানে 16 দিন আগে একই পরিবারের সাতজন করোনায় আক্রান্ত হয়েছিলেন ৷ প্রশাসনের তরফে এলাকাটিকে কনটেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ পরিবারের অনেকেই ইতিমধ্যে করোনামুক্ত হয়েছেন ৷ তাই, এই খবর গুজব ছাড়া আর কিছু নয় ৷ ভাল করে খোঁজ নিয়ে জানতে পেরেছি পশ্চিমবঙ্গে এখনও ডেল্টা প্লাসের সন্ধান মেলেনি ৷ যারা এই ধরনের খবর ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের খুজেঁ বের করা দরকার ৷ পুলিশ প্রশাসনকে বলব, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ৷ এই ধরনের ঘটনা কিছুতেই বরদাস্ত করা হবে না ৷ ’’

আরও পড়ুন : New Delta Plus Variant : কোভিডের ডেল্টা প্লাস সংস্করণের প্রভাবে কি বাড়ছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা ?

সুনীলের অনুমান, করোনা আবহে মানুষকে আতঙ্কিত করতেই এই কাণ্ড ঘটানো হয়েছে ৷ এমনকী, এর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি ৷ সরাসরি দায়ী করেছেন বিজেপিকে ৷ সুনীল বলেন, ‘‘ঘটনার পিছনে বিজেপির হাত থাকতে পারে ৷’’

অন্যদিকে, রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে সর্বশেষ যে বুলেটিন প্রকাশ করা হয়েছে, তাতেও ডেল্টা প্লাস রোগীর কোনও উল্লেখ নেই ৷ তাই, প্রশাসনের তরফে বার বার সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে ৷ তাঁরা যাতে কোনও গুজবে কান দিয়ে আতঙ্কিত না হন, নিজেরা গুজব না ছড়ান, সেই বিষয়ে লাগাতার প্রচার চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.