ETV Bharat / state

Fake Materials Seized : নকল সামগ্রীর পর্দাফাঁস মধ্যমগ্রামে, গ্রেফতার মূল পাণ্ডা-সহ 2

নামীদামি কোম্পানির লেবেল সাঁটিয়ে দিব্যি চলছিল নকল সামগ্রীর কারবার (Fake Materials)। মধ্যমগ্রামের কারখানায় অভিযান চালিয়ে নকল সেই কারবারের পর্দা ফাঁস করল জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ।

Fake Materials news
নকল সামগ্রীর পর্দাফাঁস মধ্যমগ্রামে
author img

By

Published : Jun 23, 2022, 11:07 AM IST

মধ্যমগ্রাম, 23 জুন : নামীদামি কোম্পানির লেভেল সাঁটিয়ে দিব্যি চলছিল নকল সামগ্রীর কারবার । মধ্যমগ্রামের মতো জনবহুল এলাকায় বছরের পর বছর সেই কারবার চললেও ঘুণাক্ষরেও তা টের পাননি এলাকার লোকজন । শেষে অভিযান চালিয়ে সেই কারবারের পর্দা ফাঁস করল উত্তর 24 পরগনা জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ।

কারখানা থেকে মিলেছে প্রায় 60 লাখ টাকার নকল সামগ্রী । জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সূত্রে জানা গিয়েছে, সেগুলি মূলত বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর-পূর্ব ভারতের খোলা বাজারে কম দামে বিক্রি করা হত । ঘটনার মূল পাণ্ডা নাশিদ মহম্মদ-সহ দু'জনকে আটক করে তুলে দেওয়া হয় মধ্যমগ্রাম থানার হাতে । পরে আটক ওই দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ ।

নকল সামগ্রীর পর্দাফাঁস মধ্যমগ্রামে

জানা গিয়েছে, মধ্যমগ্রামের আব্দালপুরের পাঁচপুকুরিয়ার বাড়িতে নকল সামগ্রীর কারবার খুলে বসেছিলেন নাশিদ মহম্মদ । সেখানে বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করা হত বলে অভিযোগ । এরপর সেই নকল সামগ্রীর ওপর নামীদামি কোম্পানির লেবেল সাঁটিয়ে তা বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হত ভিনরাজ্যে । কমদামে প্রসাধনী সামগ্রী থেকে চা, ডিটারজেন্ট পাউডার, তেল-সহ বিভিন্ন জিনিস চলে যেত ভিনরাজ্যের খোলা বাজারে । তা কমদামে বিক্রি হওয়ায় নামীদামি কোম্পানির বিভিন্ন ধরনের বাজারজাত সামগ্রীর বিক্রি কার্যত দিনের পর দিন কমে যাচ্ছিল । লোকসানের মুখেও পড়তে হচ্ছিল তাদের ।

আরও পড়ুন : উদ্ধার অটোমোবাইলের নকল সামগ্রী, গ্রেফতার 1

ভিনরাজ্য থেকে এই ধরনের অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা । এদিন গোপন সূত্রে খবর পেয়ে মধ্যমগ্রামের আব্দালপুরের কারখানায় অভিযান চালানো হয় । তাতেই মেলে সাফল্য ।

মধ্যমগ্রাম, 23 জুন : নামীদামি কোম্পানির লেভেল সাঁটিয়ে দিব্যি চলছিল নকল সামগ্রীর কারবার । মধ্যমগ্রামের মতো জনবহুল এলাকায় বছরের পর বছর সেই কারবার চললেও ঘুণাক্ষরেও তা টের পাননি এলাকার লোকজন । শেষে অভিযান চালিয়ে সেই কারবারের পর্দা ফাঁস করল উত্তর 24 পরগনা জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ।

কারখানা থেকে মিলেছে প্রায় 60 লাখ টাকার নকল সামগ্রী । জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সূত্রে জানা গিয়েছে, সেগুলি মূলত বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর-পূর্ব ভারতের খোলা বাজারে কম দামে বিক্রি করা হত । ঘটনার মূল পাণ্ডা নাশিদ মহম্মদ-সহ দু'জনকে আটক করে তুলে দেওয়া হয় মধ্যমগ্রাম থানার হাতে । পরে আটক ওই দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ ।

নকল সামগ্রীর পর্দাফাঁস মধ্যমগ্রামে

জানা গিয়েছে, মধ্যমগ্রামের আব্দালপুরের পাঁচপুকুরিয়ার বাড়িতে নকল সামগ্রীর কারবার খুলে বসেছিলেন নাশিদ মহম্মদ । সেখানে বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করা হত বলে অভিযোগ । এরপর সেই নকল সামগ্রীর ওপর নামীদামি কোম্পানির লেবেল সাঁটিয়ে তা বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হত ভিনরাজ্যে । কমদামে প্রসাধনী সামগ্রী থেকে চা, ডিটারজেন্ট পাউডার, তেল-সহ বিভিন্ন জিনিস চলে যেত ভিনরাজ্যের খোলা বাজারে । তা কমদামে বিক্রি হওয়ায় নামীদামি কোম্পানির বিভিন্ন ধরনের বাজারজাত সামগ্রীর বিক্রি কার্যত দিনের পর দিন কমে যাচ্ছিল । লোকসানের মুখেও পড়তে হচ্ছিল তাদের ।

আরও পড়ুন : উদ্ধার অটোমোবাইলের নকল সামগ্রী, গ্রেফতার 1

ভিনরাজ্য থেকে এই ধরনের অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা । এদিন গোপন সূত্রে খবর পেয়ে মধ্যমগ্রামের আব্দালপুরের কারখানায় অভিযান চালানো হয় । তাতেই মেলে সাফল্য ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.