ভাটপাড়া, 28 মার্চ : প্রথম দফার ভোটগ্রহণের পরই দোলের দিন ভাটপাড়ায় দিবালোকে চলল গুলি । ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । গুলি চালানোর ঘটনায় গ্রেফতার এক ।
ভাটপাড়া থানা অন্তর্গত শুয়োরমারি এলাকায় দিবালোকে গুলি চালানোর অভিযোগ ওঠে স্থানীয় এক দুষ্কৃতীর বিরুদ্ধে । অভিযোগ, চিলকা রাজা নামে এক ব্যক্তি হঠাৎই একটি পিস্তল বার করে গুলি চালায় । তবে স্বস্তির বিষয় এই যে গুলি কারও গায়ে লাগেনি । একটি বাড়ির দেওয়ালে গুলি লাগে । ঘটনায় কেউ আহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ।
আরও পড়ুন : হাড়োয়ায় 5টি বোমা উদ্ধার
খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগদ্দল থানার পুলিশ । চিলকা রাজা নামে ওই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ । ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় গুলির খোল ।