ETV Bharat / state

তালাবন্ধ করে চলে গেছে ভাইপো, চারদিন ঘরবন্দী বৃদ্ধা - locked

চারদিন ঘরবন্দী থাকার পর স্থানীয়দের তৎপরতায় বন্দীদশা থেকে মুক্তি পেলেন বৃদ্ধা।

মঞ্জু মালা বসুমল্লিক
author img

By

Published : Mar 9, 2019, 11:55 PM IST

বিধাননগর, ৯ মার্চ : চারদিন ঘরবন্দী থাকার পর স্থানীয়দের তৎপরতায় বন্দীদশা থেকে মুক্তি পেলেন বৃদ্ধা। তাঁর নাম মঞ্জু মালা বসুমল্লিক (৮০)। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃদ্ধার ভাইপো গৌতম বসুমল্লিক চারদিন আগে বাড়িতে তালা মেরে চলে গেছেন। সেই থেকে বন্দী অবস্থাতেই দিন কাটাচ্ছেন বৃদ্ধা। ঘটনার তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কেষ্টপুর সমরপল্লিতে এক বছর আগে বাড়ি ভাড়া নেন মঞ্জু মালা বসুমল্লিক (৮০) ও গৌতম বসুমল্লিক। চারদিন আগে মঞ্জু মালাদেবীকে ঘরবন্দী রেখে চলে যান গৌতম। বৃদ্ধার খাবার বলতে ছিল শুধু এক প্যাকেট পাউরুটি এবং জল।

স্থানীয় বাসিন্দা সুশোভন মণ্ডল বলেন, "আমরা আওয়াজ পেয়ে ওই বাড়িতে গিয়ে দেখি কয়েক টুকরো পাউরুটি পড়ে আছে। মাটিতে পড়ে আছেন বৃদ্ধা। তিনি ঘরের মধ্যেই প্রাতঃকৃত্য সেরেছেন। আমরা পুলিশকে খবর দিই। পুলিশ এসে তালা ভেঙে বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আমরা ওঁর ভাইপোর শাস্তির দাবি জানাচ্ছি।"

যদিও বৃদ্ধা স্থানীয়দের এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, "ভাইপো আমাকে তালাবন্দী করে রেখে যায়নি। সে দুর্ঘটনার কবলে পড়েছে। তাই বাড়ি ফিরতে পারেনি।" বাড়িমালিক মালা মণ্ডলকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পাশাপাশি মঞ্জু মালা বসুর ভাইপোর খোঁজে তল্লাশি চালাচ্ছে বাগুইআটি থানার পুলিশ।

বিধাননগর, ৯ মার্চ : চারদিন ঘরবন্দী থাকার পর স্থানীয়দের তৎপরতায় বন্দীদশা থেকে মুক্তি পেলেন বৃদ্ধা। তাঁর নাম মঞ্জু মালা বসুমল্লিক (৮০)। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃদ্ধার ভাইপো গৌতম বসুমল্লিক চারদিন আগে বাড়িতে তালা মেরে চলে গেছেন। সেই থেকে বন্দী অবস্থাতেই দিন কাটাচ্ছেন বৃদ্ধা। ঘটনার তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কেষ্টপুর সমরপল্লিতে এক বছর আগে বাড়ি ভাড়া নেন মঞ্জু মালা বসুমল্লিক (৮০) ও গৌতম বসুমল্লিক। চারদিন আগে মঞ্জু মালাদেবীকে ঘরবন্দী রেখে চলে যান গৌতম। বৃদ্ধার খাবার বলতে ছিল শুধু এক প্যাকেট পাউরুটি এবং জল।

স্থানীয় বাসিন্দা সুশোভন মণ্ডল বলেন, "আমরা আওয়াজ পেয়ে ওই বাড়িতে গিয়ে দেখি কয়েক টুকরো পাউরুটি পড়ে আছে। মাটিতে পড়ে আছেন বৃদ্ধা। তিনি ঘরের মধ্যেই প্রাতঃকৃত্য সেরেছেন। আমরা পুলিশকে খবর দিই। পুলিশ এসে তালা ভেঙে বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আমরা ওঁর ভাইপোর শাস্তির দাবি জানাচ্ছি।"

যদিও বৃদ্ধা স্থানীয়দের এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, "ভাইপো আমাকে তালাবন্দী করে রেখে যায়নি। সে দুর্ঘটনার কবলে পড়েছে। তাই বাড়ি ফিরতে পারেনি।" বাড়িমালিক মালা মণ্ডলকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পাশাপাশি মঞ্জু মালা বসুর ভাইপোর খোঁজে তল্লাশি চালাচ্ছে বাগুইআটি থানার পুলিশ।

Intro:উত্তর 24 পরগনার হাকিমপুর এলাকা থেকে ১,৩৭০ পিস মাদক ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল নারকোটিক কন্ট্রোল বিউরো। ধৃত ব্যক্তির নাম কামালউদ্দিন খান বলে জানা গেছে। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমান মাদক। আগামীকাল তাকে আদালতে পেশ করা হবে। আদালতে ধৃত ব্যক্তিকে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে নারকোটিক কন্ট্রোল বিউরো।


Body:বিউরো সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তি আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত। ভারত থেকে বাংলাদেশে মাদক পাচার করা ছিল এই ব্যক্তির পেশা। কামালউদ্দিনকে জেরা করে নারকোটিক কন্ট্রোল বিউরোর আধিকারিকরা জানতে পেরেছেন মাদক বার্মা থেকে মনিপুর হয়ে কলকাতার পথ হয় হাকিমপুরে নিয়ে আসা হয়। এরপর বাংলাদেশে পাচার করার করার কথা ছিল কিন্তু তার আগেই বিএসএফের হাতে ধরা পড়ে যায় ওই ব্যক্তি। বিএসএফ নারকোটিক কন্ট্রোল বিউরোর আধিকারিকদের হাতে তুলে দেয় কামাল উদ্দিনকে। জানা গিয়েছে বাজেয়াপ্ত মাদক ইয়াবা ট্যাবলেট এর মোট আন্তর্জাতিক বাজার মূল্য ৭ লক্ষ টাকা।

Conclusion:বাংলাদেশে ইয়াবা ট্যাবলেটের বাংলাদেশের প্রচলন খুবই বেশি। কিন্তু বর্তমানে হাসিনা সরকার মাদক বিরোধী অভিযানের নামে। মাদক বিরোধী অভিযানের ফলে সেদেশে মাদক ব্যবহার কমেছে। ভারত থেকে যাতে বাংলাদেশের কোন ভাবেই মাদক না যায় তা নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স এবং নারকটিক কন্ট্রোল বিউরো। বাড়ানো হয়েছে নজরদারি। যার জেরে একের পর এক মাদক পাচারকারী গ্রেপ্তার হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে প্রচুর পরিমাণে মাদক।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.