বিধাননগর, ২৮ ফেব্রুয়ারি : বাইপাসের ধারে নিকোপার্কের কাছে আগুন লেগে ভস্মীভূত একটি প্রাইভেট গাড়ি। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। ঘটনার জেরে সাময়িক যানজট তৈরি হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই গাড়িতে পাঁচজন IT কর্মী ছিল। চিংড়িঘাটা থেকে সেক্টর-5-এর দিকে যাচ্ছিল ওই গাড়ি। আচমকা ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করে। তখনই ওই গাড়ি থেকে নেমে পড়ে তাঁরা। মুহূর্তের মধ্যে গাড়িটিতে আগুন জ্বলতে শুরু করে। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দমকলের প্রাথমিক অনুমান শট সার্কিট থেকে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণের পর গাড়িটিকে নিয়ে যায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ঘটনায় সাময়িক যানজট তৈরি হলেও দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।