ETV Bharat / state

Bangaon TMC Leader : নিজের বাড়ি বিদ্যুৎহীন, ট্রান্সফর্মারে তালা লাগালেন তৃণমূল নেত্রী

পঞ্চায়েত সদস্যার বাড়িতে কারেন্ট নেই, তাই অন্যদের বাড়িতেও কারেন্ট থাকবে না ৷ হ্যাঁ, এমনই বললেন অভিযুক্ত তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্য ৷ শুধু বলেই ক্ষান্ত হলেন না, করলেনও তাই ৷ ট্রান্সফর্মার শাটডাউন করে তালা লাগিয়ে গোটা এলাকায় বিদ্যুৎবিচ্ছিন্ন করলেন তিনি ৷ যার জেরে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা ৷

নিজের বাড়িতে কারেন্ট নেই বলে ট্রান্সফর্মারে তালা লাগিয়ে গোটা গ্রামকে বিদ্যুতহীন করলেন তৃণমূল নেত্রী
নিজের বাড়িতে কারেন্ট নেই বলে ট্রান্সফর্মারে তালা লাগিয়ে গোটা গ্রামকে বিদ্যুতহীন করলেন তৃণমূল নেত্রী
author img

By

Published : Sep 22, 2021, 9:51 PM IST

বনগাঁ, 22 সেপ্টেম্বর : তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত সদস্যর বাড়ির বিদ্যুৎ পরিষেবা না থাকায় ট্রান্সফর্মারে তালা ঝুলিয়ে দিলেন সেই তৃণমূল নেত্রী ৷ যার জেরে মঙ্গলবার বিকেল থেকে মাঝরাত পর্যন্ত অন্ধকারে ডুবে রইল গোপালনগর থানার নতুনগ্রামের সুভাষিনী বিদ্যালয়ের আশপাশের বিস্তীর্ণ এলাকা । অভিযুক্ত পঞ্চায়েত সদস্যর নাম কাজল মণ্ডল । তিনি গোপালনগর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের 124 নম্বর বুথের সদস্য । পুলিশের সহযোগিতা না পেয়ে তালা ভাঙলেন স্থানীয়রা ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিনকয়েক আগে হঠাৎই তৃণমূল নেত্রী কাজল মণ্ডল-সহ গ্রামের কয়েকটি বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় । নিজের বাড়িতে বিদ্যুৎ না থাকায় মঙ্গলবার বিকালে এলাকার ট্রান্সফর্মার শাটডাউন করে তালা লাগিয়ে দেন কাজল । ফলে বিস্তীর্ণ এলাকার বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায় । সন্ধ্যা নামতেই অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় গোটা গ্রাম ।

আরও পড়ুন : Barasat Waterlogging : জল না নামায় বারাসতে বিক্ষোভ

স্থানীয় বাসিন্দারা কাজলকে তালা খুলে দিতে বললে তিনি সাফ জানিয়ে দেন, আমার বাড়িতে যখন বিদ্যুৎ নেই কারোর বাড়িতে থাকবে না । পরবর্তীতে পুলিশের দ্বারস্থ হন গ্রামবাসীরা । স্থানীয়দের অভিযোগ পুলিশ এসেও তালা খুলতে না পারায় পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা । পরবর্তীতে পুলিশের সামনেই গ্রামবাসীরা তালা ভেঙে বিদ্যুৎ পরিষেবা চালু করেন ।

বেআইনিভাবে জোর করে এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ায় পঞ্চায়েত সদস্যর শাস্তির দাবি করেছে গ্রামের বাসিন্দারা । যদিও এ বিষয়ে ওই পঞ্চায়েত সদস্যর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও বক্তব্য দিতে চাননি । উল্টে সাংবাদিকরা খবর করতে যাওয়ায় তাঁদের সঙ্গে অভব্য আচরণ করেন কাজল মণ্ডলের অনুগামীরা ।

আরও পড়ুন : Gaighata Murder : শ্বশুরবাড়িতে ডেকে খুনের অভিযোগ, গ্রেফতার স্ত্রী ও শাশুড়ি

এই ঘটনার নিন্দা করে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি মনস্পতি দেব বলেন, "এটা রাষ্ট্রীয় সন্ত্রাস ৷ পুলিশ ও শাসকদলের মদতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে গ্রামে সন্ত্রাস চালানো ও লুট করবার পরিকল্পনা ছিল তৃণমূলের । এলাকার মানুষকে ধন্যবাদ জানাবো সেটা রুখে দেবার জন্য । আজকে সাধারণ মানুষ জেগেছে ৷ এবার ওখানে তৃণমূলের অপশাসন দূর হবে ।"

নিজের বাড়িতে কারেন্ট নেই বলে ট্রান্সফর্মারে তালা লাগিয়ে গোটা গ্রামকে বিদ্যুতহীন করলেন তৃণমূল নেত্রী

তৃণমূল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান শংকর দত্ত বলেন, "বিষয়টি নিয়ে ওখানকার নেতৃত্বের সঙ্গে কথা বলে খোঁজখবর নেব । তবে কেউ আইনের ঊর্ধ্বে নয় । আইনের বাইরে গিয়ে কেউ কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । দলগতভাবেও ব্যবস্থা নেওয়া হবে ।"


বিজেপির তোলা অভিযোগের প্রশ্নে তিনি বলেন, বিজেপির বক্তব্যের কোনও প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন নেই । তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের জন্য কাজ করছে ।

আরও পড়ুন : TMC Leader Death : দেগঙ্গায় তৃণমূল পঞ্চায়েত সদস্যর ঝুলন্ত দেহ উদ্ধার

বনগাঁ, 22 সেপ্টেম্বর : তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত সদস্যর বাড়ির বিদ্যুৎ পরিষেবা না থাকায় ট্রান্সফর্মারে তালা ঝুলিয়ে দিলেন সেই তৃণমূল নেত্রী ৷ যার জেরে মঙ্গলবার বিকেল থেকে মাঝরাত পর্যন্ত অন্ধকারে ডুবে রইল গোপালনগর থানার নতুনগ্রামের সুভাষিনী বিদ্যালয়ের আশপাশের বিস্তীর্ণ এলাকা । অভিযুক্ত পঞ্চায়েত সদস্যর নাম কাজল মণ্ডল । তিনি গোপালনগর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের 124 নম্বর বুথের সদস্য । পুলিশের সহযোগিতা না পেয়ে তালা ভাঙলেন স্থানীয়রা ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিনকয়েক আগে হঠাৎই তৃণমূল নেত্রী কাজল মণ্ডল-সহ গ্রামের কয়েকটি বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় । নিজের বাড়িতে বিদ্যুৎ না থাকায় মঙ্গলবার বিকালে এলাকার ট্রান্সফর্মার শাটডাউন করে তালা লাগিয়ে দেন কাজল । ফলে বিস্তীর্ণ এলাকার বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায় । সন্ধ্যা নামতেই অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় গোটা গ্রাম ।

আরও পড়ুন : Barasat Waterlogging : জল না নামায় বারাসতে বিক্ষোভ

স্থানীয় বাসিন্দারা কাজলকে তালা খুলে দিতে বললে তিনি সাফ জানিয়ে দেন, আমার বাড়িতে যখন বিদ্যুৎ নেই কারোর বাড়িতে থাকবে না । পরবর্তীতে পুলিশের দ্বারস্থ হন গ্রামবাসীরা । স্থানীয়দের অভিযোগ পুলিশ এসেও তালা খুলতে না পারায় পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা । পরবর্তীতে পুলিশের সামনেই গ্রামবাসীরা তালা ভেঙে বিদ্যুৎ পরিষেবা চালু করেন ।

বেআইনিভাবে জোর করে এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ায় পঞ্চায়েত সদস্যর শাস্তির দাবি করেছে গ্রামের বাসিন্দারা । যদিও এ বিষয়ে ওই পঞ্চায়েত সদস্যর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও বক্তব্য দিতে চাননি । উল্টে সাংবাদিকরা খবর করতে যাওয়ায় তাঁদের সঙ্গে অভব্য আচরণ করেন কাজল মণ্ডলের অনুগামীরা ।

আরও পড়ুন : Gaighata Murder : শ্বশুরবাড়িতে ডেকে খুনের অভিযোগ, গ্রেফতার স্ত্রী ও শাশুড়ি

এই ঘটনার নিন্দা করে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি মনস্পতি দেব বলেন, "এটা রাষ্ট্রীয় সন্ত্রাস ৷ পুলিশ ও শাসকদলের মদতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে গ্রামে সন্ত্রাস চালানো ও লুট করবার পরিকল্পনা ছিল তৃণমূলের । এলাকার মানুষকে ধন্যবাদ জানাবো সেটা রুখে দেবার জন্য । আজকে সাধারণ মানুষ জেগেছে ৷ এবার ওখানে তৃণমূলের অপশাসন দূর হবে ।"

নিজের বাড়িতে কারেন্ট নেই বলে ট্রান্সফর্মারে তালা লাগিয়ে গোটা গ্রামকে বিদ্যুতহীন করলেন তৃণমূল নেত্রী

তৃণমূল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান শংকর দত্ত বলেন, "বিষয়টি নিয়ে ওখানকার নেতৃত্বের সঙ্গে কথা বলে খোঁজখবর নেব । তবে কেউ আইনের ঊর্ধ্বে নয় । আইনের বাইরে গিয়ে কেউ কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । দলগতভাবেও ব্যবস্থা নেওয়া হবে ।"


বিজেপির তোলা অভিযোগের প্রশ্নে তিনি বলেন, বিজেপির বক্তব্যের কোনও প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন নেই । তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের জন্য কাজ করছে ।

আরও পড়ুন : TMC Leader Death : দেগঙ্গায় তৃণমূল পঞ্চায়েত সদস্যর ঝুলন্ত দেহ উদ্ধার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.