ETV Bharat / state

Minakshi Mukherjee on TMC: শাসকদলের নেতা-কর্মীদের 'টেংরি খুলে নেওয়ার' হুঁশিয়ারি মীনাক্ষীর - Minakshi Mukherjee

এবার শাসকদলের বিরুদ্ধে সুর চড়ালেন ডিওইয়াএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee on TMC) ৷ 'টেংরি খুলে নেওয়ার' হুঁশিয়ারি দিলেন বাম যুব সংগঠনের নেত্রী ৷ কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রীকেও ৷

Minakshi Mukherjee on TMC ETV BHARAT
Minakshi Mukherjee on TMC
author img

By

Published : Jan 27, 2023, 11:30 AM IST

Updated : Jan 27, 2023, 12:11 PM IST

'টেংরি খুলে নেওয়ার' হুঁশিয়ারি মীনাক্ষীর

বনগাঁ, 27 জানুয়ারি: পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তাপ বাড়ছে রাজ্য রাজনীতির ৷ একে অপরের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন নেতা-নেত্রীরা ৷ এবার সেই তালিকায় রাজ্য ডিওয়াইএফআই-এর সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় (DYFI Minakshi Mukherjee Threats TMC in Bangaon) ৷ শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়ে 'টেংরি' খুলে নেওয়ার হুঁশিয়ারি দিলেন রাজ্য ডিওয়াইএফআই-এর সম্পাদক ৷ সেই সঙ্গে বিভিন্ন ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন ৷

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে ডিওয়াইএফআই-এর উত্তর 24 পরগনা জেলা কমিটি বনগাঁর গোপালনগরে জনসভার আয়োজন করেছিল ৷ সভার প্রধান বক্তা ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায় ৷ বাইক মিছিল করে সেখানে যান রাজ্য ডিওয়াইএফআই-এর সম্পাদক ৷ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে এক জোটে আক্রমণ করেন মীনাক্ষী ৷

তাঁর অভিযোগ, সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে ৷ তৃণমূল না-করলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে ৷ তাঁর কথায়,"ডিওয়াইএফআই এর সভায় যোগদান যাতে না করে, তার জন্য অনেককেই ভয় দেখানো হয়েছে ৷ কিন্তু, বনগাঁর সভা আমাদের শেখালো, বেশি ট্যাঁ ফো করিস না টেংরি খুলে দিতে আমরাও জানি ৷"

পাশাপাশি, তৃণমূলের 'দিদির সুরক্ষা কবচ' এর 'দিদির দূত'দের অপদূত বলে কটাক্ষ করেন ৷ মীনাক্ষী প্রশ্ন তোলেন, "এই কর্মসূচি কার ? তৃণমূলের নাকি সরকারের ? এটা যদি সরকারে কর্মসূচি হয়, তাহলে নাম দিদির দূত কেন ? আর যদি তৃণমূলের হয়, তাহলে বিধায়ক এবং সাংসদরারা অফিস বন্ধ করে যাচ্ছেন কেন ?’’ পরবর্তীতে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেন মীনাক্ষী মুখোপাধ্যায় ৷ তাঁর মেঘালয়ের জনসভাকেও কটাক্ষ করেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক ৷

আরও পড়ুন: 'পুলিশে কামড়ানোর ওষুধ এখনও আবিষ্কার হয়নি, দূরে থাকুন', কটাক্ষ মীনাক্ষীর

মীনাক্ষী বলেন, "জাতীয় পাখির নাম পরিবর্তন করে ফেলেছেন ৷ জাতীয় পাখিত তো ময়ূর ৷ কিন্তু, এখন সাদা শাড়ি পরে মাথায় পালক গুঁজে কু কু করে বেড়াচ্ছেন ৷" মীনাক্ষীর এই বক্তব্যে তাঁকে পালটা বাচ্চা মেয়ে বলে কটাক্ষ করেছেন বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস ৷ তিনি বলেন, "একবার বামেদের দেখে নেওয়া উচিত 34 বছরে যখন সরকারের ছিল, তখন মানুষ ভোট দিতে যেতে পারত না ৷ তাদের মুখে এটা মানায় না ৷ 5 শতাংশ থেকে 6 শতাংশে ভোট কীভাবে নিয়ে যাওয়া যায় সেটার জন্য কাজ করুক ৷ বাচ্চা মেয়ে, রাজনীতির অনেক বাকি আছে ৷"

'টেংরি খুলে নেওয়ার' হুঁশিয়ারি মীনাক্ষীর

বনগাঁ, 27 জানুয়ারি: পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তাপ বাড়ছে রাজ্য রাজনীতির ৷ একে অপরের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন নেতা-নেত্রীরা ৷ এবার সেই তালিকায় রাজ্য ডিওয়াইএফআই-এর সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় (DYFI Minakshi Mukherjee Threats TMC in Bangaon) ৷ শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়ে 'টেংরি' খুলে নেওয়ার হুঁশিয়ারি দিলেন রাজ্য ডিওয়াইএফআই-এর সম্পাদক ৷ সেই সঙ্গে বিভিন্ন ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন ৷

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে ডিওয়াইএফআই-এর উত্তর 24 পরগনা জেলা কমিটি বনগাঁর গোপালনগরে জনসভার আয়োজন করেছিল ৷ সভার প্রধান বক্তা ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায় ৷ বাইক মিছিল করে সেখানে যান রাজ্য ডিওয়াইএফআই-এর সম্পাদক ৷ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে এক জোটে আক্রমণ করেন মীনাক্ষী ৷

তাঁর অভিযোগ, সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে ৷ তৃণমূল না-করলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে ৷ তাঁর কথায়,"ডিওয়াইএফআই এর সভায় যোগদান যাতে না করে, তার জন্য অনেককেই ভয় দেখানো হয়েছে ৷ কিন্তু, বনগাঁর সভা আমাদের শেখালো, বেশি ট্যাঁ ফো করিস না টেংরি খুলে দিতে আমরাও জানি ৷"

পাশাপাশি, তৃণমূলের 'দিদির সুরক্ষা কবচ' এর 'দিদির দূত'দের অপদূত বলে কটাক্ষ করেন ৷ মীনাক্ষী প্রশ্ন তোলেন, "এই কর্মসূচি কার ? তৃণমূলের নাকি সরকারের ? এটা যদি সরকারে কর্মসূচি হয়, তাহলে নাম দিদির দূত কেন ? আর যদি তৃণমূলের হয়, তাহলে বিধায়ক এবং সাংসদরারা অফিস বন্ধ করে যাচ্ছেন কেন ?’’ পরবর্তীতে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেন মীনাক্ষী মুখোপাধ্যায় ৷ তাঁর মেঘালয়ের জনসভাকেও কটাক্ষ করেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক ৷

আরও পড়ুন: 'পুলিশে কামড়ানোর ওষুধ এখনও আবিষ্কার হয়নি, দূরে থাকুন', কটাক্ষ মীনাক্ষীর

মীনাক্ষী বলেন, "জাতীয় পাখির নাম পরিবর্তন করে ফেলেছেন ৷ জাতীয় পাখিত তো ময়ূর ৷ কিন্তু, এখন সাদা শাড়ি পরে মাথায় পালক গুঁজে কু কু করে বেড়াচ্ছেন ৷" মীনাক্ষীর এই বক্তব্যে তাঁকে পালটা বাচ্চা মেয়ে বলে কটাক্ষ করেছেন বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস ৷ তিনি বলেন, "একবার বামেদের দেখে নেওয়া উচিত 34 বছরে যখন সরকারের ছিল, তখন মানুষ ভোট দিতে যেতে পারত না ৷ তাদের মুখে এটা মানায় না ৷ 5 শতাংশ থেকে 6 শতাংশে ভোট কীভাবে নিয়ে যাওয়া যায় সেটার জন্য কাজ করুক ৷ বাচ্চা মেয়ে, রাজনীতির অনেক বাকি আছে ৷"

Last Updated : Jan 27, 2023, 12:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.