ETV Bharat / state

BJP-র বনধে ব্যাপক প্রভাব ব্যারাকপুরে, দিনভর বিক্ষিপ্ত সংঘর্ষ - BJP aggitation

রবিবার পার্টি অফিস দখলকে কেন্দ্র করে তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে জগদ্দল । মাথা ফাটে ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিংয়ের । অভিযোগ, পুলিশের লাঠির ঘায়ে সাংসদের মাথা ফাটে । সেই ঘটনার প্রতিবাদে আজ ব্যারাকপুরে 12 ঘণ্টা বনধের ডাক দেয় BJP । বনধ সফল করতে সকাল থেকেই রাস্তায় নেমে পড়ে দলের কর্মী-সমর্থকরা ।

ব্যারাকপুর
author img

By

Published : Sep 2, 2019, 8:01 PM IST

বারাসত, 2 সেপ্টেম্বর : BJP-র ডাকা বনধে যথেষ্ট প্রভাব পড়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে । আজ সেখানে অধিকাংশ কারখানায় উৎপাদন বন্ধ ছিল । কাঁকিনাড়া রেলস্টেশনে দফায় দফায় চলে অবরোধ ৷ ব্যারাকপুরে দোকানপাট বন্ধ ছিল ৷

রবিবার পার্টি অফিস দখলকে কেন্দ্র করে তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে জগদ্দল । মাথা ফাটে ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিংয়ের । অভিযোগ, পুলিশের লাঠির ঘায়ে সাংসদের মাথা ফাটে । সেই ঘটনার প্রতিবাদে আজ ব্যারাকপুরে 12 ঘণ্টা বনধের ডাক দেয় BJP । বনধ সফল করতে সকাল থেকেই রাস্তায় নেমে পড়ে দলের কর্মী-সমর্থকরা । এদিকে, আজ সকাল থেকে উত্তর 24 পরগনা জেলাজুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে BJP ৷ তারা বারাসতের নীলগঞ্জ, দত্তপুকুরের জয়পুল ও আমডাঙার সন্তোষপুরে রাস্তা অবরোধ করেন । তার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । কোথাও তৃণমূল, আবার কোথাও পুলিশের সঙ্গে BJP কর্মী-সমর্থকদের খণ্ডযুদ্ধ বেধে যায় ।

আজ সকালে দত্তপুকুর থানার জয়পুল মোড়ে BJP কর্মী-সমর্থকরা যশোর রোড অবরোধ শুরু করে । অবরোধ চলার সময় দুই বাইক আরোহীকে BJP কর্মী-সমর্থকরা মারধর করে বলে অভিযোগ ৷ তারপরই এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । কয়েকজনের সঙ্গে BJP কর্মীদের হাতাহাতি শুরু হয় । খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ পৌঁছায় ৷ পুলিশ অবরোধ তুলতে গেলে BJP কর্মী-সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে কাচের বোতল ছোড়ে বলে অভিযোগ । এরপর লাঠিচার্জ শুরু করে পুলিশ । তখন অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষ বেধে যায় পুলিশের ৷ সংঘর্ষে রমেশ রায় নামে স্থানীয় এক বৃদ্ধের মাথা ফেটে যায় ৷

সকাল ন'টা নাগাদ বারাসত-ব্যারাকপুর রোডে নীলগঞ্জ মোড়ে BJP কর্মী-সমর্থকরা অবরোধ শুরু করে । রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তারা । সেই সময় একটি গাড়ি অবরোধ উপেক্ষা করে পাশের রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করলে চালককে BJP কর্মী-সমর্থকরা মারধর করে বলে অভিযোগ । স্থানীয়দের অভিযোগ, ঘটনার সময় পুলিশ নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে ছিল ৷

barrackpore
গাড়ি ভাঙচুরের অভিযোগ BJP কর্মীদের বিরুদ্ধে

আমডাঙার মরিচা পঞ্চায়েতের রাজবেরিয়ায় 34 নম্বর জাতীয় সড়কও অবরোধ করে BJP কর্মী-সমর্থকরা । প্রায় চার ঘণ্টা অবরোধ চলে ৷ পুলিশ বাহিনী নিয়ে উত্তর 24 পরগনার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর ঘটনাস্থানে যান ৷ সেখানে তিনি অবরোধকারীদের সঙ্গে কথা বলেন ৷ এরপর অবরোধ তুলে নেয় BJP কর্মী-সমর্থকরা৷

ভাটপাড়া-ঘোষপাড়া রোডে শ্যামনগর পোস্ট অফিস মোড়ে অবরোধ করে BJP কর্মী-সমর্থকরা । পুলিশ অবরোধ তুলতে গেলে দু'পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় ৷ লাঠিচার্জ করে অবরোধ হটিয়ে দিয়ে পুলিশ ৷ কয়েকজন অবরোধকারীকে আটক করা হয়েছে ।

আজ সকাল থেকে উত্তপ্ত ছিল ব্যারাকপুরের নোনা চন্দনপুকুর বাজার ৷ দফায় দফায় BJP কর্মী-সমর্থকদের সঙ্গে সেখানে তৃণমূলকর্মীদের সংঘর্ষ বাধে । খবর পেয়ে পুলিশ বাহিনী নিয়ে সেখানে যান টিটাগড় থানার IC শুভ্রজিৎ মজুমদার ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে । লাঠিচার্জের সময় হাতে গুরুতর আঘাত পান শুভ্রজিৎবাবু । অন্যদিকে, আমডাঙার সন্তোষপুরে BJP কর্মীদের অবরোধে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । পুলিশের সামনেই BJP-র ব্যারাকপুর সাংগঠনিক জেলা সহ-সভাপতি জয়দেব মান্নাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ তুলেছে BJP নেতৃত্ব ।

barrackpore
BJP-তৃণমূল সংঘর্ষে গাড়ি ভাঙচুর

রাজনৈতিক সংঘর্ষের খবর করতে গেলে রবিবার ও সোমবার ব্যারাকপুরে কয়েকজন সাংবাদিককে নিগ্রহ করা হয় ৷ অভিযোগ পুলিশের কর্তারা কর্মরত সাংবাদিকদের মারধর করে ৷ এনিয়ে অভিযোগ জানাতে গেলে উলটে সাংবাদিকদের পুলিশ হুঁশিয়ারি দেয় ৷ এর প্রতিবাদে আজ দুপুরে ব্যারাকপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে এলাকার চিড়িয়া মোড়ে কাগজ-কলম, মাইক্রোফোন ও ক্যামেরা রাস্তায় রেখে প্রতিবাদ জানান সাংবাদিকরা ৷

বারাসত, 2 সেপ্টেম্বর : BJP-র ডাকা বনধে যথেষ্ট প্রভাব পড়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে । আজ সেখানে অধিকাংশ কারখানায় উৎপাদন বন্ধ ছিল । কাঁকিনাড়া রেলস্টেশনে দফায় দফায় চলে অবরোধ ৷ ব্যারাকপুরে দোকানপাট বন্ধ ছিল ৷

রবিবার পার্টি অফিস দখলকে কেন্দ্র করে তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে জগদ্দল । মাথা ফাটে ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিংয়ের । অভিযোগ, পুলিশের লাঠির ঘায়ে সাংসদের মাথা ফাটে । সেই ঘটনার প্রতিবাদে আজ ব্যারাকপুরে 12 ঘণ্টা বনধের ডাক দেয় BJP । বনধ সফল করতে সকাল থেকেই রাস্তায় নেমে পড়ে দলের কর্মী-সমর্থকরা । এদিকে, আজ সকাল থেকে উত্তর 24 পরগনা জেলাজুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে BJP ৷ তারা বারাসতের নীলগঞ্জ, দত্তপুকুরের জয়পুল ও আমডাঙার সন্তোষপুরে রাস্তা অবরোধ করেন । তার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । কোথাও তৃণমূল, আবার কোথাও পুলিশের সঙ্গে BJP কর্মী-সমর্থকদের খণ্ডযুদ্ধ বেধে যায় ।

আজ সকালে দত্তপুকুর থানার জয়পুল মোড়ে BJP কর্মী-সমর্থকরা যশোর রোড অবরোধ শুরু করে । অবরোধ চলার সময় দুই বাইক আরোহীকে BJP কর্মী-সমর্থকরা মারধর করে বলে অভিযোগ ৷ তারপরই এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । কয়েকজনের সঙ্গে BJP কর্মীদের হাতাহাতি শুরু হয় । খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ পৌঁছায় ৷ পুলিশ অবরোধ তুলতে গেলে BJP কর্মী-সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে কাচের বোতল ছোড়ে বলে অভিযোগ । এরপর লাঠিচার্জ শুরু করে পুলিশ । তখন অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষ বেধে যায় পুলিশের ৷ সংঘর্ষে রমেশ রায় নামে স্থানীয় এক বৃদ্ধের মাথা ফেটে যায় ৷

সকাল ন'টা নাগাদ বারাসত-ব্যারাকপুর রোডে নীলগঞ্জ মোড়ে BJP কর্মী-সমর্থকরা অবরোধ শুরু করে । রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তারা । সেই সময় একটি গাড়ি অবরোধ উপেক্ষা করে পাশের রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করলে চালককে BJP কর্মী-সমর্থকরা মারধর করে বলে অভিযোগ । স্থানীয়দের অভিযোগ, ঘটনার সময় পুলিশ নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে ছিল ৷

barrackpore
গাড়ি ভাঙচুরের অভিযোগ BJP কর্মীদের বিরুদ্ধে

আমডাঙার মরিচা পঞ্চায়েতের রাজবেরিয়ায় 34 নম্বর জাতীয় সড়কও অবরোধ করে BJP কর্মী-সমর্থকরা । প্রায় চার ঘণ্টা অবরোধ চলে ৷ পুলিশ বাহিনী নিয়ে উত্তর 24 পরগনার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর ঘটনাস্থানে যান ৷ সেখানে তিনি অবরোধকারীদের সঙ্গে কথা বলেন ৷ এরপর অবরোধ তুলে নেয় BJP কর্মী-সমর্থকরা৷

ভাটপাড়া-ঘোষপাড়া রোডে শ্যামনগর পোস্ট অফিস মোড়ে অবরোধ করে BJP কর্মী-সমর্থকরা । পুলিশ অবরোধ তুলতে গেলে দু'পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় ৷ লাঠিচার্জ করে অবরোধ হটিয়ে দিয়ে পুলিশ ৷ কয়েকজন অবরোধকারীকে আটক করা হয়েছে ।

আজ সকাল থেকে উত্তপ্ত ছিল ব্যারাকপুরের নোনা চন্দনপুকুর বাজার ৷ দফায় দফায় BJP কর্মী-সমর্থকদের সঙ্গে সেখানে তৃণমূলকর্মীদের সংঘর্ষ বাধে । খবর পেয়ে পুলিশ বাহিনী নিয়ে সেখানে যান টিটাগড় থানার IC শুভ্রজিৎ মজুমদার ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে । লাঠিচার্জের সময় হাতে গুরুতর আঘাত পান শুভ্রজিৎবাবু । অন্যদিকে, আমডাঙার সন্তোষপুরে BJP কর্মীদের অবরোধে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । পুলিশের সামনেই BJP-র ব্যারাকপুর সাংগঠনিক জেলা সহ-সভাপতি জয়দেব মান্নাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ তুলেছে BJP নেতৃত্ব ।

barrackpore
BJP-তৃণমূল সংঘর্ষে গাড়ি ভাঙচুর

রাজনৈতিক সংঘর্ষের খবর করতে গেলে রবিবার ও সোমবার ব্যারাকপুরে কয়েকজন সাংবাদিককে নিগ্রহ করা হয় ৷ অভিযোগ পুলিশের কর্তারা কর্মরত সাংবাদিকদের মারধর করে ৷ এনিয়ে অভিযোগ জানাতে গেলে উলটে সাংবাদিকদের পুলিশ হুঁশিয়ারি দেয় ৷ এর প্রতিবাদে আজ দুপুরে ব্যারাকপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে এলাকার চিড়িয়া মোড়ে কাগজ-কলম, মাইক্রোফোন ও ক্যামেরা রাস্তায় রেখে প্রতিবাদ জানান সাংবাদিকরা ৷

Intro:অর্জুন আক্রান্ত হওয়ার প্রতিবাদে উত্তাল উত্তর ২৪ পরগনা

বারাসতঃ সাংসদ অর্জুন সিং আক্রান্ত হওয়ার প্রতিবাদে সোমবার সকাল থেকে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায়। ব্যারাকপুরের সীমা ছাড়িয়ে বিজেপি সমর্থকরা বারাসতের নীলগঞ্জ, দত্তপুকুরের জয়পুল ও অামডাঙার সন্তোষপুরে অবরোধ করেন। সেই অবরোধ ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। কোথাও তৃণমূল, কোথাও পুলিশের সঙ্গে বিজেপি সমর্থকদের খণ্ডযুদ্ধ বেধে যায়।

পার্টি অফিস দখলকে কেন্দ্র করে রবিবার গোলমাল ছড়ায় জগদ্দলে। মাথা ফাটে সাংসদ অর্জুন সিংয়ের। সেই ঘটনার প্রতিবাদে আজ ব্যারাকপুরে ১২ ঘণ্টা বনধ পালিত হয়। শিল্পাঞ্চলের সীমা ছাড়িয়ে বিজেপির বিক্ষোভ ছড়িয়ে পড়ে বারাসত, আমডাঙা, রাজবেড়িয়া ও দত্তপুকুরে। সোমবার সকালে দত্তপুকুর থানার জয়পুল মোড়ে যশোর রোডের উপর বিজেপি সমর্থকরা অবরোধ শুরু করেন। অভিযোগ, অবরোধ চলাকালে দুই বাইক আরোহীকে অবরোধকারীরা মারধর করে। তারপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পথচারীদের সঙ্গে বিজেপি কর্মীদের গোলমাল শুরু হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অবরোধকারীরা পুলিশকর্মীদের লক্ষ্য করে কোল্ড ড্রিংকলের বোতল ছুঁড়তে থাকেন। তখন পুলিশও লাঠিচার্জ শুরু করে। বেধড়ক লাঠি চালিয়ে পুলিশ অবরোধ তুলে দেয়। সংঘর্ষে রমেশ রায় নামে এক বৃদ্ধের মাথা ফেটে গিয়েছে।

অন্য দিকে এদিন সকাল ন'টা নাগাদ বারাসত-ব্যারাকপুর রোডের নীলগঞ্জ মোড়ে বিজেপি অবরোধ শুরু করে। অবরোধকারীরা রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে দেন। রাস্তার দু'দিকে আটকে পড়ে বহু যানবাহন। ওই সময় একটি গাড়ি পাশের রাস্তা দিয়ে অন্য পথে চলে যাওযার চেষ্টা করে। তখন অবরোধকারীরা ওই গাড়ির চালককে মারধর করেন বলে অভিযোগ। সেখানে পুলিশ দাঁড়িয়ে থাকলেও অবরোধকারীদের কোনও বাধা দেয়নি।

অর্জুন সিংয়ের উপর হামলার প্রতিবাদে আজ আমডাঙার মরিচা পঞ্চায়েতের রাজবেরিয়া মোড়ে অবরোধ করে। 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। প্রায় চার ঘণ্টা অবরোধ চলার পর বিশাল অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর ঘটনাস্থলে গিয়ে অান্দোলনকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দেন।

অন্যদিকে ভাটপাড়া ঘোষপাড়া রোডের উপর শ্যামনগর পোস্টঅফিস মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন বিজেপি সমর্থকরা। পুলিশ অবরোধ তুলতে গেলে দু'পক্ষের মধ্যে ধস্তাধস্তি বেধে যায়। পুলিশ বেশ কয়েকজন অবরোধকারীকে আটক করে।

ব্যারাকপুর-বারাসাত রোডের উপর ব্যারাকপুর নোনা চন্দনপুকুর বাজারে বিজেপি সমর্থকদের সঙ্গে তৃণমূল কর্মীদের সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশের লাঠিচার্জ শুরু করে। লাঠিচার্জের সময় হাত ফেটে টিটাগড় থানার আইসি শুভ্রজিৎ মজুমদারের।

আমডাঙার সন্তোষপুরে বিজেপির অবরোধে হামলা চালানোর অভিযোগ উঠল তৃনমূলের বিরুদ্ধে। পুলিশের সামনেই ব‍্যারাকপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি জয়দেব মান্নাকে বেধড়ক মারধর করা হয়। পরে অবশ্য হামলাকারীদের পুলিশ হটিয়ে দেয়।

বিজোপির ডাকা বনধে ব্যাপক প্রভাব পড়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে। অধিকাংশ কারখানার উৎপাদন বন্ধ ছিল। কাঁকিনাড়া রেলস্টেশনে দফায় দফায় অবরোধ চলে।Body:অর্জুন আক্রান্ত হওয়ার প্রতিবাদে উত্তাল উত্তর ২৪ পরগনা

বারাসতঃ সাংসদ অর্জুন সিং আক্রান্ত হওয়ার প্রতিবাদে সোমবার সকাল থেকে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায়। ব্যারাকপুরের সীমা ছাড়িয়ে বিজেপি সমর্থকরা বারাসতের নীলগঞ্জ, দত্তপুকুরের জয়পুল ও অামডাঙার সন্তোষপুরে অবরোধ করেন। সেই অবরোধ ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। কোথাও তৃণমূল, কোথাও পুলিশের সঙ্গে বিজেপি সমর্থকদের খণ্ডযুদ্ধ বেধে যায়।

পার্টি অফিস দখলকে কেন্দ্র করে রবিবার গোলমাল ছড়ায় জগদ্দলে। মাথা ফাটে সাংসদ অর্জুন সিংয়ের। সেই ঘটনার প্রতিবাদে আজ ব্যারাকপুরে ১২ ঘণ্টা বনধ পালিত হয়। শিল্পাঞ্চলের সীমা ছাড়িয়ে বিজেপির বিক্ষোভ ছড়িয়ে পড়ে বারাসত, আমডাঙা, রাজবেড়িয়া ও দত্তপুকুরে। সোমবার সকালে দত্তপুকুর থানার জয়পুল মোড়ে যশোর রোডের উপর বিজেপি সমর্থকরা অবরোধ শুরু করেন। অভিযোগ, অবরোধ চলাকালে দুই বাইক আরোহীকে অবরোধকারীরা মারধর করে। তারপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পথচারীদের সঙ্গে বিজেপি কর্মীদের গোলমাল শুরু হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অবরোধকারীরা পুলিশকর্মীদের লক্ষ্য করে কোল্ড ড্রিংকলের বোতল ছুঁড়তে থাকেন। তখন পুলিশও লাঠিচার্জ শুরু করে। বেধড়ক লাঠি চালিয়ে পুলিশ অবরোধ তুলে দেয়। সংঘর্ষে রমেশ রায় নামে এক বৃদ্ধের মাথা ফেটে গিয়েছে।

অন্য দিকে এদিন সকাল ন'টা নাগাদ বারাসত-ব্যারাকপুর রোডের নীলগঞ্জ মোড়ে বিজেপি অবরোধ শুরু করে। অবরোধকারীরা রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে দেন। রাস্তার দু'দিকে আটকে পড়ে বহু যানবাহন। ওই সময় একটি গাড়ি পাশের রাস্তা দিয়ে অন্য পথে চলে যাওযার চেষ্টা করে। তখন অবরোধকারীরা ওই গাড়ির চালককে মারধর করেন বলে অভিযোগ। সেখানে পুলিশ দাঁড়িয়ে থাকলেও অবরোধকারীদের কোনও বাধা দেয়নি।

অর্জুন সিংয়ের উপর হামলার প্রতিবাদে আজ আমডাঙার মরিচা পঞ্চায়েতের রাজবেরিয়া মোড়ে অবরোধ করে। 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। প্রায় চার ঘণ্টা অবরোধ চলার পর বিশাল অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর ঘটনাস্থলে গিয়ে অান্দোলনকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দেন।

অন্যদিকে ভাটপাড়া ঘোষপাড়া রোডের উপর শ্যামনগর পোস্টঅফিস মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন বিজেপি সমর্থকরা। পুলিশ অবরোধ তুলতে গেলে দু'পক্ষের মধ্যে ধস্তাধস্তি বেধে যায়। পুলিশ বেশ কয়েকজন অবরোধকারীকে আটক করে।

ব্যারাকপুর-বারাসাত রোডের উপর ব্যারাকপুর নোনা চন্দনপুকুর বাজারে বিজেপি সমর্থকদের সঙ্গে তৃণমূল কর্মীদের সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশের লাঠিচার্জ শুরু করে। লাঠিচার্জের সময় হাত ফেটে টিটাগড় থানার আইসি শুভ্রজিৎ মজুমদারের।

আমডাঙার সন্তোষপুরে বিজেপির অবরোধে হামলা চালানোর অভিযোগ উঠল তৃনমূলের বিরুদ্ধে। পুলিশের সামনেই ব‍্যারাকপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি জয়দেব মান্নাকে বেধড়ক মারধর করা হয়। পরে অবশ্য হামলাকারীদের পুলিশ হটিয়ে দেয়।

বিজোপির ডাকা বনধে ব্যাপক প্রভাব পড়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে। অধিকাংশ কারখানার উয়পাদন বন্ধ ছিল। কাঁকিনাড়া রেলস্টেশনে দফায় দফায় অবরোধ চলে।Conclusion:অর্জুন আক্রান্ত হওয়ার প্রতিবাদে উত্তাল উত্তর ২৪ পরগনা

বারাসতঃ সাংসদ অর্জুন সিং আক্রান্ত হওয়ার প্রতিবাদে সোমবার সকাল থেকে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায়। ব্যারাকপুরের সীমা ছাড়িয়ে বিজেপি সমর্থকরা বারাসতের নীলগঞ্জ, দত্তপুকুরের জয়পুল ও অামডাঙার সন্তোষপুরে অবরোধ করেন। সেই অবরোধ ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। কোথাও তৃণমূল, কোথাও পুলিশের সঙ্গে বিজেপি সমর্থকদের খণ্ডযুদ্ধ বেধে যায়।

পার্টি অফিস দখলকে কেন্দ্র করে রবিবার গোলমাল ছড়ায় জগদ্দলে। মাথা ফাটে সাংসদ অর্জুন সিংয়ের। সেই ঘটনার প্রতিবাদে আজ ব্যারাকপুরে ১২ ঘণ্টা বনধ পালিত হয়। শিল্পাঞ্চলের সীমা ছাড়িয়ে বিজেপির বিক্ষোভ ছড়িয়ে পড়ে বারাসত, আমডাঙা, রাজবেড়িয়া ও দত্তপুকুরে। সোমবার সকালে দত্তপুকুর থানার জয়পুল মোড়ে যশোর রোডের উপর বিজেপি সমর্থকরা অবরোধ শুরু করেন। অভিযোগ, অবরোধ চলাকালে দুই বাইক আরোহীকে অবরোধকারীরা মারধর করে। তারপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পথচারীদের সঙ্গে বিজেপি কর্মীদের গোলমাল শুরু হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অবরোধকারীরা পুলিশকর্মীদের লক্ষ্য করে কোল্ড ড্রিংকলের বোতল ছুঁড়তে থাকেন। তখন পুলিশও লাঠিচার্জ শুরু করে। বেধড়ক লাঠি চালিয়ে পুলিশ অবরোধ তুলে দেয়। সংঘর্ষে রমেশ রায় নামে এক বৃদ্ধের মাথা ফেটে গিয়েছে।

অন্য দিকে এদিন সকাল ন'টা নাগাদ বারাসত-ব্যারাকপুর রোডের নীলগঞ্জ মোড়ে বিজেপি অবরোধ শুরু করে। অবরোধকারীরা রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে দেন। রাস্তার দু'দিকে আটকে পড়ে বহু যানবাহন। ওই সময় একটি গাড়ি পাশের রাস্তা দিয়ে অন্য পথে চলে যাওযার চেষ্টা করে। তখন অবরোধকারীরা ওই গাড়ির চালককে মারধর করেন বলে অভিযোগ। সেখানে পুলিশ দাঁড়িয়ে থাকলেও অবরোধকারীদের কোনও বাধা দেয়নি।

অর্জুন সিংয়ের উপর হামলার প্রতিবাদে আজ আমডাঙার মরিচা পঞ্চায়েতের রাজবেরিয়া মোড়ে অবরোধ করে। 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। প্রায় চার ঘণ্টা অবরোধ চলার পর বিশাল অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর ঘটনাস্থলে গিয়ে অান্দোলনকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দেন।

অন্যদিকে ভাটপাড়া ঘোষপাড়া রোডের উপর শ্যামনগর পোস্টঅফিস মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন বিজেপি সমর্থকরা। পুলিশ অবরোধ তুলতে গেলে দু'পক্ষের মধ্যে ধস্তাধস্তি বেধে যায়। পুলিশ বেশ কয়েকজন অবরোধকারীকে আটক করে।

ব্যারাকপুর-বারাসাত রোডের উপর ব্যারাকপুর নোনা চন্দনপুকুর বাজারে বিজেপি সমর্থকদের সঙ্গে তৃণমূল কর্মীদের সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশের লাঠিচার্জ শুরু করে। লাঠিচার্জের সময় হাত ফেটে টিটাগড় থানার আইসি শুভ্রজিৎ মজুমদারের।

আমডাঙার সন্তোষপুরে বিজেপির অবরোধে হামলা চালানোর অভিযোগ উঠল তৃনমূলের বিরুদ্ধে। পুলিশের সামনেই ব‍্যারাকপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি জয়দেব মান্নাকে বেধড়ক মারধর করা হয়। পরে অবশ্য হামলাকারীদের পুলিশ হটিয়ে দেয়।

বিজোপির ডাকা বনধে ব্যাপক প্রভাব পড়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে। অধিকাংশ কারখানার উয়পাদন বন্ধ ছিল। কাঁকিনাড়া রেলস্টেশনে দফায় দফায় অবরোধ চলে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.