ETV Bharat / state

ভাটপাড়ায় দুষ্কৃতীদের বোমাবাজি, গুলি; মৃত 3

ভাটপাড়া ফাঁড়িকে নতুন থানা হিসেবে উদ্বোধনের সময় দুষ্কৃতীদের বোমাবাজি । পুলিশের সঙ্গে চলল গুলির লড়াই । গুলি লেগে মৃত তিন ।

গুলি লেগে মৃত দুষ্কৃতী
author img

By

Published : Jun 20, 2019, 12:31 PM IST

Updated : Jun 20, 2019, 7:23 PM IST

ভাটপাড়া, 20 জুন : আজ ভাটপাড়া ফাঁড়িকে নতুন থানা হিসেবে উদ্বোধন করার কথা ছিল । উদ্বোধনের সময় কয়েকজন দুষ্কৃতী থানার পাশে রাস্তায় বোমাবাজি শুরু করে । পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় । পুলিশও পালটা গুলি চালায় । পুলিশ ও দুষ্কৃতীদের মধ্যে শুরু হয় গুলির লড়াই । গুলি লেগে জখম হয় একাধিক দুষ্কৃতী । এরমধ্যে দু'জনের মৃত্যু হয় বলে জানিয়েছেন রাজ্যের DG পি বীরেন্দ্র । তাঁদের নাম রামবাবু সাউ, সন্তোষ সাউ । যদিও অসমর্থিত সূত্রে খবর ধরমবীর সাউ নামে আর একজনের মৃত্যু হয়েছে । এই ইশুতে নবান্নে জরুরি বৈঠক হয় । পরিস্থিতি খতিয়ে দেখতে ভাটপাড়া যান রাজ্যের DG পি বীরেন্দ্র ও CID-র একটি দল । সেখানেই রাজ্যের DG জানান, পুলিশ সহ 6 জন আহত হয়েছে । তাঁদের চিকিৎসা চলছে । কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে ।

Vatpara Bomb Blast
উদ্ধার হওয়া বন্দুক

ঘটনায় BJP, তৃণমূল একে অপরের বিরুদ্ধে আঙুল তুলতে শুরু করেছে । তৃণমূল নেতৃত্বের অভিযোগ, BJP আশ্রিত দুষ্কৃতীরা এলাকা দখলের চেষ্টা করছিল । তারা থানার সামনে বোমা ছোড়ে । যদিও অভিযোগ মানতে চায়নি BJP । তাদের পালটা অভিযোগ, বোমাবাজি করেছে তৃণমূলই । এদিকে BJP নেতা সায়ন্তন বসু বলেন, "আমাদের ছয় কর্মী গুলিবিদ্ধ । কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি । DC অজয় কুমার ও তৃণমূল মিলে সাধারণ মানুষের অত্যাচার চালাচ্ছে । এর পরিণাম ভয়ঙ্কর হবে । আমরা ক্ষমতায় এলে দোষী পুলিশ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেব । যেখানে তৃণমূল হারছে সেখান থেকে সাধারণ মানুষকে এলাকাছাড়া করার চেষ্টা করছে ।"

দেখুন ভিডিয়ো

আজ সকালের দিকে হঠাৎ ভাটপাড়া থানা চত্বরে বোমাবাজি শুরু হয় । তার একটু পরেই থানা উদ্বোধনে আসার কথা ছিল পদস্থ পুলিশকর্তাদের । দুষ্কৃতীরা থানা চত্বরে বোমাবাজি শুরু করে । চলে গুলি । আত্মরক্ষার স্বার্থে পালটা গুলি চালায় পুলিশও । পরে ওই এলাকায় দুই যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয় । জখম হয় আরও বেশ কয়েকজন । গুলিবিদ্ধ যুবকদের মধ্যে রামবাবুকে ব্যারাকপুর BN বোস হাসপাতাল ও সন্তোষকে ভাটপাড়া জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তাদের মৃত্যু হয় । এদিকে, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ধরমবীরের মৃত্যু হয় ।

Vatpara Bomb Blast
চলছে গুলির লড়াই

বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে । গুলির লড়াই থামলেও রাস্তা থেকে উদ্ধার হয়েছে একাধিক বোমা । রাস্তা থেকে একটি বন্দুক উদ্ধার করেছে পুলিশ । বন্দুকটি দুষ্কৃতীরাই ফেলে পালিয়েছে বলে অনুমান । ঘটনার জেরে রাস্তাঘাট ফাঁকা । বন্ধ রয়েছে যান চলাচলও । পরিস্থিতি সামাল দিতে ভাটপাড়ার বিভিন্ন এলাকায় নামানো হয়েছে কমব্যাট ফোর্স ও RAF ।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের পর থেকেই উত্তপ্ত ভাটপাড়া । একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটেছে । বহু মানুষ ঘরছাড়া । এই অবস্থায় শান্তি বৈঠকও করা হয় পুলিশের পক্ষ থেকে । কিন্তু, পরিস্থিতির পরিবর্তন হয়নি ।

ভাটপাড়া, 20 জুন : আজ ভাটপাড়া ফাঁড়িকে নতুন থানা হিসেবে উদ্বোধন করার কথা ছিল । উদ্বোধনের সময় কয়েকজন দুষ্কৃতী থানার পাশে রাস্তায় বোমাবাজি শুরু করে । পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় । পুলিশও পালটা গুলি চালায় । পুলিশ ও দুষ্কৃতীদের মধ্যে শুরু হয় গুলির লড়াই । গুলি লেগে জখম হয় একাধিক দুষ্কৃতী । এরমধ্যে দু'জনের মৃত্যু হয় বলে জানিয়েছেন রাজ্যের DG পি বীরেন্দ্র । তাঁদের নাম রামবাবু সাউ, সন্তোষ সাউ । যদিও অসমর্থিত সূত্রে খবর ধরমবীর সাউ নামে আর একজনের মৃত্যু হয়েছে । এই ইশুতে নবান্নে জরুরি বৈঠক হয় । পরিস্থিতি খতিয়ে দেখতে ভাটপাড়া যান রাজ্যের DG পি বীরেন্দ্র ও CID-র একটি দল । সেখানেই রাজ্যের DG জানান, পুলিশ সহ 6 জন আহত হয়েছে । তাঁদের চিকিৎসা চলছে । কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে ।

Vatpara Bomb Blast
উদ্ধার হওয়া বন্দুক

ঘটনায় BJP, তৃণমূল একে অপরের বিরুদ্ধে আঙুল তুলতে শুরু করেছে । তৃণমূল নেতৃত্বের অভিযোগ, BJP আশ্রিত দুষ্কৃতীরা এলাকা দখলের চেষ্টা করছিল । তারা থানার সামনে বোমা ছোড়ে । যদিও অভিযোগ মানতে চায়নি BJP । তাদের পালটা অভিযোগ, বোমাবাজি করেছে তৃণমূলই । এদিকে BJP নেতা সায়ন্তন বসু বলেন, "আমাদের ছয় কর্মী গুলিবিদ্ধ । কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি । DC অজয় কুমার ও তৃণমূল মিলে সাধারণ মানুষের অত্যাচার চালাচ্ছে । এর পরিণাম ভয়ঙ্কর হবে । আমরা ক্ষমতায় এলে দোষী পুলিশ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেব । যেখানে তৃণমূল হারছে সেখান থেকে সাধারণ মানুষকে এলাকাছাড়া করার চেষ্টা করছে ।"

দেখুন ভিডিয়ো

আজ সকালের দিকে হঠাৎ ভাটপাড়া থানা চত্বরে বোমাবাজি শুরু হয় । তার একটু পরেই থানা উদ্বোধনে আসার কথা ছিল পদস্থ পুলিশকর্তাদের । দুষ্কৃতীরা থানা চত্বরে বোমাবাজি শুরু করে । চলে গুলি । আত্মরক্ষার স্বার্থে পালটা গুলি চালায় পুলিশও । পরে ওই এলাকায় দুই যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয় । জখম হয় আরও বেশ কয়েকজন । গুলিবিদ্ধ যুবকদের মধ্যে রামবাবুকে ব্যারাকপুর BN বোস হাসপাতাল ও সন্তোষকে ভাটপাড়া জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তাদের মৃত্যু হয় । এদিকে, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ধরমবীরের মৃত্যু হয় ।

Vatpara Bomb Blast
চলছে গুলির লড়াই

বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে । গুলির লড়াই থামলেও রাস্তা থেকে উদ্ধার হয়েছে একাধিক বোমা । রাস্তা থেকে একটি বন্দুক উদ্ধার করেছে পুলিশ । বন্দুকটি দুষ্কৃতীরাই ফেলে পালিয়েছে বলে অনুমান । ঘটনার জেরে রাস্তাঘাট ফাঁকা । বন্ধ রয়েছে যান চলাচলও । পরিস্থিতি সামাল দিতে ভাটপাড়ার বিভিন্ন এলাকায় নামানো হয়েছে কমব্যাট ফোর্স ও RAF ।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের পর থেকেই উত্তপ্ত ভাটপাড়া । একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটেছে । বহু মানুষ ঘরছাড়া । এই অবস্থায় শান্তি বৈঠকও করা হয় পুলিশের পক্ষ থেকে । কিন্তু, পরিস্থিতির পরিবর্তন হয়নি ।

sample description
Last Updated : Jun 20, 2019, 7:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.