ETV Bharat / state

78 দিন পর খুলল পেট্রাপোল, শুরু সীমান্ত বাণিজ্য - পেট্রাপোল দিয়ে চালু সীমান্ত বাণিজ্য

ফের ব্যস্ততা পেট্রাপোল স্থলবন্দরে ৷ ধরা পড়ল চেনা ছবি ৷ রবিবার থেকে সেখান দিয়ে শুরু হল সীমান্ত বাণিজ্য ৷

exports resumed
পেট্রাপোল দিয়ে শুরু বাণিজ্য
author img

By

Published : Jun 8, 2020, 1:15 AM IST

বনগাঁ, 8 জুন : শনিবারই সবুজ সংকেত দিয়েছিল রাজ্য সরকার ৷ আর তারপরই 78 দিন পর পেট্রাপোল স্থলবন্দর দিয়ে শুরু হল সীমান্ত বাণিজ্য ৷ আগের মতোই ব্যস্ততা চোখে পড়ল সেখানে ।

বন্দর সূত্রে জানা গেছে, রবিবার 24টি ট্রাক পেট্রাপোল স্থলবন্দর থেকে বাংলাদেশের বেনাপোলে যায় । প্রায় 78 দিন পর রপ্তানি বানিজ্য শুরু হওয়ায় বিভিন্ন মহলে স্বস্তি ফিরেছে ।

সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে দ্রুত বাণিজ্য শুরুর জন্য শনিবারই পেট্রাপোল স্থলবন্দরের ম্যানেজারকে চিঠি পাঠিয়েছিলেন উত্তর 24 পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তী । ওই চিঠির সঙ্গে 4 জুনের বৈঠকে নেওয়া সিদ্ধান্তের কপিও জুড়ে দেওয়া হয় । চিঠিতে জেলাশাসক জানিয়েছিলেন, পণ্যবাহী ট্রাকগুলিকে 14 জুনের মধ্যে ছেড়ে দিতে হবে । তিন মাস ধরে ট্রাক নিয়ে দাঁড়িয়ে থাকা ভিনরাজ্যের চালকরা সরাসরি বেনাপোলে গিয়ে পণ্য খালাস করতে পারবেন । তবে পণ্য খালাসের পর ট্রাক নিয়ে এই রাজ্য থেকে চলে যেতে হবে । তাঁরা রাজ্যের অন্য কোথাও যেতে পারবেন না ।

এদিকে ইন্টিগ্রেটেড চেক পোস্টের মধ্যে স্থানীয় চালকদের একটি দলকে রাখতে হবে । ওই চালকরাই পণ্যবাহী ট্রাকগুলিকে জ়িরো পয়েন্ট থেকে বেনাপোল পর্যন্ত নিয়ে যাবেন । ফিরিয়েও আনবেন । ওই চালকদের PPE কিট দিতে হবে এক্সপোর্টারদের । এই চালকরা যাতে অন্য কারও সংস্পর্শে না আসতে পারেন সেটা নিশ্চিত করতে হবে । একইভাবে আরও একদল স্থানীয় চালককে তৈরি রাখতে হবে । বাংলাদেশ থেকে ফিরে আসা প্রতিটি পণ্যবাহী ট্রাককেই জীবাণুমুক্ত করতে হবে ।

বনগাঁ, 8 জুন : শনিবারই সবুজ সংকেত দিয়েছিল রাজ্য সরকার ৷ আর তারপরই 78 দিন পর পেট্রাপোল স্থলবন্দর দিয়ে শুরু হল সীমান্ত বাণিজ্য ৷ আগের মতোই ব্যস্ততা চোখে পড়ল সেখানে ।

বন্দর সূত্রে জানা গেছে, রবিবার 24টি ট্রাক পেট্রাপোল স্থলবন্দর থেকে বাংলাদেশের বেনাপোলে যায় । প্রায় 78 দিন পর রপ্তানি বানিজ্য শুরু হওয়ায় বিভিন্ন মহলে স্বস্তি ফিরেছে ।

সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে দ্রুত বাণিজ্য শুরুর জন্য শনিবারই পেট্রাপোল স্থলবন্দরের ম্যানেজারকে চিঠি পাঠিয়েছিলেন উত্তর 24 পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তী । ওই চিঠির সঙ্গে 4 জুনের বৈঠকে নেওয়া সিদ্ধান্তের কপিও জুড়ে দেওয়া হয় । চিঠিতে জেলাশাসক জানিয়েছিলেন, পণ্যবাহী ট্রাকগুলিকে 14 জুনের মধ্যে ছেড়ে দিতে হবে । তিন মাস ধরে ট্রাক নিয়ে দাঁড়িয়ে থাকা ভিনরাজ্যের চালকরা সরাসরি বেনাপোলে গিয়ে পণ্য খালাস করতে পারবেন । তবে পণ্য খালাসের পর ট্রাক নিয়ে এই রাজ্য থেকে চলে যেতে হবে । তাঁরা রাজ্যের অন্য কোথাও যেতে পারবেন না ।

এদিকে ইন্টিগ্রেটেড চেক পোস্টের মধ্যে স্থানীয় চালকদের একটি দলকে রাখতে হবে । ওই চালকরাই পণ্যবাহী ট্রাকগুলিকে জ়িরো পয়েন্ট থেকে বেনাপোল পর্যন্ত নিয়ে যাবেন । ফিরিয়েও আনবেন । ওই চালকদের PPE কিট দিতে হবে এক্সপোর্টারদের । এই চালকরা যাতে অন্য কারও সংস্পর্শে না আসতে পারেন সেটা নিশ্চিত করতে হবে । একইভাবে আরও একদল স্থানীয় চালককে তৈরি রাখতে হবে । বাংলাদেশ থেকে ফিরে আসা প্রতিটি পণ্যবাহী ট্রাককেই জীবাণুমুক্ত করতে হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.