বারাসত, 2 সেপ্টেম্বর : BJP-র ডাকা বনধে যথেষ্ট প্রভাব পড়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে । আজ সেখানে অধিকাংশ কারখানায় উৎপাদন বন্ধ ছিল । কাঁকিনাড়া রেলস্টেশনে দফায় দফায় চলে অবরোধ ৷ ব্যারাকপুরে দোকানপাট বন্ধ ছিল ৷
রবিবার পার্টি অফিস দখলকে কেন্দ্র করে তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে জগদ্দল । মাথা ফাটে ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিংয়ের । অভিযোগ, পুলিশের লাঠির ঘায়ে সাংসদের মাথা ফাটে । সেই ঘটনার প্রতিবাদে আজ ব্যারাকপুরে 12 ঘণ্টা বনধের ডাক দেয় BJP । বনধ সফল করতে সকাল থেকেই রাস্তায় নেমে পড়ে দলের কর্মী-সমর্থকরা । এদিকে, আজ সকাল থেকে উত্তর 24 পরগনা জেলাজুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে BJP ৷ তারা বারাসতের নীলগঞ্জ, দত্তপুকুরের জয়পুল ও আমডাঙার সন্তোষপুরে রাস্তা অবরোধ করেন । তার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । কোথাও তৃণমূল, আবার কোথাও পুলিশের সঙ্গে BJP কর্মী-সমর্থকদের খণ্ডযুদ্ধ বেধে যায় ।
আজ সকালে দত্তপুকুর থানার জয়পুল মোড়ে BJP কর্মী-সমর্থকরা যশোর রোড অবরোধ শুরু করে । অবরোধ চলার সময় দুই বাইক আরোহীকে BJP কর্মী-সমর্থকরা মারধর করে বলে অভিযোগ ৷ তারপরই এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । কয়েকজনের সঙ্গে BJP কর্মীদের হাতাহাতি শুরু হয় । খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ পৌঁছায় ৷ পুলিশ অবরোধ তুলতে গেলে BJP কর্মী-সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে কাচের বোতল ছোড়ে বলে অভিযোগ । এরপর লাঠিচার্জ শুরু করে পুলিশ । তখন অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষ বেধে যায় পুলিশের ৷ সংঘর্ষে রমেশ রায় নামে স্থানীয় এক বৃদ্ধের মাথা ফেটে যায় ৷
সকাল ন'টা নাগাদ বারাসত-ব্যারাকপুর রোডে নীলগঞ্জ মোড়ে BJP কর্মী-সমর্থকরা অবরোধ শুরু করে । রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তারা । সেই সময় একটি গাড়ি অবরোধ উপেক্ষা করে পাশের রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করলে চালককে BJP কর্মী-সমর্থকরা মারধর করে বলে অভিযোগ । স্থানীয়দের অভিযোগ, ঘটনার সময় পুলিশ নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে ছিল ৷
আমডাঙার মরিচা পঞ্চায়েতের রাজবেরিয়ায় 34 নম্বর জাতীয় সড়কও অবরোধ করে BJP কর্মী-সমর্থকরা । প্রায় চার ঘণ্টা অবরোধ চলে ৷ পুলিশ বাহিনী নিয়ে উত্তর 24 পরগনার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর ঘটনাস্থানে যান ৷ সেখানে তিনি অবরোধকারীদের সঙ্গে কথা বলেন ৷ এরপর অবরোধ তুলে নেয় BJP কর্মী-সমর্থকরা৷
ভাটপাড়া-ঘোষপাড়া রোডে শ্যামনগর পোস্ট অফিস মোড়ে অবরোধ করে BJP কর্মী-সমর্থকরা । পুলিশ অবরোধ তুলতে গেলে দু'পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় ৷ লাঠিচার্জ করে অবরোধ হটিয়ে দিয়ে পুলিশ ৷ কয়েকজন অবরোধকারীকে আটক করা হয়েছে ।
আজ সকাল থেকে উত্তপ্ত ছিল ব্যারাকপুরের নোনা চন্দনপুকুর বাজার ৷ দফায় দফায় BJP কর্মী-সমর্থকদের সঙ্গে সেখানে তৃণমূলকর্মীদের সংঘর্ষ বাধে । খবর পেয়ে পুলিশ বাহিনী নিয়ে সেখানে যান টিটাগড় থানার IC শুভ্রজিৎ মজুমদার ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে । লাঠিচার্জের সময় হাতে গুরুতর আঘাত পান শুভ্রজিৎবাবু । অন্যদিকে, আমডাঙার সন্তোষপুরে BJP কর্মীদের অবরোধে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । পুলিশের সামনেই BJP-র ব্যারাকপুর সাংগঠনিক জেলা সহ-সভাপতি জয়দেব মান্নাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ তুলেছে BJP নেতৃত্ব ।
রাজনৈতিক সংঘর্ষের খবর করতে গেলে রবিবার ও সোমবার ব্যারাকপুরে কয়েকজন সাংবাদিককে নিগ্রহ করা হয় ৷ অভিযোগ পুলিশের কর্তারা কর্মরত সাংবাদিকদের মারধর করে ৷ এনিয়ে অভিযোগ জানাতে গেলে উলটে সাংবাদিকদের পুলিশ হুঁশিয়ারি দেয় ৷ এর প্রতিবাদে আজ দুপুরে ব্যারাকপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে এলাকার চিড়িয়া মোড়ে কাগজ-কলম, মাইক্রোফোন ও ক্যামেরা রাস্তায় রেখে প্রতিবাদ জানান সাংবাদিকরা ৷