ব্যারাকপুর, 28 মে : প্রায় 30 ঘণ্টা অতিক্রান্ত ৷ তারপরেও নিয়ন্ত্রণে এল না নিউ ব্যারাকপুরের বিলকান্দার গেঞ্জি কারখানার আগুন ৷ আগুন নেভানোর চেষ্টা করছে দমকলের 15 টি ইঞ্জিন ৷ কিন্তু এখনও কালো ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে ৷
গতকাল রাত তিনটে নাগাদ প্রথমে আগুন লাগে তিনতলার একাংশে গেঞ্জি কারখানায় ৷ এরপর তা ছড়ায় ওষুধের গুদামে ৷ কারখানায় ও গুদামে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ৷ গেঞ্জি কারখানার 4 কর্মীর আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে ৷
পল্টু ঘোষ নামে এক কর্মী বলেন, "গতকাল রাতে কারখানায় চারজন কাজ করছিল ৷ আগুন লাগার পর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ মোবাইলে যোগাযোগ করা হলেও কোনও উত্তর পাওয়া যায়নি ৷ আমাদের আশঙ্কা, কারখানার ভিতরেই তারা আটকে রয়েছে ৷"
বিলকান্দার 1 নম্বর পঞ্চায়েতের প্রধান চিত্তরঞ্জন মণ্ডল বলেন, "যশের জেরে যেহেতু গতকাল থেকে বৃষ্টি ও হাওয়া চলছিল, সেই কারণে ঘটনাস্থানে দমকলের পৌঁছাতে দেরি হয় ৷ তবে দমকল আসার পর থেকে আগুন নেভানোর কাজ চলছে ৷ কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয় ৷ "
আরও পড়ুন, ঝাড়খণ্ডে চোখ রাঙাচ্ছে যশ, 10 জেলায় হাই অ্যালার্ট জারি
নিউ ব্যারাকপুরের বিলকান্দা শিল্পতালুক নামে পরিচিত ৷ এখানে প্রচুর কারখানা ও গুদাম রয়েছে ৷ ফলে গেঞ্জি কারখানায় আগুন লাগায় পাশের কারখানাগুলিতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু ৷
জানা গিয়েছে, বছর দুয়েক আগে এই অঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছিল ৷ তারপরও কারখানায় সঠিকভাবে নিয়ম বিধি মেনে কাজ চলছিল কি না তা নিয়ে উঠেছে প্রশ্ন ৷ এদিকে, স্থানীয়দের অভিযোগ, রাজ্যে কার্যত লকডাউন চললেও কোনও রকম বিধিনিষেধ না মেনে কারখানাগুলিতে কাজকর্ম চলছিল ৷