ETV Bharat / state

"ঠেলাঠেলিতে দোকান সহ সবাই পুকুরে চলে যায়, পরে অজ্ঞান হয়ে যাই" - due-to-crowd-pressure-we-fell-on-ground-after-that-become-senseless

কচুয়া দুর্ঘটনায় ইতিমধ্যে চারজনের মৃত্যু হয়েছে (অসমর্থিত সূত্রে খবর) ৷ আশঙ্কাজনক একাধিক ৷ মৃত পুণ্যার্থীদের জন্য পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ফাইল ফোটো
author img

By

Published : Aug 23, 2019, 12:24 PM IST

কচুয়া, 23 অগাস্ট : কচুয়া দুর্ঘটনায় ইতিমধ্যে চারজনের মৃত্যু হয়েছে (অসমর্থিত সূত্রে খবর) ৷ আশঙ্কাজনক একাধিক ৷ আহত এক পুণ্যার্থী জানান, ভিড়ের চাপে দাঁড়াতে পারছিলেন না তাঁরা ৷ পরে সবাই দোকান সহ পুকুরে পড়ে যান ৷

তিনি বলেন, "বাবার মাথায় জল ঢালতে গেছিলাম ৷ লম্বা লাইন ছিল ৷ পাশেই পুকুর । পুকুরের ধারে খুব ভিড় ছিল৷ এত ভিড়ের চাপ দাঁড়াতে পারিনি ৷ পরিবারে পাঁচ-ছ'জন ছিলাম ৷ ঠেলাঠেলিতে আলাদা হয়ে যাই ৷ পরে পাঁচিল ভেঙে যায় ৷ পাশে থাকা দোকান সহ সবাই পুকুরে চলে যায় ৷ কয়েকজন পড়ে গেছিলাম । তারপর অজ্ঞান হয়ে যাই৷"

দেখুন ভিডিয়ো

দুর্ঘটনায় আহতদের দেখতে ন্যাশনাল মেডিকেলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মৃত পুণ্যার্থীদের জন্য পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন তিনি ৷ আহতদের 1 লাখ টাকা সাহায্য এবং কম আহতদের 50 হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন ।

কচুয়া, 23 অগাস্ট : কচুয়া দুর্ঘটনায় ইতিমধ্যে চারজনের মৃত্যু হয়েছে (অসমর্থিত সূত্রে খবর) ৷ আশঙ্কাজনক একাধিক ৷ আহত এক পুণ্যার্থী জানান, ভিড়ের চাপে দাঁড়াতে পারছিলেন না তাঁরা ৷ পরে সবাই দোকান সহ পুকুরে পড়ে যান ৷

তিনি বলেন, "বাবার মাথায় জল ঢালতে গেছিলাম ৷ লম্বা লাইন ছিল ৷ পাশেই পুকুর । পুকুরের ধারে খুব ভিড় ছিল৷ এত ভিড়ের চাপ দাঁড়াতে পারিনি ৷ পরিবারে পাঁচ-ছ'জন ছিলাম ৷ ঠেলাঠেলিতে আলাদা হয়ে যাই ৷ পরে পাঁচিল ভেঙে যায় ৷ পাশে থাকা দোকান সহ সবাই পুকুরে চলে যায় ৷ কয়েকজন পড়ে গেছিলাম । তারপর অজ্ঞান হয়ে যাই৷"

দেখুন ভিডিয়ো

দুর্ঘটনায় আহতদের দেখতে ন্যাশনাল মেডিকেলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মৃত পুণ্যার্থীদের জন্য পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন তিনি ৷ আহতদের 1 লাখ টাকা সাহায্য এবং কম আহতদের 50 হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন ।

Intro:।।কচুয়া ধাম এর বড় দুর্ঘটনা আহত 33 বেশ কয়েক জনের মৃত্যুর আশঙ্কা।।

কচুয়া ধাম পাঁচিল ভেঙ্গে বিপত্তি পদপৃষ্ট বেশ কয়েকজন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বসিরহাট মহাকুমার মাটিয়া থানার লোকনাথ বাবার কচুয়া ধাম এর ঘটনা। জন্মাষ্টমী উপলক্ষে মানুষের ঢল নামে বৃহস্পতিবার রাতে বেলা থেকে জেলা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অবনতি ভক্তরা কচুয়া লোকনাথ বাবা মন্দিরে বিভিন্ন নদীর ঘাট থেকে জল নিয়ে যায় ।ভক্তের চাপে লোকনাথ বাবার মূল গৃহে ঢোকার মুহূর্তে পুকুরের ধারে পাচিল ছিল প্রচন্ড বৃষ্টিতে ভেঙে যায়। পাঁচিল সেই সময় পদপৃষ্ট হয়ে 33 জন আহত হয়েছে। আহতরা আরজিকর নীলরতন হাসপাতাল বসিরহাট জেলা হাসপাতাল ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি। এই ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে পুলিশ তদন্ত শুরু করেছেBody:।।কচুয়া ধাম এর বড় দুর্ঘটনা আহত 33 বেশ কয়েক জনের মৃত্যুর আশঙ্কা।।

কচুয়া ধাম পাঁচিল ভেঙ্গে বিপত্তি পদপৃষ্ট বেশ কয়েকজন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বসিরহাট মহাকুমার মাটিয়া থানার লোকনাথ বাবার কচুয়া ধাম এর ঘটনা। জন্মাষ্টমী উপলক্ষে মানুষের ঢল নামে বৃহস্পতিবার রাতে বেলা থেকে জেলা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অবনতি ভক্তরা কচুয়া লোকনাথ বাবা মন্দিরে বিভিন্ন নদীর ঘাট থেকে জল নিয়ে যায় ।ভক্তের চাপে লোকনাথ বাবার মূল গৃহে ঢোকার মুহূর্তে পুকুরের ধারে পাচিল ছিল প্রচন্ড বৃষ্টিতে ভেঙে যায়। পাঁচিল সেই সময় পদপৃষ্ট হয়ে 33 জন আহত হয়েছে। আহতরা আরজিকর নীলরতন হাসপাতাল বসিরহাট জেলা হাসপাতাল ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি। এই ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে পুলিশ তদন্ত শুরু করেছেConclusion:।।কচুয়া ধাম এর বড় দুর্ঘটনা আহত 33 বেশ কয়েক জনের মৃত্যুর আশঙ্কা।।

কচুয়া ধাম পাঁচিল ভেঙ্গে বিপত্তি পদপৃষ্ট বেশ কয়েকজন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বসিরহাট মহাকুমার মাটিয়া থানার লোকনাথ বাবার কচুয়া ধাম এর ঘটনা। জন্মাষ্টমী উপলক্ষে মানুষের ঢল নামে বৃহস্পতিবার রাতে বেলা থেকে জেলা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অবনতি ভক্তরা কচুয়া লোকনাথ বাবা মন্দিরে বিভিন্ন নদীর ঘাট থেকে জল নিয়ে যায় ।ভক্তের চাপে লোকনাথ বাবার মূল গৃহে ঢোকার মুহূর্তে পুকুরের ধারে পাচিল ছিল প্রচন্ড বৃষ্টিতে ভেঙে যায়। পাঁচিল সেই সময় পদপৃষ্ট হয়ে 33 জন আহত হয়েছে। আহতরা আরজিকর নীলরতন হাসপাতাল বসিরহাট জেলা হাসপাতাল ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি। এই ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.