ETV Bharat / state

Barrackpore Fire: বরানগরের পর এবার জগদ্দল! অগ্নিকাণ্ডে পুড়ল ব‍্যাটারির কারখানা - অগ্নিকাণ্ড জগদ্দলs

বরানগরের পর এবার জগদ্দল। ডানলপ মোড়ের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও আগুন লাগার ঘটনা ঘটল ব‍্যারাকপুর শিল্পাঞ্চলে। এবার এক্সাইড ব‍্যাটারির (Exide Battery) কারখানায় আগুন লাগে (Fire Breaks Out in Barrackpore) ৷ আগুন আয়ত্তে আনতে মরিয়া চেষ্টা দমকলের।

Barrackpore Fire
বিধ্বংসী আগুনে পুড়ল ব‍্যাটারির কারখানা
author img

By

Published : Nov 2, 2022, 3:40 PM IST

Updated : Nov 2, 2022, 4:05 PM IST

ব‍্যারাকপুর, 2 নম্ভেম্বর: সকালে ডানলপ মোড়ের (Dunlop Fire) ঘটনার রেশ কাটতে না-কাটতেই আবারও অগ্নিকাণ্ড ৷ এবার অকুস্থল জগদ্দল ৷ বুধবার দুপুর একটা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল জগদ্দলের একটি এক্সাইড ব‍্যাটারির কারখানায় হঠাৎই ধোঁয়া বেরোতে দেখা যায় (Barrackpore Fire)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত ওই ব‍্যাটারির কারখানার আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।

ধোঁয়ার দাপটে দমকল কর্মীরা সহজে ব‍্যাটারি কারখানার ভিতরে প্রবেশ করতে পারেছেন না বলেই খবর মিলছে ৷ তাঁরা দমকলের গাড়ির ওপর থেকেই হুইস পাইপের সাহায্যে জল দিয়ে আগুন আয়ত্তে আনার মরিয়া চেষ্টা চালাচ্ছেন। স্থানীয় সূত্রে খবর, বুধবার দুপুর একটা নাগাদ জগদ্দলের এই এক্সাইড ব‍্যাটারির কারখানা থেকে হঠাৎই ধোঁয়া বেরতে দেখা যায়। ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে যায় আশপাশের এলাকা। নিমেষে তা ভয়ানক চেহারা নেয়। যার জেরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন।

অগ্নিকাণ্ডে পুড়ল ব‍্যাটারির কারখানা

আরও পড়ুন: ডানলপ মোড়ে বহুতলে ভয়াবহ আগুন

খবর পেয়ে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে। তা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। সূত্রের খবর, ব‍্যাটারি কারখানার বয়লারে আগুন লাগায় সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানার অন্যত্র। আগে কারখানার বয়লার কয়লায় চললেও বর্তমানে সেটি চলে ডিজেলে। কীভাবে ওই এক্সাইড ব‍্যাটারির কারখানায় আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল কর্তৃপক্ষ।

ব‍্যারাকপুর, 2 নম্ভেম্বর: সকালে ডানলপ মোড়ের (Dunlop Fire) ঘটনার রেশ কাটতে না-কাটতেই আবারও অগ্নিকাণ্ড ৷ এবার অকুস্থল জগদ্দল ৷ বুধবার দুপুর একটা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল জগদ্দলের একটি এক্সাইড ব‍্যাটারির কারখানায় হঠাৎই ধোঁয়া বেরোতে দেখা যায় (Barrackpore Fire)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত ওই ব‍্যাটারির কারখানার আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।

ধোঁয়ার দাপটে দমকল কর্মীরা সহজে ব‍্যাটারি কারখানার ভিতরে প্রবেশ করতে পারেছেন না বলেই খবর মিলছে ৷ তাঁরা দমকলের গাড়ির ওপর থেকেই হুইস পাইপের সাহায্যে জল দিয়ে আগুন আয়ত্তে আনার মরিয়া চেষ্টা চালাচ্ছেন। স্থানীয় সূত্রে খবর, বুধবার দুপুর একটা নাগাদ জগদ্দলের এই এক্সাইড ব‍্যাটারির কারখানা থেকে হঠাৎই ধোঁয়া বেরতে দেখা যায়। ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে যায় আশপাশের এলাকা। নিমেষে তা ভয়ানক চেহারা নেয়। যার জেরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন।

অগ্নিকাণ্ডে পুড়ল ব‍্যাটারির কারখানা

আরও পড়ুন: ডানলপ মোড়ে বহুতলে ভয়াবহ আগুন

খবর পেয়ে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে। তা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। সূত্রের খবর, ব‍্যাটারি কারখানার বয়লারে আগুন লাগায় সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানার অন্যত্র। আগে কারখানার বয়লার কয়লায় চললেও বর্তমানে সেটি চলে ডিজেলে। কীভাবে ওই এক্সাইড ব‍্যাটারির কারখানায় আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল কর্তৃপক্ষ।

Last Updated : Nov 2, 2022, 4:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.