ETV Bharat / state

Birati Fire: বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু বাবা-ছেলের - বিরাটিতে আগুন

ভোরবেলা বাড়িতে আগুন লেগে মৃত্যু হল বাবা ও ব্যাংক কর্মী ছেলের ৷ ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বিরাটির এক মহাজাতি নগর এলাকায়(Birati Fire)৷

ETV Bharat
বিরাটিতে আগুনে পুড়ে মৃত্যু হল 2জনের
author img

By

Published : Nov 29, 2022, 7:15 PM IST

বিরাটি, 29 নভেম্বর: ভোররাতে বাড়িতে আগুন লেগে মৃত্যু হল বাবা ও ছেলের ৷ আশঙ্কাজনক অবস্থায় মা ভর্তি হাসপাতালে ৷ উত্তর 24 পরগনার বিরাটির এক মহাজাতি নগরের ঘটনা(Father and Son Died in a Fire Incident at Birati)৷ মৃতদের নাম বিজয় কুমার বন্দ্যোপাধ্যায় (92), বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় (58)৷

মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ বিরাটি এক নম্বর মহাজাতি নগরের একটি বাড়িতে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা । এরপরেই তাঁরা আগুন নেভানোর কাজে হাত লাগান এবং দমকলকে খবর দেন । খবর পেয়ে দমকলের দু'টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ।

বিরাটিতে আগুনে পুড়ে মৃত্যু হল 2জনের

স্থানীয় বাসিন্দাদের দাবি, এদিন ভোররাতে বিকট শব্দ শুনতে পেয়ে তড়িঘড়ি বাইরে বেরিয়ে দেখেন পাশের বাড়িতে আগুন জ্বলছে । ওই বাড়ির বাসিন্দাদের ডাকলে কোনও সারা শব্দ না পেয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান, খবর দেওয়া হয় দমকলে । আগুন নেভানোর পর দেখা যায় বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় নামে ওই বাড়ির বাসিন্দা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী ও তার বাবা মারা গিয়েছেন ৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয় । যদিও আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন : হাওড়া-বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেসের কামরায় ধোঁয়া, তড়িঘড়ি থামানো হল ট্রেন

বিরাটি, 29 নভেম্বর: ভোররাতে বাড়িতে আগুন লেগে মৃত্যু হল বাবা ও ছেলের ৷ আশঙ্কাজনক অবস্থায় মা ভর্তি হাসপাতালে ৷ উত্তর 24 পরগনার বিরাটির এক মহাজাতি নগরের ঘটনা(Father and Son Died in a Fire Incident at Birati)৷ মৃতদের নাম বিজয় কুমার বন্দ্যোপাধ্যায় (92), বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় (58)৷

মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ বিরাটি এক নম্বর মহাজাতি নগরের একটি বাড়িতে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা । এরপরেই তাঁরা আগুন নেভানোর কাজে হাত লাগান এবং দমকলকে খবর দেন । খবর পেয়ে দমকলের দু'টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ।

বিরাটিতে আগুনে পুড়ে মৃত্যু হল 2জনের

স্থানীয় বাসিন্দাদের দাবি, এদিন ভোররাতে বিকট শব্দ শুনতে পেয়ে তড়িঘড়ি বাইরে বেরিয়ে দেখেন পাশের বাড়িতে আগুন জ্বলছে । ওই বাড়ির বাসিন্দাদের ডাকলে কোনও সারা শব্দ না পেয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান, খবর দেওয়া হয় দমকলে । আগুন নেভানোর পর দেখা যায় বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় নামে ওই বাড়ির বাসিন্দা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী ও তার বাবা মারা গিয়েছেন ৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয় । যদিও আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন : হাওড়া-বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেসের কামরায় ধোঁয়া, তড়িঘড়ি থামানো হল ট্রেন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.