ETV Bharat / state

Horrific Incident Gaighata : সম্পর্ক নেই 8 বছর ! তবু স্ত্রীর নতুন স্বামীকে কোপ প্রথম পক্ষের - husband in gaighata of north 24 parganas

আট বছর সম্পর্ক নেই স্ত্রী সঙ্গে ৷ কিন্তু অন্যজনকে বিয়ে করতেই, স্ত্রীর বর্তমান স্বামীর উপর চড়াও হলেন আগের স্বামী ৷ তাঁর ধারালো অস্ত্রের কোপে জখম বর্তমান স্বামী ৷ ঘটনার তদন্ত শুরু পুলিশের (Ex Husband Tried To Kill Present Husband In Gaighata) ৷

মহিলাকে বিয়ে
মহিলাকে বিয়ে
author img

By

Published : Oct 9, 2022, 10:43 AM IST

Updated : Oct 9, 2022, 11:15 AM IST

গাইঘাটা, 9 অক্টোবর: স্ত্রীকে বিয়ে করার আক্রোশে তাঁর বর্তমান স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ আগের পক্ষের স্বামীর বিরুদ্ধে । গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত বর্তমান স্বামী বিশ্বজিৎ বিশ্বাস ৷ অভিযুক্ত সুকান্ত ভদ্রকে আটক করেছে গাইঘাটা থানার পুলিশ ৷ চাঞ্চল্যকর ঘটনাটি শনিবার রাতে উত্তর 24 পরগনা এলাকায় ঘটেছে (Ex Husband Tried To Kill Present Husband In Gaighata) ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রিঙ্কুর সঙ্গে প্রায় 8 বছর সম্পর্ক নেই সুকান্তর ৷ এরইমধ্যে চলতি বছরের 25 মে বিঙ্কু বিশ্বজিৎকে বিয়ে করেন ৷ সুকান্ত বিষয়টি মেনে নিতে পারেননি । তাঁর রাগ গিয়ে পড়ে বিশ্বজিতের উপর ৷ এরপরই বিশ্বজিতের মাথা, ঘাড়, হাত সহ একাধিক জায়গায় ধারালো অস্ত্রের কোপ বসিয়ে দেন সুকান্ত ।

আরও পড়ুন: কলকাতায় বিপন্ন পরিবেশবান্ধব ট্রাম, গণপরিবহণকে ফেরাতে জনস্বার্থ মামলা হাইকোর্টে

বিশ্বজিতের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান ৷ পাশাপাশি সুকান্তকে মারধর করেন স্থানীয়রা । একটি সূত্রের দাবি, এই প্রথম নয় এর আগেও একবার সুকান্ত বিশ্বজিৎকে খুনের চেষ্টা করেছিলেন সুকান্ত ৷ যদিও তখন কিছু করতে পারেনি ৷ অভিযুক্ত সুকান্ত হাবরা গোয়ালবাটি এলাকার বাসিন্দা ৷

আরও পড়ুন: বিবাহবহির্ভূত সম্পর্কের জের ! প্রেমিকাকে ধারাল অস্ত্রের কোপ প্রেমিকের

খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাইঘাটা থানার পুলিশ বাহিনী। স্থানীয়দের হাত থেকে পুলিশ সুকান্তকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানে সুকান্ত এবং বিশ্বজিতের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাকেরা আশঙ্কা জনক অবস্থায় তাঁদের দু'জনকেই কলকাতায় রেফার করা হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে গাইঘাটা থানা পুলিশ। জানা গিয়েছে বিশ্বজিতেরও এটি দ্বিতীয় বিয়ে।

গাইঘাটা, 9 অক্টোবর: স্ত্রীকে বিয়ে করার আক্রোশে তাঁর বর্তমান স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ আগের পক্ষের স্বামীর বিরুদ্ধে । গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত বর্তমান স্বামী বিশ্বজিৎ বিশ্বাস ৷ অভিযুক্ত সুকান্ত ভদ্রকে আটক করেছে গাইঘাটা থানার পুলিশ ৷ চাঞ্চল্যকর ঘটনাটি শনিবার রাতে উত্তর 24 পরগনা এলাকায় ঘটেছে (Ex Husband Tried To Kill Present Husband In Gaighata) ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রিঙ্কুর সঙ্গে প্রায় 8 বছর সম্পর্ক নেই সুকান্তর ৷ এরইমধ্যে চলতি বছরের 25 মে বিঙ্কু বিশ্বজিৎকে বিয়ে করেন ৷ সুকান্ত বিষয়টি মেনে নিতে পারেননি । তাঁর রাগ গিয়ে পড়ে বিশ্বজিতের উপর ৷ এরপরই বিশ্বজিতের মাথা, ঘাড়, হাত সহ একাধিক জায়গায় ধারালো অস্ত্রের কোপ বসিয়ে দেন সুকান্ত ।

আরও পড়ুন: কলকাতায় বিপন্ন পরিবেশবান্ধব ট্রাম, গণপরিবহণকে ফেরাতে জনস্বার্থ মামলা হাইকোর্টে

বিশ্বজিতের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান ৷ পাশাপাশি সুকান্তকে মারধর করেন স্থানীয়রা । একটি সূত্রের দাবি, এই প্রথম নয় এর আগেও একবার সুকান্ত বিশ্বজিৎকে খুনের চেষ্টা করেছিলেন সুকান্ত ৷ যদিও তখন কিছু করতে পারেনি ৷ অভিযুক্ত সুকান্ত হাবরা গোয়ালবাটি এলাকার বাসিন্দা ৷

আরও পড়ুন: বিবাহবহির্ভূত সম্পর্কের জের ! প্রেমিকাকে ধারাল অস্ত্রের কোপ প্রেমিকের

খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাইঘাটা থানার পুলিশ বাহিনী। স্থানীয়দের হাত থেকে পুলিশ সুকান্তকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানে সুকান্ত এবং বিশ্বজিতের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাকেরা আশঙ্কা জনক অবস্থায় তাঁদের দু'জনকেই কলকাতায় রেফার করা হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে গাইঘাটা থানা পুলিশ। জানা গিয়েছে বিশ্বজিতেরও এটি দ্বিতীয় বিয়ে।

Last Updated : Oct 9, 2022, 11:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.