ETV Bharat / state

Fake Materials Seized : নকল সামগ্রীর পর্দাফাঁস মধ্যমগ্রামে, গ্রেফতার মূল পাণ্ডা-সহ 2 - fake materials seized in Madhyamgram by Enforcement Directorate

নামীদামি কোম্পানির লেবেল সাঁটিয়ে দিব্যি চলছিল নকল সামগ্রীর কারবার (Fake Materials)। মধ্যমগ্রামের কারখানায় অভিযান চালিয়ে নকল সেই কারবারের পর্দা ফাঁস করল জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ।

Fake Materials news
নকল সামগ্রীর পর্দাফাঁস মধ্যমগ্রামে
author img

By

Published : Jun 23, 2022, 11:07 AM IST

মধ্যমগ্রাম, 23 জুন : নামীদামি কোম্পানির লেভেল সাঁটিয়ে দিব্যি চলছিল নকল সামগ্রীর কারবার । মধ্যমগ্রামের মতো জনবহুল এলাকায় বছরের পর বছর সেই কারবার চললেও ঘুণাক্ষরেও তা টের পাননি এলাকার লোকজন । শেষে অভিযান চালিয়ে সেই কারবারের পর্দা ফাঁস করল উত্তর 24 পরগনা জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ।

কারখানা থেকে মিলেছে প্রায় 60 লাখ টাকার নকল সামগ্রী । জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সূত্রে জানা গিয়েছে, সেগুলি মূলত বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর-পূর্ব ভারতের খোলা বাজারে কম দামে বিক্রি করা হত । ঘটনার মূল পাণ্ডা নাশিদ মহম্মদ-সহ দু'জনকে আটক করে তুলে দেওয়া হয় মধ্যমগ্রাম থানার হাতে । পরে আটক ওই দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ ।

নকল সামগ্রীর পর্দাফাঁস মধ্যমগ্রামে

জানা গিয়েছে, মধ্যমগ্রামের আব্দালপুরের পাঁচপুকুরিয়ার বাড়িতে নকল সামগ্রীর কারবার খুলে বসেছিলেন নাশিদ মহম্মদ । সেখানে বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করা হত বলে অভিযোগ । এরপর সেই নকল সামগ্রীর ওপর নামীদামি কোম্পানির লেবেল সাঁটিয়ে তা বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হত ভিনরাজ্যে । কমদামে প্রসাধনী সামগ্রী থেকে চা, ডিটারজেন্ট পাউডার, তেল-সহ বিভিন্ন জিনিস চলে যেত ভিনরাজ্যের খোলা বাজারে । তা কমদামে বিক্রি হওয়ায় নামীদামি কোম্পানির বিভিন্ন ধরনের বাজারজাত সামগ্রীর বিক্রি কার্যত দিনের পর দিন কমে যাচ্ছিল । লোকসানের মুখেও পড়তে হচ্ছিল তাদের ।

আরও পড়ুন : উদ্ধার অটোমোবাইলের নকল সামগ্রী, গ্রেফতার 1

ভিনরাজ্য থেকে এই ধরনের অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা । এদিন গোপন সূত্রে খবর পেয়ে মধ্যমগ্রামের আব্দালপুরের কারখানায় অভিযান চালানো হয় । তাতেই মেলে সাফল্য ।

মধ্যমগ্রাম, 23 জুন : নামীদামি কোম্পানির লেভেল সাঁটিয়ে দিব্যি চলছিল নকল সামগ্রীর কারবার । মধ্যমগ্রামের মতো জনবহুল এলাকায় বছরের পর বছর সেই কারবার চললেও ঘুণাক্ষরেও তা টের পাননি এলাকার লোকজন । শেষে অভিযান চালিয়ে সেই কারবারের পর্দা ফাঁস করল উত্তর 24 পরগনা জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ।

কারখানা থেকে মিলেছে প্রায় 60 লাখ টাকার নকল সামগ্রী । জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সূত্রে জানা গিয়েছে, সেগুলি মূলত বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর-পূর্ব ভারতের খোলা বাজারে কম দামে বিক্রি করা হত । ঘটনার মূল পাণ্ডা নাশিদ মহম্মদ-সহ দু'জনকে আটক করে তুলে দেওয়া হয় মধ্যমগ্রাম থানার হাতে । পরে আটক ওই দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ ।

নকল সামগ্রীর পর্দাফাঁস মধ্যমগ্রামে

জানা গিয়েছে, মধ্যমগ্রামের আব্দালপুরের পাঁচপুকুরিয়ার বাড়িতে নকল সামগ্রীর কারবার খুলে বসেছিলেন নাশিদ মহম্মদ । সেখানে বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করা হত বলে অভিযোগ । এরপর সেই নকল সামগ্রীর ওপর নামীদামি কোম্পানির লেবেল সাঁটিয়ে তা বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হত ভিনরাজ্যে । কমদামে প্রসাধনী সামগ্রী থেকে চা, ডিটারজেন্ট পাউডার, তেল-সহ বিভিন্ন জিনিস চলে যেত ভিনরাজ্যের খোলা বাজারে । তা কমদামে বিক্রি হওয়ায় নামীদামি কোম্পানির বিভিন্ন ধরনের বাজারজাত সামগ্রীর বিক্রি কার্যত দিনের পর দিন কমে যাচ্ছিল । লোকসানের মুখেও পড়তে হচ্ছিল তাদের ।

আরও পড়ুন : উদ্ধার অটোমোবাইলের নকল সামগ্রী, গ্রেফতার 1

ভিনরাজ্য থেকে এই ধরনের অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা । এদিন গোপন সূত্রে খবর পেয়ে মধ্যমগ্রামের আব্দালপুরের কারখানায় অভিযান চালানো হয় । তাতেই মেলে সাফল্য ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.