বারাসত, 17 এপ্রিল : উত্তর 24 পরগনার বারাসতে অবস্থিত রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের ওষুধের গুদামে আগুন । স্বাস্থ্য দফতরের এই ওষুধের গুদামটি মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অধীনস্থ বলে জানা গেছে । দমকলের পাঁচটি ইঞ্জিনের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।
শুক্রবার রাত 2 টো নাগাদ আগুন লাগে বলে স্থানীয় সূত্রে খবর। গভীর রাতে অফিস বন্ধ থাকাকালীন আগুন লাগে। অফিসের জানালা দিয়ে ধোঁয়া বেরোতে দেখে স্থানীয়রা দমকলে খবর দেন । এই গুদামের পাশেই রয়েছে বারাসত এবং মধ্যমগ্রামের ডিসিআরসি অফিস যেখান থেকে ইভিএম ডিসট্রিবিউশন করা হয়। এবং এই বিল্ডিংয়ের পাশের বিল্ডিংয়ে রয়েছে করোনার ভ্যাকসিন।
জেলার সমস্ত হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রে এখান থেকেই ওষুধ সাপ্লাই করা হয় । শর্টসার্কিট থেকে এই আগুন বলে দমকলের প্রাথমিক অনুমান । এই ঘটনার ফলে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা । হাটখোলার এই ওষুধের গুদামের পাশে ঘনবসতি হওয়ায় আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে। যদিও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি ।
আরও পড়ুন : পঞ্চম দফার 45টি আসনে সম্মুখ-সমরে ঘাসফুল-পদ্মফুল