ETV Bharat / state

তৃণমূলের মদতে বেদখল হচ্ছে জমি, অভিযোগে মুখ্যমন্ত্রীকে চিঠি দুলাল বরের

author img

By

Published : Sep 15, 2019, 5:23 PM IST

বাগদা থানার জমিতে বেআইনি কারবারের অভিযোগ দুলাল বরের ৷

বাগদা থানার জমি বিক্রির অভিযোগ করলেন বিধায়ক দুলাল বর

বাগদা, 15 সেপ্টেম্বর : বাগদা থানার বিস্তীর্ণ জমি বিক্রি হয়ে যাচ্ছে বলে অভিযোগ করলেন বিধায়ক দুলাল বর । কয়েকদিন আগে তিনি কংগ্রেস ছেড়ে BJP-তে যোগ দিয়েছেন ৷ আজ তিনি তথ্যসহ মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন । এর আগে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কেও তিনি জানিয়েছিলেন বিষয়টি । অবিলম্বে জমিগুলি দখলমুক্ত করার জন্য প্রশাসনের কাছে দরবার করেছেন একাধিকবার । সুরাহা না হওয়ায় এবার চিঠি লিখলেন মুখ্যমন্ত্রীকে ৷

অভিযোগ, বাগদা থানার মধ্যে হেলেঞ্চা মৌজার 39 নম্বর দাগের জমি, অবৈধভাবে দখল করে কিছু প্রোমোটার বাড়ি তৈরি করে । সেগুলো বিক্রি করছে বলেও অভিযোগ করেন বাগদার বিধায়ক দুলাল বর । মোট জমির পরিমাণ 2 একর 97 শতক । রাজ্য সরকার বাগদা থানা করার জন্য জমি দিয়েছিল । থানাসংলগ্ন ফাঁকা জমিতে তিনতলা বাড়ি করেছে স্থানীয় কয়েকজন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি । গত পাঁচ বছর ধরে সবরকম বাধাকে উপেক্ষা করে তারা নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন দুলাল বর । দোতলা বা তিনতলা বাড়ি বানিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগও করেন তিনি ।

রাজ্য স্তরের প্রশাসনকে তিনি সমগ্র বিষয়টি জানাবার পরেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ করেছেন দুলালবাবু । জেলা পুলিশ এবং রাজ্য পুলিশকে সংশ্লিষ্ট বিষয়টি লিখিত আকারে এর আগেই জানিয়েছেন তিনি । থানা সংলগ্ন জমিতে তৈরি করা বহুতল বাড়িটি, এক কোটি টাকায় বিক্রি করা হয়েছে বলে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছেন তিনি ৷

সমগ্র বিষয়টির অবিলম্বে তদন্ত করার জন্য আবেদন জানানো হয়েছে বিধানসভায় এবং মুখ্যমন্ত্রীর দপ্তরে । এর আগে বিধানসভার অধিবেশন চলাকালীনও অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেছিলেন দুলাল বর । তদন্ত চলছে জানিয়ে, অধ্যক্ষ সেটি খারিজ করে দেন । দুলাল বর জানিয়েছেন, শাসকদল তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট এক ব্যক্তি তৃণমূলের অপর ব্যক্তির কাছে বাড়িটি বিক্রি করেছেন বেআইনিভাবে । থানার জমি অবিলম্বে দখলমুক্ত করার জন্য আবেদন জানিয়েছেন তিনি ।

বাগদা, 15 সেপ্টেম্বর : বাগদা থানার বিস্তীর্ণ জমি বিক্রি হয়ে যাচ্ছে বলে অভিযোগ করলেন বিধায়ক দুলাল বর । কয়েকদিন আগে তিনি কংগ্রেস ছেড়ে BJP-তে যোগ দিয়েছেন ৷ আজ তিনি তথ্যসহ মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন । এর আগে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কেও তিনি জানিয়েছিলেন বিষয়টি । অবিলম্বে জমিগুলি দখলমুক্ত করার জন্য প্রশাসনের কাছে দরবার করেছেন একাধিকবার । সুরাহা না হওয়ায় এবার চিঠি লিখলেন মুখ্যমন্ত্রীকে ৷

অভিযোগ, বাগদা থানার মধ্যে হেলেঞ্চা মৌজার 39 নম্বর দাগের জমি, অবৈধভাবে দখল করে কিছু প্রোমোটার বাড়ি তৈরি করে । সেগুলো বিক্রি করছে বলেও অভিযোগ করেন বাগদার বিধায়ক দুলাল বর । মোট জমির পরিমাণ 2 একর 97 শতক । রাজ্য সরকার বাগদা থানা করার জন্য জমি দিয়েছিল । থানাসংলগ্ন ফাঁকা জমিতে তিনতলা বাড়ি করেছে স্থানীয় কয়েকজন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি । গত পাঁচ বছর ধরে সবরকম বাধাকে উপেক্ষা করে তারা নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন দুলাল বর । দোতলা বা তিনতলা বাড়ি বানিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগও করেন তিনি ।

রাজ্য স্তরের প্রশাসনকে তিনি সমগ্র বিষয়টি জানাবার পরেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ করেছেন দুলালবাবু । জেলা পুলিশ এবং রাজ্য পুলিশকে সংশ্লিষ্ট বিষয়টি লিখিত আকারে এর আগেই জানিয়েছেন তিনি । থানা সংলগ্ন জমিতে তৈরি করা বহুতল বাড়িটি, এক কোটি টাকায় বিক্রি করা হয়েছে বলে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছেন তিনি ৷

সমগ্র বিষয়টির অবিলম্বে তদন্ত করার জন্য আবেদন জানানো হয়েছে বিধানসভায় এবং মুখ্যমন্ত্রীর দপ্তরে । এর আগে বিধানসভার অধিবেশন চলাকালীনও অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেছিলেন দুলাল বর । তদন্ত চলছে জানিয়ে, অধ্যক্ষ সেটি খারিজ করে দেন । দুলাল বর জানিয়েছেন, শাসকদল তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট এক ব্যক্তি তৃণমূলের অপর ব্যক্তির কাছে বাড়িটি বিক্রি করেছেন বেআইনিভাবে । থানার জমি অবিলম্বে দখলমুক্ত করার জন্য আবেদন জানিয়েছেন তিনি ।

Intro:বাগদা থানার বিস্তীর্ণ জমি বিক্রি হয়ে যাচ্ছে বলে অভিযোগ করলেন দলত্যাগী কংগ্রেস বিধায়ক দুলাল বর। আজ তিনি তথ্য সহ মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন। এর আগে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কেও তিনি জানিয়েছিলেন বিষয়টি। অবিলম্বে বাগদা থানার জমি দখলমুক্ত করার জন্য প্রশাসনের কাছে দরবার করেছেন একাধিকবার। সুরাহা না হাওয়ায় ফের আবার প্রশাসনের শরণাপন্ন হলেন তিনি।


Body:বাগদা থানার মধ্যে হেলেঞ্চা মৌজার উনচল্লিশ নম্বর দাগের জমি, অবৈধভাবে দখল করে কিছু প্রোমোটার বাড়ি তৈরি করে। সেগুলো বিক্রি করছে বলেও অভিযোগ করেন বাগদার বিধায়ক দুলাল বর।
মোট জমির পরিমাণ ২ একর ৯৭ শতক। রাজ্য সরকার বাগদা থানা করার জন্য জমি দিয়েছিল। থানাসংলগ্ন ফাকা জমিতে তিনতলা বাড়ি করেছে স্থানীয় কয়েকজন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি। গত পাঁচ বছর ধরে সবরকম বাধাকে উপেক্ষা করে তারা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন দুলাল বর। দোতলা বা তিনতলা বাড়ি বানিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগও করেন তিনি।
রাজ্য স্তরের প্রশাসনকে তিনি সমগ্র বিষয়টি জানাবার পরেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ করেছেন। জেলা পুলিশ এবং রাজ্য পুলিশকে সংশ্লিষ্ট বিষয়টি লিখিত আকারে এর আগেই জানিয়েছেন দুলাল বর। তাও সুরাহা হয়নি। ইতিমধ্যেই থানা সংলগ্ন জমিতে তৈরি করা বহুতল বাড়িটি, এক কোটি টাকায় বিক্রি করা হয়েছে বলে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছেন এলাকার বিধায়ক দুলাল বর।
সমগ্র বিষয়টির অবিলম্বে তদন্ত করার জন্য আবেদন জানানো হয়েছে বিধানসভায় এবং মুখ্যমন্ত্রীর দপ্তরে। এর আগে বিধানসভার অধিবেশন চলাকালীনও অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেছিলেন দুলাল বর। তদন্ত চলছে জানিয়ে, অধ্যক্ষ সেটি খারিজ করে দেন। দুলাল বর জানিয়েছেন, শাসকদল তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট এক ব্যক্তি তৃণমূলের আরেক ব্যক্তির কাছে বাড়িটি বিক্রি করেছেন বেআইনিভাবে।
থানার জমি অবিলম্বে দখলমুক্ত করার জন্য আবেদন জানিয়েছেন তিনি।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.