বারাসত, 22 অগাস্ট : হোটেল ব্যবসার আড়ালে প্রকাশ্যে চলছে মাদক দ্রব্যের কারবার ৷ কোনও অলি-গলিতে নয় ৷ একেবারে জাতীয় সড়কের পাশে ৷ নেশাতে বুঁদ হচ্ছে কিশোর-যুবকরা ৷ অভিযোগ, পুলিশ-প্রশাসন সবকিছু জেনেও কার্যত ঠুঁটো জগন্নাথ হয়ে বসে রয়েছে । পুলিশি নিষ্ক্রিয়তায় ক্ষোভ বাড়ছে বারাসতের গেঞ্জিমিল সংলগ্ন এলাকার বাসিন্দাদের ।
বারাসতের গেঞ্জিমিল থেকে একটু এগোলেই মা তারা হোটেল । 35 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এই এলাকায় রয়েছে বিভিন্ন দোকানও । লোকের ভিড় সবসময় লেগেই রয়েছে । একটি জনবহুল এলাকায় দিনে-দুপুরে প্রকাশ্যে চলছে মাদক দ্রব্যের কারবার । অভিযোগ, ব্যবসায়ী সন্ন্যাসী দাস হোটেল ব্যবসার আড়ালে এই কারবার করছে । দোকান খুলতে না খুলতেই বিভিন্ন বয়সের লোকজনের ভিড় বাড়ে এই হোটেলের সামনে ৷ বাইরে থেকে হাত বাড়ালেই তুলে দেওয়া হয় গাঁজার পুরিয়া ৷ বাঁধা দেওয়ার কেউ নেই ৷ স্থানীয়দের অভিযোগ, এই কারবারের ফলে গেঞ্জিমিল ও নন্দগড় সংলগ্ন এলাকায় দুষ্কৃতীমূলক কাজকর্ম বাড়ছে ৷ এলাকার পরিবেশও নষ্ট হচ্ছে । পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও মাদক বিক্রি বন্ধ করতে কোনও উদ্যোগ নেওয়া হয়নি । পুলিশি নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ হয়ে বছর খানেক আগে ওই হোটেলে ভাঙচুর চালায় আমজনতা ৷ এরপর এই কারবার সাময়িকভাবে বন্ধ থাকে । কয়েকদিন আগে হোটেলের আড়ালে ফের মাদক দ্রব্য বিক্রি শুরু করে সন্ন্যাসী ৷
হোটেলের পাশে লিটন দাসের চায়ের দোকান রয়েছে । এবিষয়ে লিটনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "একেবারে প্রকাশ্যে মাদক দ্রব্যের কারবার চলছে । 16 কিংবা তার কম বয়সি ছেলে-মেয়েরাও গাঁজা নিচ্ছে । গেঞ্জিমিল গাঁজার কারখানা হিসেবে প্রচার হয়ে গেছে ৷ সামনেই স্কুল রয়েছে । জাতীয় সড়ক দিয়ে মহিলাদের যাওয়া মুশকিল হয়ে দাঁড়াচ্ছে । হোটেলের সামনে এলাকার বাইরের লোকের আনাগোনা লেগেই আছে ৷ এর ফলে পরিবেশ নষ্ট হচ্ছে । পুলিশ দু'বেলা এই এলাকা দিয়ে যাতায়াত করছে । চোখের সামনে সবকিছু দেখেও যেন তারা কিছুই দেখেনি ।"
বারাসত পৌরসভার উপ-পৌরপ্রধান অশনি মুখোপাধ্যায় বলেন, "বারাসতের কয়েকটি জায়গায় মাদক দ্রব্যের কারবারের খবর পেয়েছি । আমরা জানতে পেরেছি, এই কারবার মূলত বারাসত লাগোয়া পঞ্চায়েত সংলগ্ন এলাকাগুলি থেকে নিয়ন্ত্রণ করা হয় ৷ এ বিষয়ে পুলিশের সঙ্গে আলোচনা করেছি । বিষয়টি পুলিশ-প্রশাসনের গুরুত্ব দিয়ে দেখা উচিত৷" উত্তর ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার (বারাসত জেলা) বিশ্বচাঁদ ঠাকুর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন ৷