নৈহাটি, 3 জানুয়ারি : নৈহাটিতে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল চার জনের । প্রত্যেকেই এই কারখানার শ্রমিক । নাম কল্পনা হালদার (44), বিন্ডা সাঁপুই (42), মনসুল পেয়াদা (17), রাম বেসরা (44) । বিস্ফোরণে কমপক্ষে জখম 10 জন । মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা ।
আজ বেলা 12টা নাগাদ বিস্ফোরণ হয় নৈহাটির দেবক গ্রামে । তীব্রতা এতটাই বেশি ছিল যে গঙ্গার ওপারে হুগলিতেও তা অনুভূত হয় । উড়ে যায় কারখানাটির ছাদ । গুরুতর জখম অবস্থায় বেশ কয়েকজনকে ব্যরাকপুর, নৈহাটি ও কল্যাণী JNM হাসপাতালে ভরতি করা হয় । তাদের মধ্যে চার জনের মৃত্যু হয়েছে ।
এলাকাবাসীর কথায়, বহুদিন ধরেই এই কারখানার নামে সকলে অভিযোগ জানিয়েছে । তবে, তাতে কোনও লাভ হয়নি । প্রশাসনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে এই অবৈধ কারখানা বহুদিন ধরে চলছে । এমনকি, একবছর আগেও এই কারখানায় বিস্ফোরণ হয় । মৃত্যু হয় ছ'জনের ।
এদিকে, আরেক এলাকাবাসীর কথায়, বাজি তৈরির পাশাপাশি এই কারখানায় বোমাও তৈরি হত । তাঁর অভিযোগ, পুলিশের পরোক্ষ মদতেই এই বেআইনি কারবার চালাচ্ছিল ওই কারখানার মালিক । ঘটনার তাঁর অবশ্য কোনও হদিশ পাওয়া যায়নি ।
এবিষয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন, ওই কারখানা বেআইনিভাবে এসব করত । আমার মনে হয় ওখানে বাজি তৈরির পাশাপাশি বোমাও তৈরি হত । ঘটনাটি আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে জানিয়েছি । NIA তদন্তের দাবি জানাচ্ছি ।