ETV Bharat / state

নৈহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত 4 - মৃত্যু হল চার জনের

আজ বেলা 12টা নাগাদ নৈহাটির দেবক গ্রামে একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয় । ঝলসে মৃত্যু হয় চার জনের । তাদের মধ্যে একজন নাবালক ।

নৈহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণ
নৈহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণ
author img

By

Published : Jan 3, 2020, 4:15 PM IST

Updated : Jan 4, 2020, 4:37 PM IST

নৈহাটি, 3 জানুয়ারি : নৈহাটিতে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল চার জনের । প্রত্যেকেই এই কারখানার শ্রমিক । নাম কল্পনা হালদার (44), বিন্ডা সাঁপুই (42), মনসুল পেয়াদা (17), রাম বেসরা (44) । বিস্ফোরণে কমপক্ষে জখম 10 জন । মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা ।

আজ বেলা 12টা নাগাদ বিস্ফোরণ হয় নৈহাটির দেবক গ্রামে । তীব্রতা এতটাই বেশি ছিল যে গঙ্গার ওপারে হুগলিতেও তা অনুভূত হয় । উড়ে যায় কারখানাটির ছাদ । গুরুতর জখম অবস্থায় বেশ কয়েকজনকে ব্যরাকপুর, নৈহাটি ও কল্যাণী JNM হাসপাতালে ভরতি করা হয় । তাদের মধ্যে চার জনের মৃত্যু হয়েছে ।

এলাকাবাসীর কথায়, বহুদিন ধরেই এই কারখানার নামে সকলে অভিযোগ জানিয়েছে । তবে, তাতে কোনও লাভ হয়নি । প্রশাসনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে এই অবৈধ কারখানা বহুদিন ধরে চলছে । এমনকি, একবছর আগেও এই কারখানায় বিস্ফোরণ হয় । মৃত্যু হয় ছ'জনের ।

এদিকে, আরেক এলাকাবাসীর কথায়, বাজি তৈরির পাশাপাশি এই কারখানায় বোমাও তৈরি হত । তাঁর অভিযোগ, পুলিশের পরোক্ষ মদতেই এই বেআইনি কারবার চালাচ্ছিল ওই কারখানার মালিক । ঘটনার তাঁর অবশ্য কোনও হদিশ পাওয়া যায়নি ।

এবিষয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন, ওই কারখানা বেআইনিভাবে এসব করত । আমার মনে হয় ওখানে বাজি তৈরির পাশাপাশি বোমাও তৈরি হত । ঘটনাটি আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে জানিয়েছি । NIA তদন্তের দাবি জানাচ্ছি ।

দেখুন ভিডিয়ো...

নৈহাটি, 3 জানুয়ারি : নৈহাটিতে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল চার জনের । প্রত্যেকেই এই কারখানার শ্রমিক । নাম কল্পনা হালদার (44), বিন্ডা সাঁপুই (42), মনসুল পেয়াদা (17), রাম বেসরা (44) । বিস্ফোরণে কমপক্ষে জখম 10 জন । মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা ।

আজ বেলা 12টা নাগাদ বিস্ফোরণ হয় নৈহাটির দেবক গ্রামে । তীব্রতা এতটাই বেশি ছিল যে গঙ্গার ওপারে হুগলিতেও তা অনুভূত হয় । উড়ে যায় কারখানাটির ছাদ । গুরুতর জখম অবস্থায় বেশ কয়েকজনকে ব্যরাকপুর, নৈহাটি ও কল্যাণী JNM হাসপাতালে ভরতি করা হয় । তাদের মধ্যে চার জনের মৃত্যু হয়েছে ।

এলাকাবাসীর কথায়, বহুদিন ধরেই এই কারখানার নামে সকলে অভিযোগ জানিয়েছে । তবে, তাতে কোনও লাভ হয়নি । প্রশাসনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে এই অবৈধ কারখানা বহুদিন ধরে চলছে । এমনকি, একবছর আগেও এই কারখানায় বিস্ফোরণ হয় । মৃত্যু হয় ছ'জনের ।

এদিকে, আরেক এলাকাবাসীর কথায়, বাজি তৈরির পাশাপাশি এই কারখানায় বোমাও তৈরি হত । তাঁর অভিযোগ, পুলিশের পরোক্ষ মদতেই এই বেআইনি কারবার চালাচ্ছিল ওই কারখানার মালিক । ঘটনার তাঁর অবশ্য কোনও হদিশ পাওয়া যায়নি ।

এবিষয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন, ওই কারখানা বেআইনিভাবে এসব করত । আমার মনে হয় ওখানে বাজি তৈরির পাশাপাশি বোমাও তৈরি হত । ঘটনাটি আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে জানিয়েছি । NIA তদন্তের দাবি জানাচ্ছি ।

দেখুন ভিডিয়ো...
Intro:নৈহাটি দেবকে বাজী কারখানায় বিস্ফোরণ। গুরুতর আহত পাচ।তিন জনের অবস্থা আশংখা জনক।
প্রায় সাত থেকে আট কিলোমিটার এলাকা জুড়ে কেপে ওঠে বাড়ি ঘর।আতংকে মানুষ ঘর থেকে বেড়িয়ে পরে। তবে এলাকায় ছবি করতে দিচ্ছে না এলাকার মানুষ।
এক বছর আগে ও এখানে বিস্ফোরণ এর জেড়ে মারা গিয়েছিলো পাচ জন। তারপর ও এই বে আইনি বাজী কারখানা চলছিলো। কারখানার মালিক নুর হুসেন পলাতক।
তেজস্ক্রিয় কোন বোমা বাধা হচ্ছিল কিনা তার তদন্তে নৈহাটি থানার পুলিশ।Body:নৈহাটি দেবকে বাজী কারখানায় বিস্ফোরণ। গুরুতর আহত পাচ।তিন জনের অবস্থা আশংখা জনক।
প্রায় সাত থেকে আট কিলোমিটার এলাকা জুড়ে কেপে ওঠে বাড়ি ঘর।আতংকে মানুষ ঘর থেকে বেড়িয়ে পরে। তবে এলাকায় ছবি করতে দিচ্ছে না এলাকার মানুষ।
এক বছর আগে ও এখানে বিস্ফোরণ এর জেড়ে মারা গিয়েছিলো পাচ জন। তারপর ও এই বে আইনি বাজী কারখানা চলছিলো। কারখানার মালিক নুর হুসেন পলাতক।
তেজস্ক্রিয় কোন বোমা বাধা হচ্ছিল কিনা তার তদন্তে নৈহাটি থানার পুলিশ।Conclusion:
Last Updated : Jan 4, 2020, 4:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.