বিধাননগর, 31 অক্টোবর: পৌর-নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে হাজিরা দিলেন দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারম্য়ান তৃণমূলের পাচু রায় ৷ মঙ্গলবার সকাল 11টা নাগাদ তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজির হন ৷ বেশ কয়েকঘণ্টা তিনি ইডির দফতরে ছিলেন ৷ বিকেলের দিকে সেখান থেকে বেরিয়ে যান ৷ সেখানে প্রবেশ ও বেরিয়ে যাওয়ার সময়, কখনোই কোনও মন্তব্য করতে অস্বীকার করেন তিনি ৷ তবে ইডি সূত্রে খবর, তাঁকে একাধিক নথি-সহ দেখা করতে বলা হয়েছিল ৷ সেগুলি নিয়েই তিনি এসেছিলেন ৷ তদন্তকারীরা সেই নথি খতিয়ে দেখেছেন এ দিন ৷
স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্ত করার সময় পৌরসভায় নিয়োগ দুর্নীতির হদিশ পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ৷ তার পর তারা এই নিয়েও তদন্ত শুরু করে ৷ ইতিমধ্য়ে রাজ্যে 19-20টি জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি ৷ বিভিন্ন পৌরসভায় তল্লাশি অভিযান চলেছে ৷ খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতেও গিয়েছিল ইডি ৷ যে সমস্ত পৌরসভাগুলিতে তল্লাশি হয়েছে, সেই তালিকায় দক্ষিণ দমদম পৌরসভাও রয়েছে ৷ ওই পৌরসভার চেয়ারম্যান পাচু রায়ের বাড়িতেও ইডি তল্লাশি করেছিল ৷ সেই কারণেই তাঁকে এ দিন তলব করা হয়েছিল বলে ইডি সূত্রে খবর ৷
ইডি-র সূত্র থেকে জানা গিয়েছে যে পাচু রায়ের বাড়িতে তল্লাশির সময় একাধিক নথি উদ্ধার হয় ৷ তা থেকে বেশকিছু তথ্য সামনে আসে ৷ সেই নিয়েই এ দিন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ এ দিন প্রায় পাঁচ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে ইডি ৷ তবে জিজ্ঞাসাবাদের পরে বেরিয়ে এই নিয়ে মুখ খুলতে চাননি দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারম্যান ৷ তিনি দাবি করেন যে তাঁকে কোনও কিছুই জিজ্ঞাসা করা হয়নি ৷
ইডি সূত্রে খবর, এ দিন তদন্তকারীদের কাছে পাচু রায় তাঁর চার বছরের আয়করের তথ্য ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নিয়ে হাজির হয়েছিলেন ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করে ইডি সন্তুষ্ট, নাকি তাঁকে আবার ডাকা হয়েছে, সেই বিষয়ে কোনও তথ্য মেলেনি ৷
আরও পড়ুন: প্রাক্তন পিএ-এর দেওয়া বয়ানের ভিত্তিতে জ্যোতিপ্রিয়কে জেরা, জবাবে সন্তুষ্ট নয় ইডি