ETV Bharat / state

Nagerbazar Murder Case: গাড়ি না দেওয়ায় নাগেরবাজারে বৃদ্ধকে খুন ! পুলিশি জেরায় চালকের স্বীকারোক্তি - নাগেরবাজারে বৃদ্ধ খুন

Driver Arrested in Nagerbazar Murder Case: নাগেরবাজারে বৃদ্ধকে খুনের ঘটনায় গ্রেফতার গাড়ির চালক ৷ বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে শুক্রবার রাতে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2023, 5:14 PM IST

নাগেরবাজারে বৃদ্ধকে খুনের ঘটনায় গ্রেফতার চালক

নাগেরবাজার, 23 সেপ্টেম্বর: নাগেরবাজারে বৃদ্ধ খুনের ঘটনায় গ্রেফতার গাড়ি চালক সৌরভ মণ্ডল ৷ বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে ৷ আজ ব্যারাকপুর কমিশনারেটের ডিসি হেডকোয়ার্টার অজয় প্রসাদ জানান, গত 15 সেপ্টেম্বর কল্যাণ ভট্টাচার্যের বিলাসবহুল গাড়ি নিয়ে দিঘা যেতে চেয়েছিলেন চালক সৌরভ ৷ সেটি না দেওয়ায় বৃদ্ধের সঙ্গে বচসা ও হাতাহাতি হয় তাঁর ৷ সেই সময় বৃদ্ধকে শ্বাসরোধ করে খুন করেন সৌরভ মণ্ডল ৷ শুক্রবার রাতে দিঘা থেকে ফেরার সময় তাঁর মোবাইলের টাওয়ার লোকেশন ট্রেস করে গ্রেফতার করে নাগেরবাজার থানার পুলিশ ৷

ব্যারাকপুর কমিশনারেটের ডিসি হেডকোয়ার্টার অজয় প্রসাদ জানিয়েছেন, সৌরভ মণ্ডলকে শুক্রবার রাতে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার করে নাগেরবাজার থানার পুলিশ ৷ জিজ্ঞাসাবাদে তিনি জানান, মালিক কল্যাণ ভট্টাচার্যের কাছে কয়েকদিনের জন্য তাঁর বিলাস বহুল গাড়িটি চেয়েছিলেন সৌরভ ৷ মূলত তাঁর 15 সেপ্টেম্বর বন্ধুদের নিয়ে দিঘা যাওয়ার কথা ছিল ৷ সেই সময় কল্যাণবাবু তাঁকে 15 তারিখে আসার কথা বলেন ৷ সেই সঙ্গে জানান, ওইদিন তিনি গাড়ি দেবেন কিনা জানাবেন ৷

পুলিশি জেরায় সৌরভ জানান, 15 সেপ্টেম্বর শনিবার তিনি বৃদ্ধের বাড়িতে গিয়ে দেখেন মেইন গেটে তালা দেওয়া ৷ এর পর পাঁচিল টপকে বাড়ির ভিতরে ঢোকে চালক সৌরভ ৷ বৃদ্ধ কল্যাণ ভট্টাচার্য তাঁকে দেখে রেগে যান ৷ কেন সে পাঁচিল টপকে ভিতরে ঢুকেছে ? প্রশ্ন করলে, দু’জনের মধ্যে বচসা শুরু হয় ৷ তখনই বৃদ্ধের কাছে দিঘা যাওয়ার জন্য, তাঁর গাড়ি চান সৌরভ ৷ এতে আরও রেগে যান কল্যাণ ভট্টাচার্য ৷ দু’জনের মধ্যে তর্কাতর্কি একসময় হাতাহাতিতে পরিণত হয় ৷

আরও পড়ুন: নাগেরবাজারে বাগানবাড়ি থেকে বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার

সৌরভের দাবি অনুযায়ী, হাতাহাতিতে কল্যাণ ভট্টাচার্য পড়ে যান এবং তাঁর চোট লাগে ৷ সেই সময়ই অভিযুক্ত সৌরভ মণ্ডল তাঁকে শ্বাসরোধ করে হত্যা করেন বলে পুলিশ তদন্তে উঠে এসেছে ৷ জানা গিয়েছে, বৃদ্ধকে খুনের পর, গ্যারাজ ও গাড়ির চাবি নেন ৷ এর পর গ্যারাজ থেকে গাড়ি বের করে সোজা বারাসতে নিজের ভাড়া বাড়িতে যান ৷ সেখান থেকে গাড়িতে বন্ধুদের নিয়ে দিঘা রওনা দেন তিনি ৷

নাগেরবাজারে বৃদ্ধকে খুনের ঘটনায় গ্রেফতার চালক

নাগেরবাজার, 23 সেপ্টেম্বর: নাগেরবাজারে বৃদ্ধ খুনের ঘটনায় গ্রেফতার গাড়ি চালক সৌরভ মণ্ডল ৷ বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে ৷ আজ ব্যারাকপুর কমিশনারেটের ডিসি হেডকোয়ার্টার অজয় প্রসাদ জানান, গত 15 সেপ্টেম্বর কল্যাণ ভট্টাচার্যের বিলাসবহুল গাড়ি নিয়ে দিঘা যেতে চেয়েছিলেন চালক সৌরভ ৷ সেটি না দেওয়ায় বৃদ্ধের সঙ্গে বচসা ও হাতাহাতি হয় তাঁর ৷ সেই সময় বৃদ্ধকে শ্বাসরোধ করে খুন করেন সৌরভ মণ্ডল ৷ শুক্রবার রাতে দিঘা থেকে ফেরার সময় তাঁর মোবাইলের টাওয়ার লোকেশন ট্রেস করে গ্রেফতার করে নাগেরবাজার থানার পুলিশ ৷

ব্যারাকপুর কমিশনারেটের ডিসি হেডকোয়ার্টার অজয় প্রসাদ জানিয়েছেন, সৌরভ মণ্ডলকে শুক্রবার রাতে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার করে নাগেরবাজার থানার পুলিশ ৷ জিজ্ঞাসাবাদে তিনি জানান, মালিক কল্যাণ ভট্টাচার্যের কাছে কয়েকদিনের জন্য তাঁর বিলাস বহুল গাড়িটি চেয়েছিলেন সৌরভ ৷ মূলত তাঁর 15 সেপ্টেম্বর বন্ধুদের নিয়ে দিঘা যাওয়ার কথা ছিল ৷ সেই সময় কল্যাণবাবু তাঁকে 15 তারিখে আসার কথা বলেন ৷ সেই সঙ্গে জানান, ওইদিন তিনি গাড়ি দেবেন কিনা জানাবেন ৷

পুলিশি জেরায় সৌরভ জানান, 15 সেপ্টেম্বর শনিবার তিনি বৃদ্ধের বাড়িতে গিয়ে দেখেন মেইন গেটে তালা দেওয়া ৷ এর পর পাঁচিল টপকে বাড়ির ভিতরে ঢোকে চালক সৌরভ ৷ বৃদ্ধ কল্যাণ ভট্টাচার্য তাঁকে দেখে রেগে যান ৷ কেন সে পাঁচিল টপকে ভিতরে ঢুকেছে ? প্রশ্ন করলে, দু’জনের মধ্যে বচসা শুরু হয় ৷ তখনই বৃদ্ধের কাছে দিঘা যাওয়ার জন্য, তাঁর গাড়ি চান সৌরভ ৷ এতে আরও রেগে যান কল্যাণ ভট্টাচার্য ৷ দু’জনের মধ্যে তর্কাতর্কি একসময় হাতাহাতিতে পরিণত হয় ৷

আরও পড়ুন: নাগেরবাজারে বাগানবাড়ি থেকে বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার

সৌরভের দাবি অনুযায়ী, হাতাহাতিতে কল্যাণ ভট্টাচার্য পড়ে যান এবং তাঁর চোট লাগে ৷ সেই সময়ই অভিযুক্ত সৌরভ মণ্ডল তাঁকে শ্বাসরোধ করে হত্যা করেন বলে পুলিশ তদন্তে উঠে এসেছে ৷ জানা গিয়েছে, বৃদ্ধকে খুনের পর, গ্যারাজ ও গাড়ির চাবি নেন ৷ এর পর গ্যারাজ থেকে গাড়ি বের করে সোজা বারাসতে নিজের ভাড়া বাড়িতে যান ৷ সেখান থেকে গাড়িতে বন্ধুদের নিয়ে দিঘা রওনা দেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.