বিধাননগর, ৯ মার্চ : চারদিন ঘরবন্দী থাকার পর স্থানীয়দের তৎপরতায় বন্দীদশা থেকে মুক্তি পেলেন বৃদ্ধা। তাঁর নাম মঞ্জু মালা বসুমল্লিক (৮০)। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃদ্ধার ভাইপো গৌতম বসুমল্লিক চারদিন আগে বাড়িতে তালা মেরে চলে গেছেন। সেই থেকে বন্দী অবস্থাতেই দিন কাটাচ্ছেন বৃদ্ধা। ঘটনার তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কেষ্টপুর সমরপল্লিতে এক বছর আগে বাড়ি ভাড়া নেন মঞ্জু মালা বসুমল্লিক (৮০) ও গৌতম বসুমল্লিক। চারদিন আগে মঞ্জু মালাদেবীকে ঘরবন্দী রেখে চলে যান গৌতম। বৃদ্ধার খাবার বলতে ছিল শুধু এক প্যাকেট পাউরুটি এবং জল।
স্থানীয় বাসিন্দা সুশোভন মণ্ডল বলেন, "আমরা আওয়াজ পেয়ে ওই বাড়িতে গিয়ে দেখি কয়েক টুকরো পাউরুটি পড়ে আছে। মাটিতে পড়ে আছেন বৃদ্ধা। তিনি ঘরের মধ্যেই প্রাতঃকৃত্য সেরেছেন। আমরা পুলিশকে খবর দিই। পুলিশ এসে তালা ভেঙে বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আমরা ওঁর ভাইপোর শাস্তির দাবি জানাচ্ছি।"
যদিও বৃদ্ধা স্থানীয়দের এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, "ভাইপো আমাকে তালাবন্দী করে রেখে যায়নি। সে দুর্ঘটনার কবলে পড়েছে। তাই বাড়ি ফিরতে পারেনি।" বাড়িমালিক মালা মণ্ডলকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পাশাপাশি মঞ্জু মালা বসুর ভাইপোর খোঁজে তল্লাশি চালাচ্ছে বাগুইআটি থানার পুলিশ।